বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

[Mock test] Class VI poribesh o bigyan All Chapter 2nd unit | সমস্ত অধ্যায় এর মক টেস্ট ক্লাস VI পরিবেশ ও বিজ্ঞান

Class vi poribesh o bigyan 2nd unit test mock test

তুমি কি ক্লাস VI -এ সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ২nd unit test এর সমস্ত অধ্যায়ের মক টেস্ট খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। 

  •  অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ 
  • অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ 
  • অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা 
  • অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি 
  • অধ্যায় 8 : মানুষের শরীর
thumb-c6-2nd-unit
0/132
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
1 পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয়, তা হল -
পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি
পাললিক শিলা স্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয়
পেট্রোলিয়াম কে সংক্ষেপে পেট্রোল বলা হয়
পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি হয়
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
2 যেটি আগ্নেয় শিলা, তা হলো -
চুনাপাথর
বেলেপাথর
মার্বেল পাথর
গ্রানাইট
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
3 হেমাটাইট যে ধাতুর আকরিক, তা হল -
সোনা
তামা
লোহা
অ্যালুমিনিয়াম
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
4 বস্তুর দৈর্ঘ্য মাপার একক হল -
গ্রাম
কেলভিন
সেকেন্ড
মিটার
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
5 বস্তুর উষ্ণতা মাপার SI একক হল -
গ্রাম
কেলভিন
সেকেন্ড
মিটার
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
6 বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয়, তা হল -
আয়তন
উচ্চতা
ভর
ক্ষেত্রফল
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
7 যেটি SI একক নয়, সেটি হল -
কিলোগ্রাম
মিটার
সেকেন্ড
ইঞ্চি
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
8 দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো -
ডেকাকমিটার
ডেসিমিটার
মিটার
মিলিমিটার
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
9 আয়তন পরিমাপের একক হল -
গ্রাম
সেন্টিমিটার
বর্গ সেন্টিমিটার
ঘন সেন্টিমিটার
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
10 প্রদত্ত যে ক্ষেত্রে স্পর্শহীন বল প্রযুক্ত হচ্ছে সেটি হলো -
একটি বল ক্রিকেট ব্যাটে লেগে ছিটকে যাচ্ছে
তুমি হাতে সাবান মাখছো
দাঁত ব্রাশ করছো
পৃথিবীর টানে একটি বল উঁচু থেকে নিচের দিকে নামছে
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
11 পোড়াচুনে জল দেওয়ার ফলে পাত্রটি গরম হয়ে উঠল । এখানে শক্তির রূপান্তর হল -
(a) রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি
রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি
রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
12 প্রদত্ত কোন শৃংখলটি ঠিক?
(a) ঘাস → গঙ্গাফড়িং → ব্যাং → সাপ → বেজি
গাছের পাতা → শালিক পাখি → পঙ্গপাল
গাছের পাতা → বাজ→ খরগোশ
হরিণ → ঘাস → সাপ
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
13 লিণ্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক ট্রপিক স্তরের যত শতাংশ শক্তি পরবর্তী স্তরে প্রবেশ করে তা হল -
30%
40%
0.2
10 %
অধ্যায়: মানুষের শরীর
14 মানুষের শরীরের যেখানে হৃদপিণ্ড অবস্থিত সেই জায়গাটি হল -
(a) বুকের সামনে ডান দিকে
বুকের পেছনে ডান দিকে
বুকের পেছনে বাঁ দিকে
বক্ষাস্থির পিছন দিকে
অধ্যায়: মানুষের শরীর
15 হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল -
2 টি
3 টি
1 টি
4 টি
অধ্যায়: মানুষের শরীর
16 বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় -
হৃদপিণ্ড
বৃক্ক
ফুসফুস
যকৃত
অধ্যায়: মানুষের শরীর
17 বল ও সকেট সন্ধি দেখা যায় -
হাঁটুতে
মেরুদন্ডে
কোমরে
কব্জিতে
অধ্যায়: মানুষের শরীর
18 অবিশুদ্ধ রক্ত হল -
(a) কেবল যে রক্তে CO2 থাকে
যে রক্তে O2 এর তুলনায় CO2 বেশি থাকে।
যে রক্তে কেবল O2 থাকে
যে রক্তে CO2 এর তুলনায় O2 বেশি থাকে
অধ্যায়: মানুষের শরীর
19 মানুষের বুড়ো আঙ্গুলে যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হল -
পিভট সন্ধি
হিঞ্জ সন্ধি
স্যাডল সন্ধি
বল ও সকেট সন্ধি
অধ্যায়: মানুষের শরীর
20 সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহা শিরা দিয়ে অবি শুদ্ধ রক্ত হৃদপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হল -
বাম নিলয়
ডান অলিন্দ
ডান নিলয়
বাম অলিন্দ
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
