নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জীবন সংগঠনের স্তর এর প্রশ্ন উত্তর । class 9 Life science chapter 3 level of organising of life - question answer

নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জীবন সংগঠনের স্তর এর প্রশ্ন উত্তর । class 9 Life science chapter 3 question answer ক্লাস নাইন চ্যাপ্টার তিন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জৈবনিক প্রক্রিয়া এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। [ class 9 life science chapter 2 level of organisation of life ] এই অধ্যায়ের আলোচ্য বিষয় : জৈব ও অজৈব অনু, ভিটামিন, কোষের গঠন, উদ্ভিদ ও প্রাণী কলা।

নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জীবন সংগঠনের স্তর এর প্রশ্ন উত্তর

A. সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তর [ মান - ১ ]

1. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কি ?

উত্তর: শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল 2:1

2. এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা কাকে বলে?

উত্তর: ATP- এনার্জি বা শক্তি মুদ্রা বলে।

3. কোষ পর্দায় উপস্থিত লিপিড এর নাম কি?

উত্তর: ফসফোলিপিড।

4. ভিটামিন A এর অভাবজনিত রোগ এর নাম লেখ।

উত্তর: রাতকানা।

5. ভিটামিন C এর রাসায়নিক নাম কি?

উত্তর: ভিটামিন C এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড।

6. নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটিকে কি বলে?

উত্তর: নিউক্লিওলাস।

7. কোনকোষ অঙ্গাণুর মধ্যে কৃষ্টি নামক গঠনটি দেখা যায়?

উত্তর: মাইটোকনড্রিয়া।

8. বেম তন্তু গঠন এর সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি?

উত্তর: সেন্ট্রোজোম।

৯. নিচের কোনটি পার্শ্বস্থ ভাজক কলা ?

উত্তর: ক্যাম্বিয়াম, ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি ।

1০. জাইলেমের সজীব উপাদানটি কি?

উত্তর: জাইলেম প্যারেনকাইমা।

11. কোন যোগ কলায় রক্ত সরবরাহ থাকে না?

উত্তর: তরুণাস্থি।

12. মানুষের ত্বকের বাইরের স্তরটিকে কি বলে?

উত্তর: এপিডার্মিস।

13. পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন কত?

উত্তর: 1.2 - 1.5 কিগ্রা।

14. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?

উত্তর: সুষুম্নাকাণ্ড।

15. মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়?

উত্তর: ডিম্বাশয়।

16. সেন্ট্রোজোম কটি সেন্ট্রিওলের বিভাজিত হয়ে থাকে?

উত্তর: সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?

17. DNA অণুর গঠনগত উপাদান হিসাবে কোন শর্করা উপস্থিত থাকে?

উত্তর: ডি- অক্সি রাইবোজ শর্করা

18. সাইটোপ্লাজমের ধাত্র অংশকে কি বলা হয় ?

উত্তর: হায়ালোপ্লাজম।

1৯. উদ্ভিদদেহ গঠনকারী কোষগুলির মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষান্তর রন্ধ্রকে কি বলে?

উত্তর: প্লাজমোডেসমাটা।

2০. মানব খাদ্যে উপস্থিত কোন উপাদানটি পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করে না?

উত্তর: সেলুলোজ।


অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন [ মান - ১ ]

1. অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এর নাম লেখ।

উত্তর: ট্রিপটোফান, লাইসিন, লিউসিন।

2. নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত?

উত্তর: পেন্টোজ শর্করা , নাইট্রোজেনঘটিত ক্ষার এবং ফসফেট গ্রুপ বা ফসফোরিক অ্যাসিড এর সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

3. প্রাণী দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে?

উত্তর: প্রাণী দেহে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে।

4. লিপিড কিসে দ্রবীভূত হয়?

উত্তর: লিপিড জৈব দ্রাবক অর্থাৎ ইথার , বেনজিন, ক্লোরোফর্ম প্রভৃতিতে দ্রবীভূত হয়।

5. মানবদেহের লোহার অভাবজনিত রোগ উল্লেখ করো।

উত্তর: মানবদেহের লোহার অভাবজনিত রোগ হল অ্যানিমিয়া বা রক্তাল্পতা।

6. কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কারা প্রবর্তন?

