ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান , দ্বিতীয় ইউনিট টেস্ট এর নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। তুমি যদি ক্লাস সিক্সে পড়ো তাহলে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য।
Class VI Poribesh / Science Question Paper ( 2nd Unit test
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
(i) গ্রানাইট হল একপ্রকার (পাললিক শিলা/আগ্নেয় শিলা/পরিবর্তিত শিলা/জীবাশ্ম জ্বালানি)।
উত্তর: আগ্নেয় শিলা।
(ii) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল (কার্বন ডাই অক্সাইড/মিথেন/অক্সিজেন/অ্যামোনিয়া)।
উত্তর: মিথেন।
(iii) কোনটি মৌলিক রাশি নয়? (সময়/ক্ষেত্রফল/উন্নতা/দৈর্ঘ্য)।
উত্তর: ক্ষেত্রফল।
(iv) প্রদত্ত কোন্ বলটি স্পর্শ ছাড়াই কাজ করে? (অভিকর্ষ/ঘর্ষণ/বৈদ্যুতিক/কোনোটিই নয়)।
উত্তর: অভিকর্ষ।
(v) জলের গভীরতা বাড়লে চাপ (বাড়বে/কমবে/একই থাকবে/প্রথমে কমবে পরে বাড়বে)।
উত্তর: বাড়বে।
2. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) জমাট বাঁধা লাভাকে কী বলে?
উত্তর: শিলা।
(ii) শূন্যস্থান পূরণ করো: S.I পদ্ধতিতে বলের একক
উত্তর: নিউটন (N)।
(iii) গতিশীল বস্তু কাকে বলে?
উত্তর: সময়ের সাপেক্ষে যে বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাকে গতিশীল বস্তু বলে।
(iv) তরলের চাপের S.I একক কী?
উত্তর: পাস্কাল (Pa)।
(v) শূন্যস্থান পূরণ করো: পর্যায়ক্রমিক খাদ্য-খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয়
উত্তর: খাদ্য শৃঙ্খল।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝায়?
উত্তর: প্রাচীন জীবজন্তু ও উদ্ভিদের দেহের অবশিষ্টাংশ যা ভূতত্ত্বীয় প্রক্রিয়ায় সংরক্ষিত থাকে।
অন্যভাবে বললে,
জীবাশ্ম হল প্রাচীন জীবের দেহাববশেষ বা চিহ্ন যা প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা সংরক্ষিত হয়েছে।
(ii) প্রমাণ মিটার কাকে বলে?
উত্তর: ফ্রান্সের প্যারি শহরে ইন্টারন্যাশনাল বিওরো অফ ওয়েস্ট এন্ড মেজর'স নামক সংস্থা 0°C তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতুর তৈরি দন্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে।
(iii) জোরে ঝড় হলে টিনের চাল উড়ে যায় কেন?
উত্তর: ঝড়ের সময় বায়ুর গতির ফলে টিনের চালের উপরে বায়ুপ্রবাহের বেগ বেশি এবং নিচে বায়ুর বেগ কম হয়। বার্নোলি নীতি অনুযায়ী চালের উপরে বায়ুর চাপ কম ও নিচে বেশি হয়। নিচে চাপ বেশি হয় বলে টিনের চালকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যায়।
(iv) গতিশক্তি কাকে বলে?
উত্তর: গতিশীল অবস্থার জন্য কোন বস্তু যে শক্তি প্রয়োগ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তি এক প্রকারের যান্ত্রিক শক্তি।
আরও পড় : [QnA] মানুষের শরীর ক্লাস VI | Class 6 Poribesh Chapter 8 | প্রশ্ন উত্তর ক্লাস সিক্স
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) পেট্রোলিয়াম কী? এর দুটি ব্যবহার লেখো।
উত্তর: পেট্রোলিয়াম হল একপ্রকার খনিজ তেল যা ভূতলে পাওয়া যায়। এর ব্যবহার হল:
1. পেট্রোলিয়াম শোধনে পেট্রোল কেরোসিন, ডিজেল, প্রপেন ও বিউটেন ইত্যাদি জ্বালানি পাওয়া যায়।
2. প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ তৈরিতে।
(ii) ভর ও ভারের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
উত্তর:
1. ভর হল বস্তুতে থাকা পদার্থের পরিমাণ, আর ভার হল বস্তুর ওজন।
2. ভরের একক কিলোগ্রাম (kg) এবং ভারের একক নিউটন (N)।
3. ভর সব স্থানে একই থাকে, স্থানভেদে ভার আলাদা হয়। যেমন চাঁদে পৃথিবীর তুলনায় ভার কম হয়।
(iii) নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন?
উত্তর: আমরা জানি জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। তাই দলের তলদেশের চাপ থেকে বাঁধকে রক্ষা করতে বাঁধের তলদেশ চওড়া করা হয়। এতে বাঁধ ভেঙে যায় না।
(iv) ঘর্ষণ বল কী? এর দুটি সুবিধা লেখো।
উত্তর: দুটি তলের মধ্যে চলাচলের বিরোধী বলকে ঘর্ষণ বল বলে। এর দুটি সুবিধা হল:
1. ঘর্ষণ ছাড়া হাঁটা সম্ভব হত না।
2. ধর্ষণ বল গাড়ি চলাচল ও থামতে সাহায্য করে।