বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Science chapter 2.2 Question and Answer | ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়পরমাণু ও অনুর ধারণা । WBBSE Class 8 Science chapter 2.2 Question and Answer । পদার্থের বিভিন্ন অবস্থা

 অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। পদার্থের গঠন অধ্যায়ের আলোচ্য বিষয় পরমাণু ও অনুর ধারণা, পদার্থের বিভিন্ন অবস্থা, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন।

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Science chapter 2.2 Question and Answer


অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়পরমাণু ও অনুর ধারণা

1. Atom কথাটির উৎপত্তি কোথা থেকে?

উত্তর: Atom কথাটির উৎপত্তি গ্রিক শব্দ Atomos থেকে, যার অর্থ যাকে আর ভাঙা যায়না

2. কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন?

উত্তর: ভারতীয় দার্শনিক কণাদ সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন।

3. সর্বপ্রথম কে পরমানুর ধারনা দেন?

উত্তর: গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস আজ থেকে প্রায় 2500 বছর আগে সর্বপ্রথম পরমানুর ধারনা দেন।

4. পরমাণুবাদের জনক কে?

উত্তর: পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী জন ডাল্টন।

5. ডাল্টনের পরমাণুবাদ গুলি লেখ।

1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন তার অনুবাদ প্রকাশ করেন। এতে বলার ছিল-

  • (i) মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু যা সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না।
  • (ii) একই মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই রকম।
  • (iii) ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম আলাদা।
  • (iv) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণসংখ্যার অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।

6. ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি গুলি লেখ।
উত্তর: আধুনিক বিজ্ঞানের মাধ্যমে পরমাণু সম্পর্কে সঠিক তথ্য জানার পর ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি গুলি সহজেই সনাক্ত করা গেছে। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি গুলি হল-

  • (i) পরমাণু কি ভাঙ্গা যায় এবং আরো ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদে পরমাণু অবিভাজ্যতা ঠিক নয়।
  • (ii) ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী একই মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম এ কি হবে কিন্তু আইসোটোপ আবিষ্কার হওয়ার পর জানা গেছে একই মৌলের ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু থাকতে পারে।
  • (iii) পরমাণুবাদ অনুযায়ী ভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম ভিন্ন হয় তবে আইসোবার আবিষ্কার হওয়ার পর জানা গেছে ভিন্ন মৌলের পরমাণুর ভর একই হতে পারে।

7. সর্বপ্রথম কে অনুর ধারণা দেন?
উত্তর: বিজ্ঞানী অ্যামোদিও অ্যাভোগ্যাড্রো সর্বপ্রথম অনুর ধারণা দেন।

8. অনুবাদ এর জনক কে?

উত্তর: বিজ্ঞানী অ্যামোদিও অ্যাভোগ্যাড্রো।

9. পরমাণু প্রধানত কোন কোন কণা দিয়ে গঠিত?

উত্তর: পরমাণু প্রধানত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা দিয়ে গঠিত।

10. পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কনা কোনটি?

উত্তর: পরমাণুর সবচেয়ে ভারী কনা হলো নিউট্রন।

11. পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি?

উত্তর: পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা হলো ইলেকট্রন।

12. ইলেকট্রন কে আবিষ্কার করেন?

উত্তর: বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন।

13. ইলেকট্রন কনার নামকরণ কে করেন?

উত্তর: ইলেকট্রন কণা নামকরণ করেন বিজ্ঞানী জর্জ স্টোনী।

14. প্রোটন কণা কে আবিষ্কার করেন?

উত্তর: বিজ্ঞানী রাদারফোর্ড 1920 সালে প্রোটন কণা আবিষ্কার করেন।

15. পরমাণুর ভিতরে আধানহীন কণার নাম কি?

উত্তর: পরমাণুর ভিতরে আধান বিহীন কণার নাম নিউট্রন।

16. নিউট্রন কণার আবিষ্কারক কে?

উত্তর: নিউট্রন কণার আবিষ্কারক রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক।

17. রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষেপে বিবরণ দাও।

উত্তর: বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। একেই রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। তার মতে -

  • (i) পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গাই ফাঁকা।
  • (ii) পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে থাকে। তিনি এই ভারী অংশের নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক।
  • (iii) পরমাণুর নিউক্লিয়াস এর মধ্যেই তার সমস্ত ঋণাত্মক আধান সীমাবদ্ধ থাকে।
  • (iv) নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে।

18. পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে?