উত্তর: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন হাজার 972 সালে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন।

7. নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?

উত্তর: নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়।

8. বায়ু গহব্বর যুক্ত প্যারেনকাইমা কে কি বলে?

উত্তর: গব্বর যুক্ত প্যারেনকাইমা কে এরেনকাইমা বলে।

৯. নিউরনের বড় প্রবর্ধকটির নাম কি?

উত্তর: নিউরনের বড় প্রবর্ধকটির নাম হল অ্যাকসন।

1০. কোন কলায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়?

উত্তর: হৃদ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়।

11. একটি মিশ্র গ্রন্থির নাম লেখ।

উত্তর: একটি মিশ্র গ্রন্থি হল অগ্নাশয়।

12. মানুষের প্লীহার ওজন কত।

উত্তর: পরিণত মানুষের প্লীহার ওজন প্রায় 150 গ্রাম।

13. কোন অঙ্গাণু কে প্রোটিন ফ্যাক্টরি বলে?

উত্তর: লাইসোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে।

14. দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম করো।

উত্তর: ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো A, D, ও K

15. ORS-র পুরো নাম কী?

উত্তর: ORS ওরাল রিহাইড্রেশন সলিউশন।

class 9 Life science chapter 3 question answer wbbse

16. বিসদৃশ শব্দটি বেছে লেখো:

(a) সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পলিস্যাকারাইড

উত্তর: পলিস্যাকারাইড।

(b) কোশপ্রাচীর, ক্লোরোপ্লাসটিড, লাইসোজোম, লিউকোপ্লাসটিড

উত্তর: লাইসোজোম

(c) প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা, ক্লেরেনকাইমা

উত্তর: জাইলেম

(d) ভিটামিন C, ভিটামিন-D, ভিটামিন-E, ভিটামিন-K

উত্তর: ভিটামিন C

(e) ফসফোলিপিড, গ্লাইকোক্যালিক্স, প্লাজমোডেসমাটা, প্রোটিন।

উত্তর: প্লাজমোডেসমাটা

17. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

(a) গলজি বস্তু : ক্ষরণ :: মাইটোকনড্রিয়া : ______

উত্তর: বিপাক।

(b) ATP : এনার্জি কারেন্সি :: মাইটোকনড্রিয়া : ______

উত্তর: কোষের শক্তিঘর।

(c) হিমোগ্লোবিন : লোহা :: হিমোসায়ানিন : _____

উত্তর: তামা।

(d) ভিটামিন-D : ক্যালসিফেরল:: ভিটামিন-C: ____

উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।

18. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো:

(a) অ্যাডেনিন, গুয়ানিন, নাইট্রোজেনঘটিত ক্ষার, সাইটোসিন

উত্তর: নাইট্রোজেনঘটিত ক্ষার।

(b) মিথিওনিন, ভ্যালিন, লাইসিন, লিউমিন।

উত্তর: লিউমিন।

(c) থিয়ামিন, রাইবোফ্লোভিন, ভিটামিন B কমপ্লেক্স, পাইরিডক্সিন

উত্তর: ভিটামিন B কমপ্লেক্স

(d) স্ট্রোমা, গ্রানা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড।

উত্তর: ক্লোরোপ্লাস্ট।


(i) বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও [ মান - ৫ ]

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) যকৃৎ (a) সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি
(ii) প্লীহা (b) স্ত্রী দেহের মুখ্য জনন গ্রন্থি
(iii) ডিম্বাশয় (c) সবচেয়ে বড় লসিকা গ্রন্থি
(iv) ঘর্মগ্রন্থি (d) দেহত্বকে অবস্থান করে
(v) সুষুম্নাকাণ্ড (e) পাকস্থলীতে অবস্থান করে
(f) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ

উত্তরঃ

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) যকৃৎ (a) সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি
(ii) প্লীহা (c) সবচেয়ে বড় লসিকা গ্রন্থি
(iii) ডিম্বাশয় (b) স্ত্রী দেহের মুখ্য জনন গ্রন্থি
(iv) ঘর্মগ্রন্থি (d) দেহত্বকে অবস্থান করে
(v) সুষুম্নাকাণ্ড (f) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ

