তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় "পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা" এ প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। এই পোস্টটিতে তুমি পরিবেশ ও বিজ্ঞান এর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর পাবে
🔸 কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে।অর্থাৎ কাঠবেড়ালি বাসস্থান ও খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল।
◽ একটি মাটির পাত্রে ওই সাজা (দই এর অংশ) দিতে হয়।
◽ এবার ওই পাত্রে দুধ ঢেলে দিলাম ও সাধারণ উষ্ণতায় রেখে দিতে হয়।
◽ মোটামুটি দই জমে গেলে ঠান্ডা স্থানে রেখে দিতে হয়।
◽ খাবারের জন্য: গরু, ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি প্রাণী থেকে দুধ মাংস ইত্যাদি পাওয়া যায় বলে মানুষ পালন করে।
◽ পোশাকের জন্য: ভেড়া, রেশম মদ ইত্যাদি থেকে আমরা উল ও তন্তু পাই।
◽ পরিবহনের কাজের জন্য আমরা গরু, মহিষ, ঘোড়া ইত্যাদি প্রাণী পালন করি।