21 লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় -
ইস্পাত
স্টেনলেস স্টিল
রাংঝাল
সংকর ধাতু
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
22 প্রদত্ত বিকল্প গুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
কয়লা
প্রাকৃতিক গ্যাস
গোবর গ্যাস
পেট্রোলিয়াম
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
23 SI পদ্ধতিতে ভরের একক -
মিটার
কিলোগ্রাম
সেকেন্ড
অ্যাম্পিয়ার
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
24 জলের গভীরতা বাড়লে চাপ -
কমে
একই থাকে
বাড়ে
লোপ পায়
অধ্যায়: মানুষের শরীর
25 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে -
প্লাজমা
অনুচক্রিকা
শ্বেত রক্তকণিকা
রিবস
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
26 ভর ÷ আয়তন = ______। -
(a) আয়তন
বেগ
প্রস্থ
ঘনত্ব
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
27 পালতোলা নৌকা চালাতে প্রয়োজন -
স্থিতি শক্তি
তাপশক্তি
তড়িৎশক্তি
গতিশক্তি
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
28 1 ঘন সেন্টিমিটার = -
(a) 0.1 L
0.001 L
1000 L
এর সমান।
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
29 জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
তাপবিদ্যুৎ তৈরিতে
জলবিদ্যুৎ তৈরিতে
সৌরবিদ্যুৎ তৈরিতে
বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে।
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
30 ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো -
তরলের চাপ
তরলের প্রবাহ
বায়ুমণ্ডলীয় চাপ
বায়ু প্রবাহ
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
31 একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো -
বাঘ
হরিণ
ঘাস
মানুষ
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
32 আগ্নেয় শিলার উদাহরণ হল -
মার্বেল পাথর
গ্রানাইট
নিস
চুনাপাথর।
অধ্যায়: মানুষের শরীর
33 বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের -
লোহিত রক্ত কণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
রক্ত রস
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
34বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল -
ব্যারোমিটার
থার্মোমিটার
রেনগজ
হাইড্রোমিটার
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
35 তরলের চাপ নির্ভর করে -
তরলের পরিমাণের উপর
তরলের গভীরতার উপর
তরল পাত্রের আকৃতির উপর
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
36 জিংক এর প্রধান আরিক হল -
হেমাটাইট
বক্সাইট
কপার গ্লান্স
জিংক ব্লেন্ড
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
37 মার্বেল পাথর হল এক ধরনের -
পরিবর্তিত শিলা
পাললিক শিলা
আগ্নেয় শিলা
কোনোটিই নয়
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
38 উষ্ণতার SI একক হল -
°C
°F
কেলভিন (K)
ক্যান্ডেলা
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
39 ইলেকট্রিক মিস্ত্রি চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয় -
রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি
চৌম্বক শক্তি থেকে তাপ শক্তি
আলোক শক্তি থেকে তাপ শক্তি
তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
40 খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো -
আর্কিমিডিসের নীতি
বার্নোলির নীতি
আফবাও নীতি
অধ্যায়: মানুষের শরীর
41 হৃদপিন্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো -
ডান অলিন্দ
বাম অলিন্দ
বাম নিলয়
ডান নিলয়
অধ্যায়: মানুষের শরীর
42 আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে, তা হল -
হাইড্রোক্লোরিক অ্যাসিড
লাইসোজাইম
ইনসুলিন
টায়ালিন
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
43 গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় -
নিস
স্লেট
মার্বেল
চুনাপাথর
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
44 প্রমাণ মিটারের দন্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনাম এর অনুপাত -
9:1
1:9
10:9
1:6
অধ্যায়: মানুষের শরীর
45 শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে -
লোহিত রক্তকণিকা
প্লাজমা
অনুচক্রিকা
শ্বেত রক্তকণিকা
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
46 অমিল শব্দটি খুঁজে বের কর : -
পিউমিস
গ্রানাইট
ব্যাসাল্ট
চুনাপাথর
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
47 খাদ্যশৃংখলে শক্তির উৎস হল -
চাঁদ
সূর্য
জল
মাটি
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
48 অনবীকরণযোগ্য শক্তির উৎস টি হল -
সৌরশক্তি
বায়ু শক্তি
প্রাকৃতিক গ্যাস
জোয়ার ভাটার শক্তি
অধ্যায়: মানুষের শরীর
49 সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে যার মাধ্যমে সেটি হল -