(ii) বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও [ মান - ৫ ]

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) ট্রাকিয়া (a) আত্মঘাতী থলি
(ii) সিভনল (c) জাইলেমের উপাদান
(iii) লাইসোজোম (b) শ্বেতসার সঞ্চয় করে
(iv) অ্যামাইল প্লাস্ট (d) ফ্লোয়েমের উপাদান
(v) স্ট্রোমা (f) লিপিড সঞ্চয় করে
(g) ক্লোরোপ্লাস্ট

উত্তরঃ

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) ট্রাকিয়া (c) জাইলেমের উপাদান
(ii) সিভনল (d) ফ্লোয়েমের উপাদান
(iii) লাইসোজোম (a) আত্মঘাতী থলি
(iv) অ্যামাইল প্লাস্ট (b) শ্বেতসার সঞ্চয় করে
(v) স্ট্রোমা (g) ক্লোরোপ্লাস্ট

(III) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : [ মান - ১ ]

1. অ্যাসিড ____ লিটমাসকে ____ করে। 

উত্তর: নীল, লাল।

2. প্রোটিন সংশ্লেষণে _____  প্রকার অ্যামাইনো অ্যাসিড লাগে।

উত্তর: 20 ।

3.  অনেক অ্যামাইনো অ্যাসিড _____ বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। 

উত্তর: পেপটাইড।

4. ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের _____ হল লিপিড।

উত্তর: বিক্রিয়ায় উৎপন্ন এস্টার।

5. রিকেট রোগ প্রতিরোধ করে ভিটামিন ____।

উত্তর: D ।

6. পাশাপাশি দুটি উদ্ভিদকোষের মাঝখানে থাকে _____।

উত্তর: প্লাজমোডেজমাটা।

7. শুক্রাণুর অ্যাক্রোজোম ক্যাপ গঠনে সাহায্য করে ____ ।

উত্তর: সেন্ট্রোজোম।

8.  ক্লোরেনকাইমা হল ____ যুক্ত প্যারেনকাইমা।

উত্তর: ক্লোরোফিল।

৯. নিউরোন ও নিউরোগ্লিয়া গঠন করে ____ কলা।

উত্তর: স্নায়ু।

1০. হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় ___ নামক অঙ্গে।

উত্তর: পাকস্থলী।


সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। [ মান - ১ ]

1. জলের অনুকে ডাইপোল বলে।

উত্তর: সত্য।

2. মানবদেহের অগ্ন্যাশয় রস ও পিত্তরস আম্লিক প্রকৃতির।

উত্তর: 

3. ফ্যাটি অ্যাসিডকে অ্যাম্ফিপ্যাথিক যৌগ বলে।

উত্তর: 

4. হিমোগ্লোবিন O2 ও CO2 পরিবহণ করে।

উত্তর: 

5. প্রোটিন অ্যালকোহলে অদ্রবণীয়।

উত্তর: সত্য।

6. ভিটামিন-K-র অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়।

উত্তর: সত্য।

7.  সাইটোপ্লাজমের ধাত্র হল হায়ালোপ্লাজম

উত্তর: সত্য।

8.রাইবোজোম হল পদার্থবিহীন কোশ-অঙ্গাণু।

উত্তর: সত্য।

৯. উদ্ভিদদেহে জল ও খনিজ লবণ পরিবহণে সাহায্য করে ফ্লোয়েম।

উত্তর: মিথ্যা।

বি: দ্র: জল ও খনিজ লবণ পরিবহনের সাহায্য করে জাইলেম কলা।

1০. পেশিকলা প্রধানত তিন প্রকার।

উত্তর: সত্য।

11. মানবদেহের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য 45cm.

