আজকের এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ঃ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচ্য বিষয় গুলি হল- অভিকর্ষ ও মহাকর্ষ, অভিকর্ষ ও মহাকর্ষ এর প্রভাবে গতি, স্থির তড়িৎ বল ও আধানের ধারণা, তড়িৎ বলের প্রভাবে গতি ইত্যাদি। এই অধ্যায়ের কোন প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
অভিকর্ষ ও মহাকর্ষ
1. কোন বলের প্রভাবে বৃষ্টি আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসে?
উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে।
2. শূন্যস্থান পূরণ করো: পৃথিবীর সব বস্তুকেই ____ বল দিয়ে টানে।
উত্তর: অভিকর্ষ।
3. মহাকর্ষ টান কে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়েছে?
উত্তর: স্প্রিং তুলা যন্ত্র।
4. কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়?
উত্তর: স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়।
5. অভিকর্ষ ও মহাকর্ষ বল কি আলাদা?
উত্তর: না, অভিকর্ষ ও মহাকর্ষ বল আলাদা নয়।
6. শূন্যস্থান পূরণ করো: অভিকর্ষ একটি ____ বল।
উত্তর:
মহাকর্ষ।
7. অভিকর্ষ বলের সংজ্ঞা দাও।
উত্তর: পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোন বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল
ক্রিয়া করে তারই নাম অভিকর্ষ।
8. মহাকর্ষ বলের মান পরিমাপক গাণিতিক
সূত্র টি লেখ।
উত্তর: $F=G\frac{{{m}_{1}}{{m}_{2}}}{{{d}^{2}}}$
[ এখানে, F= মহাকর্ষ বল, m1 ও m2 বস্তুর ভর, d=
বস্তুকণা দুটির মধ্যে সরলরেখা বরাবর দূরত্ব।]
9. সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে?
উত্তর: মহাকর্ষ সূত্রের গাণিতিক সমীকরণ, $F=G\frac{{{m}_{1}}{{m}_{2}}}{{{d}^{2}}}$ এ ব্যবহৃত ধ্রুবক G কে
সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে।
10. G কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে
কেন?
উত্তর: G কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কারণ, G এর মান এই বিশ্বব্রহ্মাণ্ডে সব
জায়গায় একই থাকে। বস্তু দুটির মাঝে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে না।
11. এস আই পদ্ধতিতে G এর একক কি?
উত্তর: এস আই পদ্ধতিতে G এর একক নিউটন বর্গমিটার প্রতি বর্গ কেজি বা $\frac{N.{{m}^{2}}}{k{{g}^{2}}}$
12. এস আই পদ্ধতিতে G এর মান কত?
উত্তর: এস আই পদ্ধতিতে G এর মান
6.67×10-11 $\frac{N.{{m}^{2}}}{k{{g}^{2}}}$
13. পৃথিবীর মুক্তিবেগ কত?
উত্তর: পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি / সেকেন্ড।
14. নূন্যতম কত বেগে কোন বস্তুকে পৃথিবী থেকে চলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির
বাইরে চলে যাবে?
উত্তর: 11.2 কিমি / সেকেন্ড বেগে ।
15. মহাকর্ষ বল কি কখনো শূন্য হতে পারে?
না, মহাকর্ষ বল শূন্য হতে পারে
না। অর্থাৎ যে কোন বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে।
16. সমান ভরের দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির 3 গুণ করা হলো
এবং তাদের মধ্যে দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ
বল পূর্বের কত গুণ হলো?
সমাধান: আমরা জানি মধ্যাকর্ষণ বল ভরের গুণফলের
সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই বস্তুকণার দুটির মধ্যে
ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বল পূর্বের $\frac{3}{{{5}^{2}}}$ গুণ $=\frac{3}{25}$ গুণ হবে।
17. 1 কেজি ভরের দুটি বস্তু পৃথিবীর উপর পাশাপাশি রাখলেও মহাকর্ষ বলের প্রভাবে
তারা পরস্পরের কাছে যায় না কেন?
উত্তর: পৃথিবীপৃষ্ঠে থাকা এক কেজি ভরের
বস্তুর বর্ণ দুটিকে পৃথিবীর যে পরিমাণ বল দিয়ে টানে, তার তুলনায় ঐ বস্তু
দুটোর মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল এতটাই নগণ্য যে তার কোনো প্রভাব
বাস্তবে বোঝা যায় না।
18. শূন্যস্থান পূরণ করো: ওজন = ____ × ভর।
উত্তর: অভিকর্ষজ ত্বরণ।
অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি
19. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো
বস্তুর ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে।
20. একক ভরের বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষ বল অভিকর্ষজ ত্বরণের মান এর তফাৎ
কত?