মহা ধমনী
ফুসফুসীয় ধমনী
ঊর্ধ্ব মহাশিরা
নিম্ন মহাশিরা
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
50 আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় -
তাপ শক্তি
গতিশক্তি
স্থিতিশক্তি
রাসায়নিক শক্তি
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
51 অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি অংশাঙ্কিত থাকে -
মাইক্রোমিটার
সেন্টিমিটার
কিলোমিটার
মিলিমিটার এককে
অধ্যায়: মানুষের শরীর
52 রক্তে অবস্থিত প্রোটিন হল -
গ্লোবিউলিন
ইউরিয়া
ইউরিক অ্যাসিড
বিলিরুবিন
অধ্যায়: মানুষের শরীর
53 মানব হৃদপিন্ডে কপাটিকার সংখ্যা -
2টি
3টি
4টি
5টি
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
54 জলের গভীরতা বাড়লে -
শুধু জলের নিচের চাপ বাড়ে
শুধু জলের উপরের দিকের চাপ বাড়ে
শুধু জলের পার্শ্বচাপ বাড়ে
সবদিকেই জলের চাপ বাড়বে
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
55 তামার আকরিক হলো -
বক্সাইট
হিমাটাইট
লিগনাইট
কপার গ্লান্স
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
56কোন রাশিটি মৌলিক রাশি নয় -
আয়তন
দৈর্ঘ্য
ভর
সময়
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
57 অনবীকরণযোগ্য শক্তির উৎস টি হল -
বায়ু শক্তি
প্রাকৃতিক গ্যাস
সৌরশক্তি
জৈবগ্যাস শক্তি
অধ্যায়: মানুষের শরীর
58 রক্তের জলীয় অংশকে বলে -
প্লাজমা
রক্তকণিকা
লসিকা
হিমোগ্লোবিন
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
59কোনটি পাললিক শিলা -
গ্রানাইট
ব্যাসাল্ট
পিউমিস
বেলেপাথর
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
60 কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা ?
বক্সাইট
হিমাটাইট
তামা
কপার গ্লাস
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
61 কোনটি পাললিক শিলা নয় ?
বেলেপাথর
ব্যাসল্ট
চুনাপাথর
শেল
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
62 1 পাস্কাল = -
1 নিউটন / মিটার²
1 নিউটন /মিটার
(c) 1 নিউটন / সেমি
1 ডাইন / মিটার²
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
63 কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা ?
ব্যাং
ঘাস
ঘাস ফড়িং
সাপ
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
64 ঝামাপাথর বলা হয় -
ব্যাসল্টকে
স্লেটকে
পিউমিসকে
বেলেপাথরকে
অধ্যায়: মানুষের শরীর
65 ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃদপিন্ডের -
বাম নিলয়
ডান অলিন্দ
ডান নিলয়
বাম অলিন্দ
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
66 ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো -
0.1 সেকেন্ড
0.01 সেকেন্ড
1 সেকেন্ড
1 মিনিট
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
67 জীবাশ্ম জ্বালানি নয় -
কয়লা
পেট্রোল
গোবর
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
68 কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় -
চাপ
ক্ষমতা
শক্তি
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
69 চৌম্বক পদার্থ নয় -
লোহা
তামা
কোবাল্ট
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
70 লব্ধ রাশি নয় -
আয়তন
বেগ
দৈর্ঘ্য
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
71 প্রথম শ্রেণীর খাদক হল ____ -
হরিণ
বাঘ
ঘাস
ময়ুর
অধ্যায়: মাপজোক বা পরিমাপ
72 কোন ব্যক্তির ওজন 40 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তার দেহভর সূচকের মান হবে -
26.87
24.3
13.88
অধ্যায়: মানুষের শরীর
73 পিঠের মাছ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে -
বক্ষাস্থি
শিরদাঁড়া
নিলয়
ফিমার
অধ্যায়: তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
74 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ই হলো -
তাপ
দৈর্ঘ্য
চাপ
ভর
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
75 মার্বেল পাথর তৈরি হয় -
বেলে পাথর থেকে
চুনাপাথর থেকে
গ্রানাইট থেকে
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
76 জমাট বাধা লাভা হল -
আগ্নেয় শিলা
পাললিক শিলা
পরিবর্তিত শিলা
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
77 প্রথম শ্রেণীর খাদক হল -
মানুষ
গরু
সিংহ
অধ্যায়: মানুষের শরীর
78 সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত সেটি হল -
ফ্যাট
প্রোটিন
ভিটামিন
কার্বোহাইড্রেট
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
79 বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হল -
পেট্রোল
ডিজেল
প্রোপেন
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
80 নবীকরণযোগ্য শক্তির উৎস -
কয়লা
প্রাকৃতিক গ্যাস
সৌরশক্তি
অধ্যায়: মানুষের শরীর
81 ডান ফুসফুসে কয়টি খণ্ড আছে?
