নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য । নিডারিয়া পর্বের প্রাণীর নাম
নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি?
নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য গুলি হল:- 1. এই পর্বের প্রাণীদের দেহের ভেতরে একটি মাত্র গব্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহবর থাকে।
- 2. এই পর্বের প্রাণীদের দেহত্বকে ,এমন কি কর্ষিকার গায়ে নিডোব্লাস্ট দংশক ধ্বংস কোষের ভেতরে নিমাটোসিস্ট নামক চাবুকের মত এক প্রকার অঙ্গাণু থাকে যা আত্মরক্ষা ও খাদ্য গ্রহণে সাহায্য করে।
- 3. নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে পলিপ ও মেডুসা দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। একে মেটাজেনেসিস বলে।
নিডারিয়া পর্বের প্রাণীর নাম
হাইড্রো (Hydra virdis), জেলিফিশ, Obelia geniculata, Aurelia aurita, Cyania capillata, Metridium senil, Gorgoni verrucosa প্রভৃতির নিডারিয়া পর্বের প্রাণীদের উদাহরণ।নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে।
নিডারিয়া পর্বের প্রাণীদের অযৌন দশা কি নামে পরিচিত?
পলিপ নামে পরিচিত।
মেডুসা কাকে বলে?
নিডারিয়া পর্বের প্রাণীদের মুক্ত সঞ্চরণশীল ছত্রাকার যৌন দশকেই মেডুসা বলে।
মেটাজেনেসিস কি?
নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে পলিপ ও মেডুসা এই দুটি দশা পর্যায়ক্রমিক আবর্তিত হয় একে মেটাজেনেসিস বলে।
নিডোব্লাস্ট কোষ এর কাজ কি?
নিডোব্লাস্ট কোষের সাহায্যে নিডারিয়া পর্বের প্রাণীরা আত্মরক্ষা করে।
নিডারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলে কেন?
বিচিত্র রংবেরঙের হওয়ার কারণে এই পর্বের প্রাণীরা সমুদ্রকে বর্ণময় রূপদানে সব চেয়ে বেশি অবদান রেখেছে । প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণিরা ও এই পর্বের অন্তর্গত।তাই নিডেরিয়া পর্বের প্রাণিদের সমুদ্রের ফুল (flower of the sea ) বলা হয়।