উত্তর: শূন্য।
অর্থাৎ একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের মান ও
অভিকর্ষজ ত্বরণের মান সমান।
21. এস আই পদ্ধতিতে g এর গড় মান কত?
উত্তর: এস আই পদ্ধতিতে g এর গড় মান
9.8 মিটার/সেকেন্ড2
কোন বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন 3×9.8 নিউটন = 29.4 নিউটন।
23. ওজনের এস আই পদ্ধতিতে একক কি?
ওজনের এস আই পদ্ধতিতে একক নিউটন।
ওজনের সিজিএস পদ্ধতিতে একক ডাইন।
25. কে সর্বপ্রথম প্রমাণ করেন যে হালকা ও ভারী সব বস্তুকেই একাত্মতা থেকে ফেললে
একই সাথে মাটি স্পর্শ করবে?
বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই।
26. স্থির অবস্থান থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র
তিনটি লেখ।
উত্তর: অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সূত্র তিনটি হলো :
- (i) একই উচ্চতা অস্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামে।
- (ii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়ে।
- (iii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে।
স্থির তড়িৎ বল ও আধানের ধারণা
27. ঘর্ষণজাত ও তড়িৎ বা আধান কাকে বলে?
উত্তর: ঘর্ষণের ফলে কোন বস্তুতে
সৃষ্টি হওয়া তড়িৎ কে ঘর্ষণজাত তড়িৎ আধান বলে।
28. সমজাতীয় তড়িৎ পরস্পরকে ____ করে ।
উত্তর: বিকর্ষণ।
29. ভিন্ন জাতীয় তড়িৎ পরস্পরকে ___ করে ।
উত্তর: আকর্ষণ।
30. কে সর্বপ্রথম তড়িৎ এর প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ধারণা দেন?
উত্তর:
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
কুলম্বের সূত্র
31. কুলম্বের সূত্রটি লেখ।
উত্তর: $F=K\frac{{{q}_{1}}{{q}_{2}}}{{{r}_{2}}}$
32. আধানের এস আই একক কি?
আধানের এস আই একক হল কুলম্ব ।
33. আধানের সিজিএস একক কি?
আধানের সিজিএস একক হল ই.এস.ইউ বা
স্ট্যাটকুলম্ব।
34. শূন্য মাধ্যমে K এর মান কত?
উত্তর: 9×109 নিউটন ×
মিটার2 / কুলম্ব2
35. আমাদের চারপাশের বস্তুগুলি নিস্তড়িত হয় কেন?
অথবা, পরমাণু নিস্তড়িত
হয় কেন?
উত্তর: পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক
আধানযুক্ত ইলেকট্রন কণা পরিমাণ সমান থাকে। সমান পরিমাপের বিপরীত আধান পরস্পরকে
প্রশমিত করার পরমাণু নিস্তড়িত হয়। আর পরমাণু নিস্তড়িত হওয়ার জন্য পরমাণু
দ্বারা গঠিত আমাদের চারপাশের বস্তুগুলিও নিস্তড়িত হয়।
35. শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পটপট শব্দ হয় কেন?
উত্তর:
শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আচরালে চুলও প্লাস্টিকের চিরুনিতে
বিপরীতধর্মী তড়িৎ সৃষ্টি হয়। তাই তড়িৎ সৃষ্টি হওয়ার পরে পুনরায় আরেকবার
আঁচড়াতে গেলে বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে ও তড়িৎ স্ফুলিঙ্গের
সৃষ্টি হয়, এই কারণেই শব্দ উৎপন্ন হয়।
উত্তর: একটি নিস্তড়িত বস্তু কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তুর আনলে, নিস্তড়িত বস্তু যে অংশটি তড়িৎ গ্রস্ত বস্তুর কাছে থাকে সেখানে বিপরীত ধর্মী তড়িৎ সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িৎ আবেশ বলা হয়। এই কারণে তড়িৎ গ্রস্ত বস্তু দ্বারা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ সম্ভব।
তড়িৎ বলের প্রভাবে গতি
37. স্থির তড়িৎ বল কাকে বলে?
বিপরীত ধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ
করে এবং সমধর্মী তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। এই প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল
দুটি কে স্থির তড়িৎ বল বলে।
38. পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি ধরনের বল ক্রিয়া করে?
উত্তর:
আকর্ষণ বল।