উত্তর: সত্য ।

C) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ( মান - 2 )

1. জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো।

উত্তর: জল মেরু বিশিষ্ট বা পোলার অনু হওয়ায় এটি গুরুত্বপূর্ণ দ্রাবক হিসাবে কাজ করে।

উদ্ভিদের রসের উৎস্রোত, প্রাণীদেহে রক্তসংবহন , রেচন প্রভৃতি জলের দ্রবণীয়তা ধর্মের জন্যই ঘটে।

2. ম্যাক্রোমলিকিউলস ও মাইক্রোমলিকিউলস-এর মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

মাইক্রোমলেকিউলস ম্যাক্রোমলেকিউলস
(i) এরা নিম্ন আণবিক ভর সম্পন্ন জৈব অণু। (i) এরা উচ্চ আণবিক ভর সম্পন্ন জৈব অণু।
(ii) এরা ক্ষুদ্রাকৃতি সরল গঠন যুক্ত হয়। ( ii) এরা বৃহদাকৃতির জটিল গঠন যুক্ত হয়।
(iii) যেমন: অ্যামাইনো অ্যাসিড (iii) যেমন : প্রোটিন

3.  জৈবনিক প্রক্রিয়ায় নিউক্লিওটাইডস-এর ভূমিকা কী?

উত্তর: 

  • অসংখ্য নিউক্লিওটাইড ফসফএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে।
  • অ্যাডিনোসিন ট্রাইফসফেট (ATP) নামক হায়ার নিউক্লিওটাইডে উচ্চশক্তিসম্পন্ন ফসফেট বন্ধন থাকে। এগুলিকে ভাঙলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। তাই ATP কে এনার্জি কারেন্সি বলে।


4.  জটিল শর্করার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: 

  • দুই বা তার বেশি একক শর্করার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল শর্করা গঠন করে।
  • এগুলি স্বাদে মিষ্টি এবং জলে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ গঠন করে।


5. মানবদেহে ভিটামিন-D-এর কার্যকারিতা লেখো।

  • উত্তর: ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে।
  • অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে।

6. কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ  এই লিঙ্কে  ক্লিক করে উত্তর দেখুন।


7.  প্লাসটিড কতপ্রকার ও কী কী?

উত্তর: প্লাস্টিড তিন প্রকার । যথা: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট।

8. ভাজক কলার বৈশিষ্ট্য কী?

উত্তর: 

  • ভাজক কলার কোষ গুলি ছোট হয় এবং এদের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান হয়, কোষ গুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়।
  • কোষগুলির কোষপ্রাচীর পাতলা হয়।
  • কোষগুলি ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে এবং এদের মাঝে  কোষান্তর রন্ধ্র থাকে না।
  • কোষগুলি ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং বড় ও স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়।
  • কোষ গুলি অপরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে।
  • কোষগুলিতে সাধারনত ভ্যাকুওল থাকে না এবং এদের মধ্যে সঞ্চিত খাদ্য ও রেচন পদার্থ থাকে না।


৯. জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো।

উত্তরঃ  এই লিঙ্কে  ক্লিক করে উত্তর দেখুন।

1০. যোগকলার গঠনগত বৈশিষ্ট্য লেখো।

উত্তর: 

  • যোগ কলার দুটি প্রধান উপাদান হলো - কোষসমূহ এবং বহিঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স।
  • কোষ গুলি যথেষ্ট আলগা ও ছাড়া ছাড়া ভাবে অবস্থিত।
  • অন্তঃকোষীয় স্থানে প্রোটিনজাতীয় তন্তু সমূহ ও অন্যান্য ধাত্র পদার্থ দেখা যায়।
  • যোগ কলাতে প্রচুর রক্ত সরবরাহ লক্ষ্য করা যায় । ( ব্যতিক্রম :তরুণাস্থি ও কণ্ডরা বা টেন্ডন । )

11. পাকস্থলীর কাজ কী কী?

উত্তর: 

  • খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক পাচন সম্পন্ন করে।
  • হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে এবং সেই কারণে খাদ্যের সাথে প্রবেশকারী জীবাণুদের বিনাশ ঘটে।

12. মস্তিষ্কের গঠন ও অবস্থান লেখো। 

উত্তর: 

গঠন: প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ দ্বারা গঠিত মস্তিষ্কটি আমাদের দেহের ওজনের প্রায় 2% ওজন বিশিষ্ট এবং দেহের সমস্ত অঙ্গের নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ।

মোটামুটি ভাবে বলা যেতে পারে মস্তিষ্কের প্রধান অংশ দুটি অর্ধগোলাকার সেরিব্রাম ও তার উপরের স্তর সেরিব্রাল কর্টেক্স। মস্তিষ্কের পিছনের অংশ সেরিবেলাম।

মানুষের করোটি বা খুলির ভেতরে মস্তিষ্কটি অবস্থিত।

13. জোন অফ এক্সক্লুশন কী?

