তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 "বল ও শক্তির প্রাথমিক ধারণা" এর প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো।
অথবা, ক্লাসের শেষে ঘন্টা বাজানো হল এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো?
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(i) ইলেকট্রিক ইস্ত্রি | (a) তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি |
(ii) তাপবিদ্যুৎ কেন্দ্র। | (b) তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি |
(iii) বৈদ্যুতিক বাল্ব | (c) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি |
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(i) পৃথিবীর আকর্ষণ। | (a) গতিশীল বস্তু |
(ii) কাজ করার সামর্থ্য | (b) দূষণমুক্ত অপ্রচলিত শক্তির উৎস |
(iii) কয়লা, পেট্রোল | (c) নিউটন |
(iv) ওজনের SI একক। | (d) অনবীকরণযোগ্য শক্তি |
(v) সূর্যের আলো, বায়ু | (e) অভিকর্ষ |
(vi) সময়ের সঙ্গে স্থান | (f) শক্তি পরিবর্তনশীল বস্তু |