2টি
4টি
3টি
5 টি
অধ্যায়: মানুষের শরীর
82 বাম ফুসফুসে কয়টি খণ্ড আছে?
2টি
4টি
3টি
5 টি
অধ্যায়: শিলা ও খনিজ পদার্থ
83 লোহা ও কার্বন মিশিয়ে তৈরি হয় -
ইস্পাত
পিতল
ব্রোঞ্জ
অধ্যায়: বল ও শক্তির প্রাথমিক ধারণা
84 পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে?
তাপশক্তি
আলোকশক্তি
যান্ত্রিক শক্তি
বিদ্যুৎ শক্তি

আরও পড়: প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এর সংজ্ঞা চিত্র প্রকারভেদ

অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
85 পিউমিস হল একপ্রকার -
পাললিক শিলা
আগ্নেয় শিলা
পরিবর্তিত শিলা
রূপান্তরিত শিল
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
86 চুনাপাথরের পরিবর্তনের তৈরি হয় -
স্লেট
নিস
মার্বেল
শেল
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
87 SI পদ্ধতিতে উষ্ণতার একক হল -
অ্যাম্পিয়ার
ক্যান্ডেলা
কেলভিন
মোল
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
88 পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি ___ রূপান্তরিত হয়।
তাপ শক্তিতে
আলোক শক্তিতে
রাসায়নিক শক্তিতে
যান্ত্রিক শক্তিতে
অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
89 গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি, সেখানে চাপ
বেশি
কম
বেগের সমান
বেশি অথবা কম
অধ্যায় 8 : মানুষের শরীর
90 ফুসফুসের রং
হালকা বাদাম
টুকটুকে লাল
গাঢ় লাল
গারো কমলা
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
91 জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায়?
আগ্নেয় শিলায়
পাললিক শিলায়
রূপান্তরিত শিলায়
সকল প্রকার শিলায়
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
92 লব্ধ রাশির উদাহরণ হল
দৈর্ঘ্য
ঘনত্ব
সময়
তাপমাত্রা
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
93 তাম + দস্তা =
ব্রোঞ্জ
পিতল
ডুরালুমিন
স্টিল
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
94 পৃথিবীতে সব শক্তির উৎস
খাদ্য
পেট্রোলিয়াম
কয়লা
সূর্য
অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
95 জলের গভীরতা বাড়লে চাপ
বাড়ে
কমে
একই থাকে
কখনো বাড়ে কখনো কমে
অধ্যায় 8 : মানুষের শরীর
96 আমাদের শরীরের পাহারাদার হল
লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
প্রোটিন
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
97 তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় বস্তুর
দৈর্ঘ্য
প্রস্থ
ভর
ক্ষেত্রফল
অধ্যায় 8 : মানুষের শরীর
98 রোগের জীবাণু ধ্বংস করে যে রক্ত কণিকা সেটি হলো
লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা
অনুচক্রিকা
সবগুলি
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
99 নবীকরণযোগ্য শক্তির উৎস হল
কয়লা
পেট্রোলিয়াম
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
100 গ্রানাইটের পরিবর্তনে সৃষ্টি হয়
মার্বেল
চুনাপাথর
নিস
স্লেট
অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
101 SI পদ্ধতিতে চাপের একক
বর্গমিটার
নিউটন
ডাইন
পাস্কাল
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
102 অ্যালুমিনিয়ামের আকরিক হলো
হেমাটাইট
বক্সাইট
কপার গ্লান্স
জিংক ব্লেন্ড
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
103 প্রদত্ত রাশি গুলির মধ্যে যেটি মৌলিক রাশি নয়, সেটি হল
দৈর্ঘ্য
সময়
আয়তন
ভর
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
104 CGS পদ্ধতিতে বলের একক
নিউটন
পাস্কাল
কিলোগ্রাম
ডাইন
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
105 একটি আগ্নেয় শিলা হল
ব্যাসাল্ট
চুনাপাথর
শেল
নিস
অধ্যায় 8 : মানুষের শরীর
106 শরীরে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
শ্বেত রক্তকণিকা
লোহিত রক্তকণিকা
অনুচক্রিকা
কোনোটিই নয়
অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
107 এরোপ্লেন কার নীতির ওপর প্রতিষ্ঠিত?
