পৃষ্ঠটান ( surface tension) বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান অধ্যায় "পদার্থ:
গঠন ও ধর্ম" - খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পৃষ্ঠটান।
1. পৃষ্ঠটান কাকে বলে?
উত্তরঃ যদি তরলের মুক্তপৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়।
পৃষ্ঠটান এর উদাহরণ দাও।
- কচুপাতায় জল ফেললে পৃষ্ঠটানের জন্য জল গোলাকার আকার ধারণ করে।
- পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জল গোলাকার পরিণত হয়।
- একটি দলবিহীন সুচ জলের উপরে সাবধানে রাখলে সুষ্ঠু ভেসে থাকে পৃষ্ঠটান এর জন্য।
- মাকড়সা জলের পৃষ্ঠটান এর জন্য জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে।
- তরলের পৃষ্ঠটান নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে:
- তরলের তাপমাত্রা: তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমে যায়।
- তরলের ঘনত্ব: তরলের সম্পৃক্ত বাষ্প ঘনত্ব বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কমে যায়।
- দ্রবীভূত বস্তুর উপস্থিতি: তরলে কোন অজৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠ টান বাড়ে কিন্তু জৈব বস্তুর দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে।
- তরলের উপরিস্থিত মাধ্যম: তরলের মুক্ততলের সংস্পর্শে যে মাধ্যম আছে টা তুলনামূলকভাবে শুষ্ক হলে পৃষ্ঠটান বেশি হয়।
- দূষণ: তরল পৃষ্ঠের কোন অপদ্রব্য দ্বারা দূষিত হলে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে।
- তড়িতাহিত প্রভাব: যদি তরল তড়িতাহিত হয় তাহলে তরলের পৃষ্ঠটান বাড়ে।
- তরলের পৃষ্ঠটান বরাবর প্রতি একক দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে।
- প্রতি একক দৈর্ঘ্যের এলাকায় পৃষ্ঠতল কে প্রসারিত করতে যে পরিমান কার্য করা হয় তাকে পৃষ্ঠশক্তি বলে।