উত্তর: পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় পুঞ্জিভূত থাকে। পরমাণুর মাঝখানের এই ভারী অংশকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে।

19. পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটিন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটোমিক নাম্বার ( Atomic number ) বলে।

20. পরমাণুর ভর সংখ্যা কাকে বলে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বা Mass Number বলে।

21. নিউক্লিয় বল কাকে বলে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই শক্তিশালী আকর্ষণ বল কে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বলের জন্য একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পারে।

22. পরমাণু ক্রমাঙ্ক কথাটাকে সংক্ষেপে কি বলে?

উত্তর: পরমাণু ক্রমাঙ্ক কথাটাকে সংক্ষেপে ক্রমাংক বলে।

23. নিচের লিথিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পরমাণুর ছবি দেখে পরমাণুর চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক , ভরসংখ্যা কত তা লেখ।

▣ লিথিয়াম পরমাণুর চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা

- - + 3 3 - লিথিয়াম পরমাণু
  • চিহ্ন - 3Li6
  • ইলেকট্রন - 3
  • প্রোটন - 3
  • নিউট্রন - 3
  • পরমাণু ক্রমাঙ্ক - 3
  • ভর সংখ্যা - 6

▣ সোডিয়াম পরমাণুর চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা

electron - proton + neutron সোডিয়াম পরমাণু - - 11 12 electron - electron - electron - electron - electron - electron - electron - electron -
  • চিহ্ন - 11Na23
  • ইলেকট্রন - 11
  • প্রোটন - 11
  • নিউট্রন - 12
  • পরমাণু ক্রমাঙ্ক - 11
  • ভর সংখ্যা - 23

▣ ম্যাগনেসিয়াম পরমাণুর চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা

electron - proton + neutron ম্যাগনেসিয়াম পরমাণু - - 11 12 electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron -
  • চিহ্ন - 12Mg24
  • ইলেকট্রন - 12
  • প্রোটন - 12
  • নিউট্রন - 12
  • পরমাণু ক্রমাঙ্ক - 12
  • ভর সংখ্যা - 24

▣ ক্লোরিন পরমাণুর চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা

electron - proton + neutron ক্লোরিন পরমাণু - - 11 12 electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron - electron -
  • চিহ্ন - 17Cl35
  • ইলেকট্রন - 17
  • প্রোটন - 17
  • নিউট্রন - 18
  • পরমাণু ক্রমাঙ্ক - 17
  • ভর সংখ্যা - 35

24. আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। যেমন 1H11H21H3 হাইড্রোজেনের আইসোটোপ।

25. আইসোবার কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টি সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়। যেমন - 1H 3 ও 2He 3 পরস্পরের আইসোটোপ।

26. আইসোটোপ আইসোবার এর পার্থক্য লেখ।

আইসোটোপআইসোবার
1. আইসোটোপ হলো একই মৌলের পরমাণু।1. আইসোবার হলো ভিন্ন মৌলের পরমাণু।
2. আইসোটোপ গুলির প্রোটন সংখ্যা সমান।2. আইসোবার গুলির ভর সংখ্যা সমান।
3. আইসোটোপ গুলির রাসায়নিক ধর্ম একই।3. আইসোবার গুলির রাসায়নিক ধর্ম ভিন্ন।

পদার্থের বিভিন্ন অবস্থা

27. পদার্থের কয়টি অবস্থা ও কি কি?

উত্তর: পদার্থের প্রধানত তিনটি অবস্থা। যথা : কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। তবে বর্তমান বিজ্ঞানীদের মতে পদার্থের চতুর্থ অবস্থা রয়েছে যা হলো প্লাজমা অবস্থা।

28. পদার্থের চতুর্থ অবস্থাটি কি?

উত্তর: পদার্থের চতুর্থ অবস্থা হল প্লাজমা অবস্থা। এই অবস্থায় পদার্থের পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল পরমাণুর মধ্যে কার ইলেকট্রন কে ধরে রাখতে পারেনা। এই প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থায় আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করে পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন। বিজ্ঞানীদের অনুমান সূর্যের কেন্দ্রে এই প্লাজমার উষ্ণতা প্রায় এক কোটি ডিগ্রি সেলসিয়াস।

29. আয়ন দিয়ে তৈরি এমন কিছু পদার্থের উদাহরণ দাও।

উত্তর: আয়ন দিয়ে তৈরি এমন কিছু পদার্থ হল নুন, পোড়া চুন, কস্টিক সোডা, কলিচুন ইত্যাদি।

যোজ্যতা ও রাসায়নিক বন্ধন

আয়নীয় যৌগ

30. আয়নীয় যৌগ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যেসব যৌগ ক্যাটায়ন ও অ্যানায়ন দিয়ে তৈরি তাদের আয়নীয় যৌগ বলে। যেমন খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড।