উত্তর: কোষের সাইটোপ্লাজমে যেখানে গলজি বস্তু থাকে তার বাইরের দিকে অন্য কোন কোষ অঙ্গাণু থাকে না । ওই কোষ অঙ্গাণু বিহীন সাইটোপ্লাজমীয় অংশকে জোন অফ এক্সক্লিউশন বলে।

14.  কোশপর্দার কাজ কী কী?

উত্তর: 

  • কোষপর্দা সজীব কোষের বহিঃ ও অন্ত মাধ্যম মাধ্যমের মধ্যে একটি অভিস্রবণীয় ব্যবধায়ক রূপে কাজ করে।
  • কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে।
  • পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করে।
  • কোষ পর্দার অন্তবৃদ্ধি কোষ অঙ্গাণু গঠনে সাহায্য করে।
  • পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল ও কঠিন খাদ্যগ্রহণে সাহায্য করে।


15.  প্রাইমরড্রিয়াল ইউট্ৰিকল কী?

উত্তর: পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুওল গুলি একত্রিত হয়ে একটি বড় ভ্যাকুওল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম ও কোষ প্রাচীর এর ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওল কে বেষ্টন করে সাইটোপ্লাজম এর এইরূপ বিন্যাসকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে।


16.  ভাজক কলা ও স্থায়ী কলার দুটি পার্থক্য লেখো।

উত্তরঃ এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখুন।

17. শুক্রাশয়ের দুটি কাজ লেখো।

উত্তর: শুক্রাশয় শুক্রাণু বা পুরুষের জনন কোষ উৎপাদন করে।

পুরুষের দাড়ি, গোঁফ, পেশীবহুল দেহ ইত্যাদি গৌণ যৌন বৈশিষ্ট্য গঠনে সাহায্য করে এবং যৌনজীবন বজায় রাখে।

18.  নিউক্লিয়াসের উপাদানগুলি কী কী?

উত্তর: নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত, যথা: নিউক্লিয় পর্দা , নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা ও নিউক্লিওলাস।

1৯.  ভিটামিন-C-র দুটি কাজ লেখো।

উত্তর: 

  • লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গঠনে সাহায্য করে।
  • দাঁতের মাড়িকে সুস্থ রাখতে সহায়তা করে এবং স্কার্ভি রোগ প্রতিরোধ করে।
  • দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।
  • কলা কোষে হাইড্রোজেন বিযুক্ত করে।
  • বাধ্যক্য প্রতিরোধ করে 

2০. নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য লেখো।

উত্তর: 

নিউক্লিয়াস নিউক্লিওলাস
(i) এটি সাইটোপ্লাজমে অবস্থিত প্রধান কোষীয় অঙ্গানু। (i) এটি নিউক্লিয়াসের প্রধান গঠনগত অংশ।
(ii) কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে (ii) রাইবোজোম উৎপাদন করে।
(iii) প্রোটিন সংশ্লেষে অংশ নেয় না। (iii) প্রোটিন ও RNA সংশ্লেষে অংশ নেয়।
(iv) বংশগতির গুণাবলী বহন করে। (iv) বংশগতির সাথে কোন সম্পর্ক নেই।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন ( মান - 5 )

1. পদার্থগুলি ম্যাক্রোমলিকিউল না মাইক্রোমলিকিউল তা শনাক্ত করে প্রত্যেকটির একটি করে কাজ লেখো : - অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, জটিল শর্করা ও প্রোটিন।

উত্তর: 

অ্যামাইনো অ্যাসিড: মাইক্রোমলেকিউলস।

কাজ: প্রোটিন সংশ্লেষে প্রায় কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে।


নিউক্লিক অ্যাসিড : ম্যাক্রোমলেকিউলস

কাজ: নিউক্লিক অ্যাসিড মধ্যস্থ জিন জীবের সমস্ত প্রকার জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে।


