বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

অভিব্যাক্তি মক টেস্ট | দশম শ্রেণী জীবন বিজ্ঞান অধ্যায় 4 - অভিযোজন ও অভিব্যাক্তি পর্ব - ১ | Class 10 life science chapter 4 mock test MCQ

অভিব্যাক্তি মক টেস্ট | দশম শ্রেণী জীবন বিজ্ঞান অধ্যায় 4 - অভিযোজন ও অভিব্যাক্তি পর্ব - ১ | Class 10 life science chapter 4 mock test MCQ

দশম শ্রেণী জীবন বিজ্ঞান অধ্যায় 4 - অভিযোজন ও অভিব্যাক্তি - এর গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন-উত্তর (পর্ব - ১) নিয়ে হাজির হয়েছি।

দশম শ্রেণী জীবন বিজ্ঞান অধ্যায় 4 - অভিযোজন ও অভিব্যাক্তি পর্ব - ১
0/30
1 জীবনের উৎপত্তি – তত্ত্ব প্রথম প্রবর্তন করেন –
পাস্তুর
ওপারিন
ডারউইন
মেন্ডেল
জীবনের উৎপত্তি তত্ত্ব প্রথম প্রবর্তন করেন ওপারিন।
2 বিজ্ঞানী মিলার নিচের যেটি থেকে সরল অ্যামিনো অ্যা সংশ্লেষণ করেন তা হল –
H2, O2, N2 এবং H2O
H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প
NH3, CH4 এবং HCN
N2, NH3, HCN এবং O2
বিজ্ঞানী মিলার নিচের H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প থেকে সরল অ্যামিনো অ্যাসিড
3 জীবনের উৎপত্তিতে সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো –
নিউক্লিওটাইড
নিউক্লিওসাইট
প্রোটিন
অ্যামিনো অ্যাসিড
জীবনের উৎপত্তিতে সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো নিউক্লিওটাইড।
4 মৌমাছি ও কাঁকড়াবিছার হুল হল –
সমসংস্থ অঙ্গ
সমবৃত্তীয় অঙ্গ
উভয়–ই
কোনোটিই নয়
মৌমিছি ও কাঁকড়া বিছার হুল হল – সমবৃত্তীয় অঙ্গ।
5 আদিমতম পৃথিবীতে যে উপাদানটি ছিল না সেটি হল –
CH4
H2
NH3
মুক্ত অক্সিজেন
আদিমতম পৃথিবীতে মুক্ত অক্সিজেন ছিল না।
6 জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে – এই উক্তিটির প্রবক্তা হলেন –
লুই পাস্তুর
ওপারিন
অ্যারিস্টটল
মর্গ্যান
জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে এই উক্তিটির প্রবক্তা হলেন লুই পাস্তুর।
7 The origin of life – গ্রন্থটি রচনা করেন –
ডারউইন
ওপারিন
পাস্তুর
এস ডব্লিউ ফক্স
The origin of life - গ্রন্থটি রচনা করেন ওপারিন।
8 প্রাকৃতিক নির্বাচন মতবাদ - দ্বারা ব্যাখ্যা করা যায় –
অত্যাধিক বিশিষ্টতা
বিচ্ছিন্ন প্রকরণ
যোগ্যতমের উদবর্তন
লুপ্তপ্রায় অঙ্গ
প্রাকৃতিক নির্বাচন মতবাদ - দ্বারা ব্যাখ্যা করা যায় যোগ্যতমের উদবর্তন।
9 জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবার পদ্ধতিকে বলে –
প্রত্নজীববিদ্যা
প্যালিওভূগোল
হারপেটোলজি
এম্ব্রায়োলজি
জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার পদ্ধতিকে বলে প্রত্নজীববিদ্যা।
10 পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো –
বিপাক
গমন
অভিব্যক্তি
অভিযোজন
পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো অভিব্যক্তি।
11 পৃথিবীতে সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব ঘটে –
সমুদ্রে
স্থলে
অন্তরীক্ষে
ভূগর্ভে
পৃথিবীতে সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব ঘটে সমুদ্রে।
12 উৎপত্তি ও অন্তরগঠন সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে বলা হয় –
সমসংস্থ অঙ্গ
সমবৃত্তীয় অঙ্গ
লুপ্তপ্রায় অঙ্গ
সংযোগ রক্ষাকারী অঙ্গ
উৎপত্তি ও অন্তরগঠন সাদৃশ্য যুক্ত অঙ্গগুলিকে সমসংস্থ অঙ্গ বলা হয়।
13 নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় –
লেজ
অ্যাপেন্ডিক্স
নখ
চোখের তৃতীয় পর্দা
নখ মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়।
14 মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গটি হলো –
হিউমেরাস
সিকাম
ভার্মিফর্ম অ্যাপেনডিক্স
শ্বাসনালী
মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গটি হলো ভার্মিফর্ম অ্যাপেনডিক্স।