31. আয়নীয় যৌগের দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: 

  1. আয়নীয় যৌগ অ্যানায়ন ও ক্যাটায়ন দ্বারা গঠিত। আয়নীয় যৌগ অনুর অস্তিত্ব নেই।
  2. আয়নীয় যৌগ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে।

32. নিচের আয়নীয় যৌগগুলিতে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন ও সংকেত লেখ।
যৌগগুলির নাম - সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লুওরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিংক সালফাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড

মূলকের নাম ক্যাটায়ন অ্যানায়ন সংকেত
সোডিয়াম ক্লোরাইড NaCl Na+ Cl-
পটাশিয়াম ফ্লুওরাইড KF K+ F-
ম্যাগনেসিয়াম অক্সাইড MgO Mg2+ O2-
জিংক সালফাইড ZnS Zn2+ S2-
ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 Ca2+ Cl-
সোডিয়াম অক্সাইড Na2O Na+ O2-
অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 Al3+ O2-

33. আস ও ইক উপসর্গ কি?

উত্তর: ধাতুর কম চার্জের আয়নের নামে আস ও বেশি চার্জের আয়নের নামে এক যোগ করে চার্জ কম-বেশির ব্যাপারটা বোঝানো হয়। যেমন - Fe2+ দ্বারা ফেরাস এবং Fe3+ দ্বারা ফেরিক আয়ন বোঝায়।

34. কিউপ্রাস ও কিউপ্রিক আয়নের সংকেত লেখ।

কিউপ্রাস আয়নের সংকেত Cu+ এবং কিউপ্রিক আয়নের সংকেত Cu2+

মূলক (Radical )

35. মূলক কাকে বলে? 

উত্তর: একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক বা Radical। যেমন - নাইট্রেট ( NO3- ) মূলক নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত।

36.নিচের মূলক গুলির সংকেত লেখ।
মূলকের নাম - অ্যামোনিয়াম, নাইট্রেট, কার্বনেট, সালফেট, হাইড্রাইড, বাইকার্বনেট, ফসফেট, সালফাইট

মূলকের নাম সংকেত
অ্যামোনিয়াম NH4+
নাইট্রেট NO3-
কার্বনেট CO2-
সালফেট SO42-
হাইড্রাইড H-
বাইকার্বনেট HCO3-
ফসফেট PO43-
সালফাইট SO42-

37. নিচের যৌগ গুলির সংকেত লেখ।
যৌগ গুলির নাম - ফেরাস সালফেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, কিউপ্রিক নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাই কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইট

যৌগের নাম সংকেত
ফেরাস সালফেট FeSO4
অ্যালুমিনিয়াম নাইট্রেট Al(NO3)3
অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3
ক্যালসিয়াম ফসফেট Ca3(PO4)2
অ্যালুমিনিয়াম সালফেট Al2(SO4)3
ফেরিক সালফেট Fe2(SO4)3
কিউপ্রিক নাইট্রেট CuN2O4
ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3
ক্যালসিয়াম বাই কার্বনেট Ca(HCO3)2
সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH
অ্যামোনিয়াম সালফেট (NH4)2SO4
ক্যালসিয়াম সালফাইট CaSO3

সমযোজী যৌগ

38. সমযোজী যৌগ কাকে বলে?

উত্তর: যে সমস্ত যৌগের অনু একাধিক পরমাণুর ইলেকট্রন জোড়কে সমান ভাবে ব্যবহার করে গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে। 

39. সমযোজী যৌগের একটি বন্ধন কটি ইলেক্ট্রন দ্বারা গঠিত?

উত্তর: সমযোজী যৌগের একটি বন্ধন দুটি ইলেক্ট্রন দ্বারা গঠিত।

40. নিচের সমযোজী যৌগ গুলির অনুর প্রাথমিক গঠন ও অণুতে উপস্থিত সমযোজী বন্ধন এর সংখ্যা লেখ।

সমযোজী যৌগ অনুর প্রাথমিক গঠন সমযোজী বন্ধন
জল O H H 2 টি
হাইড্রোজেন সালফাইট S H H 2 টি
অ্যামোনিয়া N H H H 3 টি
ফসফিন P H H H 3 টি
মিথেন C H H H H 4 টি
কার্বন টেট্রাক্লোরাইড C Cl Cl Cl Cl 4 টি
নাইট্রোজেন ট্রাই ক্লোরাইড N Cl Cl Cl 3 টি

আশা করি অষ্টম শ্রেণীর পদার্থের গঠন অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলি তোমাদের ভালো লেগেছে। ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

4 comments

  1. Question answer important
  2. Thanku So Much
  3. থথণর
  4. Thanku
Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.