মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট | Madhyamik life science Mocktest এর আজকের পর্বে আমরা রেখেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা চাইলে প্রথমে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে তা দেখতে পারবে। নিচে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাতে তোমরা করে মুখস্ত করতে পারো তার জন্য গুছিয়ে লেখা রয়েছে।
💠 মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট💠
তাহলে চলো শুরু করা যাক মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট এর আজকের
প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
1. অক্সিন হরমোন প্রথম যে উদ্ভিদে পরীক্ষা করা হয় সেটি হল-
A. মটর
B. গম
C. ধান
D. যই
D. যই
2. প্রভু গ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল-
A. থাইরয়েড
B. পিটুইটারি
C. থ্যালামাস
D. হাইপোথ্যালামাস
D. হাইপোথ্যালামাস
3. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হল-
A. 31 জোড়া
B. 30 জোড়া
C. 10 জোড়া
D. 12 জোড়া
A. 31 জোড়া
4. দর্শন অনুভূতি মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল -
A. হাইপোথেলামাস
B. লঘু মস্তিষ্ক
C. গুরুমস্তিষ্ক
D. সুষুম্নাশীর্ষক
C. গুরুমস্তিষ্ক
5. পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা-
A. 11 টি
B. 13 টি
C. 19 টি
D. 23 টি
D. 23 টি
6. দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশী হল
A. রোটেটর
B. ফ্লেক্সর
C. এক্সটেনসর
D. অ্যাডাক্টর
A. রোটেটর
7. আমরুল এর পাতায় যে চলন দেখা যায় তা হল-
A. ফটোনাস্টিক
B. নিকটিন্যাস্টি
C. থার্মোন্যাস্টি
D. সিসমোন্যাস্টি
B. নিকটিন্যাস্টি
8. উদ্ভিদের জরা রোধ করে-
A. সাইটোকাইনিন
B. ইথিলিন
C. অক্সিন
D. জিব্বেরেলিন
A. সাইটোকাইনিন
9. ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন-
A. ফ্লেমিং
B. ওয়াটসন ও ক্রিক
C. ওয়ালডেয়ার
D. ল্যামার্ক
C. ওয়ালডেয়ার
10. নিচের কোনটি মিয়োসিস এর বৈশিষ্ট্য নয়?
A. জনন মাতৃকোষে ঘটে
B. ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে
C. উৎপন্ন কোষের সংখ্যা 2
D. উৎপন্ন কোষের সংখ্যা 4
C. উৎপন্ন কোষের সংখ্যা 2
মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট
আরও মক টেস্ট | class 10 mock test Physical science wbbse chapter 1 | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মক টেস্ট মক টেস্ট প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবন
11. ইন্টারফেজ এর বৈশিষ্ট্য নয়-
A. কোষের আয়তন বৃদ্ধি পাওয়া
B. নিউক্লিয় আবরণী অবলুপ্ত হওয়া
C. বিভাজনের প্রয়োজনীয় শক্তি সঞ্চিত হওয়া
D. DNA,RNA ও প্রোটিন সংশ্লেষিত হওয়া
B. নিউক্লিয় আবরণী অবলুপ্ত হওয়া
12. খন্ডীভবন পদ্ধতি দেখা যায়-
A. হাইড্রা তে
B. ইস্ট এ
C. প্লাসমোডিয়াম এ
D. স্পাইরোগাইরা তে
D. স্পাইরোগাইরা তে
13. টরুলা দশা দেখা যায় কোন জীবে?
A. ইস্ট
B. মস
C. ফার্ন
D. সাইকাস
A. ইস্ট
14. অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক হলো-
A. অ্যামাইলেজ
B. মলটেজ
C. লাইসোজাইম
D. সুক্রোজ
C. লাইসোজাইম
15. কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়?
A. লেন্স
B. কর্নিয়া
C. স্ক্লেরা
D. রেটিনা
C. স্ক্লেরা
16. কোনটি গুরুমস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়?
A. স্মৃতি
B. হৃদস্পন্দন
C. অক্ষিপল্লব সঞ্চালন
D. দেহের ভারসাম্য
A. স্মৃতি
17. একটি মিশ্র স্নায়ু হলো-
A. অপটিক
B. অডিটরি
C. হাইপোগ্লোসাল
D. ভেগাস
D. ভেগাস
Madhyamik life science Mocktest
18. একটি নিউরোহরমোন হল-
A. TSH
B. GnRH
C. T4
D. GH
B. GnRH
19. রানভিয়ারের পর্ব দেখা যায়-
A. সকল নিউরনের অ্যাক্সনে
B. কিছু নিউরনের অ্যাক্সনে
C. সকল নিউরনের ডেনড্রনে
D. কিছু নিউরনের ডেনড্রনে
B. কিছু নিউরনের অ্যাক্সনে
20. প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হল-
A. মস্তিষ্ক
B. স্নায়ু গ্রন্থি
C. নিউরোগ্লিয়া
D. সুষুম্নাকাণ্ড
D. সুষুম্নাকাণ্ড