15 সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো –
আরকিওপটেরিক্স
প্লাটিপ্লাস
পেরিপেটাস
অক্টোপাস
সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো প্লাটিপ্লাস।
16 ব্যবহার ও অব্যবহার – মতবাদের প্রবক্তা হলেন –
ডারউই
মুলার
ল্যামার্ক
দ্য ভ্রিস
ব্যবহার ও অব্যবহার – মতবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক।
17 আরকিওপটেরিক্স নামক জীবাশ্মিভূত প্রাণীটি নিচের কোন গোষ্ঠী জোড়ার হারানো সূত্র –
সরীসৃপ ও স্তন্যপায়
পক্ষী ও স্তন্যপায়
উভচর ও সরীসৃপ
সরীসৃপ ও পক্ষী
আরকিওপটেরিক্স – হল সরীসৃপ ও পক্ষী গোষ্ঠীর হারানো সূত্র বা মিসিং লিঙ্ক।
18 যোগ্যতমের উদবর্তন - কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন –
ল্যামার্ক
হুগো দ্য ভ্রিস
হার্বাট স্পেনসার
ডারউইন
যোগ্যতমের উদবর্তন - কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন হারবার স্পেন্সার।
19 মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন –
ল্যামার্ক
ডবঝানস্কি
হুগো দ্য ভ্রিস
ডারউইন
মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস।
20 যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোন উদবংশীয় সরল জীব থেকে অপেক্ষাকৃত জটিল জীবের সৃষ্টি হয় তা হল –
জৈব অভিব্যক্তি
অভিযোজন
পরিবৃত্তি
পরিব্যক্তি
যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় উদবংশীয় সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় তাকে জৈব অভিব্যক্তি বলে।
21 শুধুমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহনকারী হৃদপিণ্ড রয়েছে এমন প্রাণী হল –
কুনোব্যাঙ
মাছ
সাপ
কুমির
শুধুমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহনকারী হৃদপিণ্ড রয়েছে মাছের।
22 প্রথম কোষীয় সংগঠন দেখা যায় যেখানে সেটি হল –
নিউক্লিওপ্রোটিন
কোয়াসারভেট
বায়োন্ট
প্রটোবায়োন্ট
প্রথম কোষীয় সংগঠন দেখা যায় যেখানে সেটি হল কোয়াসারভেট।
23 মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ হল –
সমসংস্থ অঙ্গ
নিষ্ক্রিয় অঙ্গ
সমবৃত্তীয় অঙ্গ
বৃদ্ধির অঙ্গ
মটর গাছ ও ঝুমকলতার আকর্ষ হলো সমবৃত্তীয় অঙ্গ।
24 ঘোড়ার উৎপত্তি হয় –
৪০ মিলিয়ন বছর পূর্বে
৬৫ মিলিয়ন বছর পূর্বে
১০০ মিলিয়ন বছর পূর্বে
৫৫ মিলিয়ন বছর পূর্বে
ঘোড়ার উৎপত্তি হয় ৫৫ মিলিয়ন বছর পূর্বে।
25 ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম হল –
প্লিওহিপ্পাস
মেসোহিপ্পাস
মেরিচিপ্পাস
ইওহিপ্পাস
ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম হল ইওহিপ্পাস।
26 আধুনিক ঘোড়ার নাম হল
মেরিচিপ্পাস
ইওহিপ্পাস
প্লিওহিপ্পাস
ইকুয়াস
আধুনিক ঘোড়ার নাম হল ইকুয়াস।
27 মিসিং লিংক এর একটি উদাহরণ হল –
ইকুয়াস
আরকিওপটেরিক্স
ইওহিপ্পাস
উটপাখি
মিসিং লিংক –এর একটি উদাহরণ হল আরকিওপটেরিক্স।
28 আধুনিক ঘোড়ার আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় –
পাঁচ লক্ষ বছর আগে
১০ লক্ষ বছর আগে
১৫ লক্ষ বছর আগে
২০ লক্ষ বছর আগে
আধুনিক ঘোড়ার আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ১০ লক্ষ বছর আগে।
29 জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ হল –
কেঁচো
রুইমাছ
লিমিউলাস
গিরগিটি
জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ হল লিমিউলাস।
30 জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন –
অগাস্ট ওয়াইসম্যান
গোল্ডস্মিথ
মরগ্যান
দ্য ভ্রিস
জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন অগাস্ট ওয়াইসম্যান।

আরও পড়: প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এর সংজ্ঞা চিত্র প্রকারভেদ

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. Anshu das
Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.