তুমি কি অষ্টম শ্রেনিতে পড় ? তুমি কি স্বাস্থ্য ও শারীরশিক্ষা বই- এর প্রথম অধ্যায় ( শারিশিক্ষার মৌলিক ধারণা ) এর অনুশীলনীর উত্তর খুজছ ? তাহলে এই লেখনি তোমার জন্য ।
অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রথম অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:
বাঁদিক | ডানদিক |
---|---|
(ক) গতি | (i) অস্থি সন্ধি র সঞ্চালন ক্ষমতা |
(খ) প্রতিক্রিয়া সময় | (ii) শাটল রান |
(গ) নমনীয়তা | (iii) নূন্যতম সময়ে অতিক্রান্ত দূরত্ব |
(ঘ) ক্ষিপ্রতা | (iv) নির্দেশ ও কাজ শুরুর মধ্যবতী সময় |
- শারীরশিক্ষার এর প্রয়োজনীয়তা নিম্নরূপ:
- শিশুর সর্বাঙ্গীণ বিকাশ ।
- শারীরিক বৃদ্ধি ও উন্নতি।
- বৌদ্ধিক বিকাশ।
- প্রাক্ষোভিক গুণাবলির বিকাশ ও তার নিয়ন্ত্রণ ।
- সামাজিক সমন্বয়সাধন
- শারীরিক সক্ষমতা বৃদ্ধি।
- স্নায়ু ও পেশির সমন্বয়সাধন।
- শারীরশিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা:
- সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ
- সুঠাম দৈহিক গঠন
- স্নায়ুপেশির সমন্বয়
- শারীরশিক্ষার মানসিক প্রয়োজনীয়তা:
- সুষম মানসিক বিকাশ
- আবেগ নিয়ন্ত্রণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
- নান্দনিক ও সৃজনশীলতার বিক
- আত্মবিশ্বাস ও আত্ম উপলব্ধির বিকাশ
- শারীরশিক্ষার সামাজিক প্রয়োজনীয়তাঃ
- স্বাস্থ্যকর অভ্যাস গঠন
- জাতীয়তাবোধের বিকাশ
- দেহ সুসম্পর্ক গঠন
- শৃঙ্খলা ও নিয়মানুবর্তিত বিকাশ
- অপরাধপ্রবণতা হ্রাস করা।
- শারীরশিক্ষার সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যকর অভ্যাস গঠন।
- দূষণ ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং প্রতিকার।
- স্বাস্থ্য সম্পর্কিত উপাদান: পেশিশক্তি নমনীয়তা দেহ উপাদান হৃদ শোষণ তান্ত্রিক সহনশীলতা।
- দক্ষতা সম্পর্কিত উপাদান গতি ক্ষিপ্রতা ক্ষমতা সমন্বয় সাধন প্রতিক্রিয়ার সময়, ভারসাম্য ইত্যাদি।
- শরীরের আভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রের উন্নতি সাধন।
- পেশীর শক্তি ও সহনশীলতা বৃদ্ধি।
- রক্তচাপ নিয়ন্ত্রণ।
- সঠিক ওজন নিয়ন্ত্রণ।
- সৌন্দর্যমন্ডিত দেহ ভঙ্গি ও রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ।
- সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি।
- সুষম মানসিক বিকাশ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি।
- গোলে: হীরালাল মুখার্জী।
- ব্যাক: এস. সুকুল ও সুধীর চ্যাটার্জী
- হাফ ব্যাক : মনমোহন মুখার্জী, রাজেন সেনগুপ্ত ও নীলমাধব ভট্টাচার্য
- ফরোয়ার্ডে : যতীন রায়, হাবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয়দাস ভাদুড়ী ও শিবদাস ভাদুড়ী
বাঁদিক | ডানদিকে |
---|---|
(ক) ১৮৫৪ | (i) হাওয়া ভরতি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু |
(খ) নগেন্দ্র প্রসাদ | (ii) বয়েজ স্পোর্টিং ক্লাব |
(গ) জিতেন্দ্রকৃষ্ণ দেব | (iii) শোভাবাজার ফুটবল ক্লাব |
(ঘ) মোহনবাগান স্পোর্টিং ক্লাব | (iv) ভূপেন্দ্রনাথ বসু |
(ঙ) ডালহৌসি ক্লাব | (v) ১৯০৫ সালে আই. এফ. এ. শিল্ড জিতেছিল |