নিউটন
পাস্কাল
লিন্ডেম্যান
বারনৌলি
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
108 লব্ধ রাশি হল
দৈর্ঘ্য
ক্ষেত্রফল
ভর
সময়
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
109 যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
পেট্রোলিয়াম
খড়
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
110 পোড়াচুন ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয়
তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি
রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি
তড়িৎশক্তি থেকে তাপশক্তি
রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিকশক্তি
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
111 তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হল
ব্রোঞ্জ
রাংঝাল
ম্যাগনেসিয়াম
পিতল
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
112 অমিল শব্দটি চিহ্নিত কর
গ্রানাইট
পিউমিস
ব্যাসাল্ট
চুনাপাথর
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
113 আগ্নেয় শিলা নয়
ব্যাসাল্ট
গ্রানাইট
পিউমিস
মার্বেল
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
114 নিচের কোনটি মৌলিক রাশি
ক্ষেত্রফল
ঘনত্ব
দৈর্ঘ্য
আয়তন
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
115 বেগের একক হল
মিটার
সেকেন্ড
মিটার/সেকেন্ড
মিটার/সেকেন্ড ²
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
116 একটি স্পর্শহীন বল হল
ভর
ওজন
আয়তন
চাপ
অধ্যায় 7 : তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
117 ঝড়ের সময় টিনের চাল অনেক সময় উড়ে যায় যে নীতির জন্য
বার্নোলির নীতি
পাস্কালের নীতি
নিউটনের নীতি
কুলম্বের নীতি
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
118 ঘর্ষণ হল একপ্রকার
গতি
বাধা
চলন
তড়িৎ
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
119 জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হল
নুন
চিনি
জল
নুন ও চিনি
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
120 যেটি পাললিক শিলা সেটি হল
গ্রাফাইট
স্লেটপাথর
ব্যাসল্ট
বেলে পাথর
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
121 দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক টি হল
মিটার
কিলোমিটার
ডেসিমিটার
মিলিমিটার
অধ্যায় 8 : মানুষের শরীর
122 মানুষের হৃদস্পন্দন মিনিটে
১০০ থেকে ১১০ বার
৯০ থেকে ১১০ বার
৭২ থেকে ৮০ বার
৮০ থেকে ৯০ বার
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
123 যেটি জীবাশ্ম জ্বালানি নয়
কয়লা
কাঠ
প্রাকৃতিক গ্যাস
LPG
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
124 বেগের SI একক হল
cm/s²
m/s²
cm/s
m/s
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
125 LPG এর প্রধান উপাদান
মিথেন
বিউটেন
ডিজেল
প্রোপেন
অধ্যায় 8 : মানুষের শরীর
126 অচল সন্ধি দেখা যায়
হাঁটুতে
হাতের বুড়ো আঙ্গুলে
কাঁধে
দাঁত যেখানে করোটির সাথে যুক্ত থাকে
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
127 হাততালি দেওয়ার সময় যে শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তা হল
রাসায়নিক শক্তি
যান্ত্রিক শক্তি
তড়িৎ শক্তি
তাপ শক্তি
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
128 নিচের কোনটি SI একক নয়?
কিলোগ্রাম
মিটার
সেকেন্ড
ইঞ্চি
অধ্যায় 4 : শিলা ও খনিজ পদার্থ
129 লোহার আকরিক হলো
বক্সাইট
হেমাটাইট
কিউপ্রাইট
কপার গ্লান্স
অধ্যায় 8 : মানুষের শরীর
130 স্যাডল সন্ধি দেখা যায়
জঙ্ঘাস্থিতে
শ্রোণীচক্রে
অ্যাটলাসে l
বুড়ো আঙ্গুলে
অধ্যায় 5 : মাপজোক বা পরিমাপ
131 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল
আর্ক ইন্ডিকেটর
ক্রেস্কোগ্রাফ
অক্সানোমিটার
ব্যারোমিটার
অধ্যায় 6 : বল ও শক্তির প্রাথমিক ধারণা
132 একটি স্পর্শহীন বল হল
ওজন
ভর
চাপ
ধাক্কা

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.