ফ্যাটি অ্যাসিড : মাইক্রোমলেকিউলস।

কাজ: ফ্যাটি অ্যাসিড শাসনের সময় কোষীয় শ্বসন বস্তু রূপে জারিত হলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়।


জটিল শর্করা : ম্যাক্রোমলেকিউলস

কাজ: যকৃত পেশিতে সঞ্চিত হয়ে শক্তি সঞ্চয় করে।


প্রোটিন: ম্যাক্রোমলেকিউলস

কাজ: প্রোটিন প্রোটোপ্লাজম গঠনে ও কোষ পর্দা গঠনে সাহায্য করে।


2. ভিটামিনগুলির দুটি করে কাজ উল্লেখ করো : ভিটামিন-C, ভিটামিন B12, ভিটামিন-K, ভিটামিন-E ও ভিটামিন-D

উত্তর: 

  • ভিটামিন-C এর কাজ: লোহিত রক্তকণিকা অনুচক্রিকার গঠনে সাহায্য করে।
  • দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।
  • ভিটামিন B12 এর কাজ: দেহের সামগ্রিক বৃদ্ধি, রক্ত উৎপাদন, নিউক্লিক অ্যাসিড উৎপাদন ও স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষায় সাহায্য করে।
  • ভিটামিন-K এর কাজ: এই ভিটামিন যকৃত কে প্রথ্রমবিন সংশ্লেষে সাহায্য করে। রক্ততঞ্চনে সাহায্য করে।
  • ভিটামিন-E এর কাজ: মাতৃস্তনে দুগ্ধ ক্ষরণ বৃদ্ধি করে। জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে।
  • ভিটামিন-D এর কাজ : ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে।

3. চিত্রসহ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য লেখো। 

উত্তরঃ  এই লিঙ্কে  ক্লিক করে উত্তর দেখুন।


4. নিম্নলিখিত কোশ-অঙ্গাণুগুলির প্রধান কাজ লেখো : (i) মাইটোকনড্রিয়া, (ii) লাইসোজোম, (ii) এন্ডোপ্লাজমীয় জালিকা, (iv) ক্লোরোপ্লাসটিড, (v) গলগি বস্তু।

উত্তর: 

(i) মাইটোকনড্রিয়া - সবাত শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইটোকনড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়।

(ii) লাইসোজোম - বহিঃকোষীয় বস্তুর লাইসোজোমের উৎসেচক দ্বারা পরিপাক ঘটে।

(ii) এন্ডোপ্লাজমীয় জালিকা - সাইটোপ্লাজম এর কাঠামো গঠন করা ও শারীর বৃত্তীয় কাজের জন্য তল এর বিস্তৃতি ঘটানো এন্ডোপ্লাজমিক জালিকার প্রধান কাজ।

(iv) ক্লোরোপ্লাসটিড - খাদ্য উৎপাদনে সাহায্য করে।

(v) গলগি বস্তু - গলগি বস্তু কোষের ভিতরে বিভিন্ন পদার্থ যেমন- উৎসেচক, যোগ কলার ধাত্র ও ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনের সাহায্য করে।


5. যে-কোনো একপ্রকার জটিল স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। (3 + 2) 

উত্তর: জাইলেম হলো এক প্রকার জটিল স্থায়ী কলা।

জাইলেম কলার বৈশিষ্ট্য : জাইলেম কলা চারটি উপাদান বা কোষের সমন্বয়ে গঠিত। যথা: ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। ট্রাকিড, ট্রাকিয়া ও জাইলেম তন্তুর প্রাচীর পুরু লিগনিন যুক্ত কিন্তু জাইলেম প্যারেনকাইমার প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত।

জাইলেম কলার কাজ : রোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণের মিশ্রণ পাতায় পৌঁছে দেয়। উদ্ভিদ দেহে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।


6. অগ্ন্যাশয় ও প্লিহার অবস্থান ও কাজ লেখো। (2 + 3)

উত্তর: 

  • অগ্ন্যাশয় এর অবস্থান : অগ্নাশয়টি পাকস্থলীর পিছনে, উদরের পশ্চাৎ প্রাচীরের কাছে আড়াআড়িভাবে অবস্থিত।
  • অগ্ন্যাশয় এর কাজ: বিভিন্ন খাদ্যের পাচনের জন্য উৎসেচক ক্ষরণ করে এবং পৌষ্টিকনালীতে পাঠায়।
  • প্লীহার অবস্থান : প্লীহা অবস্থান করে বক্ষ ও উদরগহ্বর এর বিভেদ মধ্যচ্ছদার ঠিক নিচে, উদর গহবরের উপরের বামদিকে এবং নবম থেকে একাদশ পাঁজরের সমতলে।
  • প্লীহার কাজ : দেহের অনাক্রমতায় এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদির ধ্বংসের সাহায্য করে।


7. শুক্রাশয় ও ডিম্বাশয়ের গঠন ও একটি করে কাজ লেখো। (3+2)

  • শুক্রাশয়ের  গঠন : উন্নয়নের তলদেশের বাইরে অবস্থিত শুক্রাশয় থলি বা স্ক্রোটাম থলির ভিতরে শুক্রাশয় অবস্থান করে।
  • শুক্রাশয়ের  কাজ
    • শুক্রাণু বা পুরুষের জনন কোষ উৎপাদন করে।
    • বিভিন্ন যৌন বৈশিষ্ট্য গঠনে সাহায্য করে।
  • ডিম্বাশয়ের গঠন : স্ত্রী দেহের উদার গহবরের নিচের দিকে শ্রোণী অংশে,  জরায়ুর উপরের দিকে দু'পাশে দুটি ডিম্বাশয় অবস্থিত।
  • ডিম্বাশয়ের কাজ : 
    • জনন কোষ অর্থাৎ ডিম্বাণু উৎপাদন করে।
    • ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামক হরমোন ক্ষরণ করে যার দ্বারা স্ত্রীদেহে যৌনজীবন বজায় থাকে।

8.  ফসফরাস, সালফার, পটাশিয়াম, সোডিয়াম ও লোহার একটি করে কাজ লেখো (মানবদেহে)। 

উত্তর: 

  • ফসফরাস - দাতো অস্থি গঠনে সাহায্য করে।
  • সালফার - চুল নখ তরুণাস্থি গঠনে ব্যবহৃত হয়।
  • পটাশিয়াম - কোষীয় বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
  • সোডিয়াম - স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে।
  • লোহা - হিমোগ্লোবিনের হিম অংশ গঠনে সাহায্য করে।


৯. চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো।

উত্তর:


নিউক্লিয়াসের গঠন : নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত, যথা :

(i) নিউক্লিয় পর্দা : নিউক্লিয়াসের চারদিকে দ্বিস্তরী ও আবরণ থাকে, এটি হল নিউক্লিয় পর্দা। প্রিয় পর্দার দুটি একক পর্দা নিয়ে গঠিত। নিউক্লিয় পর্দার অসংখ্য অসংখ্য ছিদ্র বা রন্ধ্র থাকে এদের নিউক্লিয়ার রন্ধ্র বলে।

(ii) নিউক্লিওপ্লাজম : নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধ তরল শস্য পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস বলে।

(iii) নিউক্লিয় জালিকা : নিউক্লিওপ্লাজম এর মধ্যে ভাসমান অবস্থায় অসংখ্য সুতোর মতো দেখতে পাওয়া যায় এগুলি হল নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়।

(iv) নিউক্লিওলাস: নিউক্লিয়াসের মধ্যে যে এক বা একাধিক ঘন গোলাকার অংশ দেখতে পাওয়া যায় তাদের নিউক্লিওলাস বলে। সাধারণত একটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে।

1০. নীচে চিত্র-A ও চিত্র-B - তে 1 থেকে 10 অংশগুলি চিহ্নিত করে বলো কোন্‌টি কী কোশ?



আশা করি আজকের এই পর্ব তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন ।


তথ্যসুত্র ঃ

নবম শ্রেণী পাঠ্য বই ( মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমদিত )

5 comments

  1. Very nice question and answer
  2. উদ্ভিদদেহে এবিডারকমিসের ভূমিকা কি
  3. এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলে
  4. Cell ki diye gotito hoy
  5. খুব ভালো
Please Comment , Your Comment is Very Important to Us.