তুমি কি নবম শ্রেণীতে পড়ো? তুমি কি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর খুজছো? তাহলে তুমি সঠিক জায়গায় এসেছ।
আজকের এই পর্বে আমরা রেখেছি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের মিশ্রণের উপাদানের পৃথক করন এর অনুশীলনের প্রশ্নের উত্তর।
মিশ্রণের উপাদানের পৃথককরণ প্রশ্ন উত্তর
নবম শ্রেণী ভৌত বিজ্ঞান ( ছায়া )
বিভাগ - ক - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ⇒ মান 1
1. ইথার (A), জল (B), ক্লোরোফর্মের (C) ঘনত্বের ক্রম –
(A) A > C > B
(B) C > A > B
(C) C > B > A
(D)A = B < C
উত্তর: (C) C > B > A
2. প্রতি 27 mmHg চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক বাড়ে –
(A) 5°C (B) 2°C (C) 1°C (D) 8°C
উত্তর: (C) 1°C
আরো পড়: অধ্যায় অ্যাসিড কাকে বলে । বৈশিষ্ট্য । ধর্ম
আরো পড়: নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায় জল অনুশীলনীর উত্তর ( ছায়া )
বিভাগ - খ - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক ⇒ প্রশ্ন মান 1
স্তম্ভ মেলাও ৷
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(1) পেট্রোল ও জল | (A) পেট্রোলিয়ামের আংশিক পাতন |
(2) LPG ও CNG | (B) বিয়োজী ফানেল |
(3) আয়োডিন ও ক্লোরোফর্ম | (C) আংশিক পাতন |
(4) অ্যাসিটোন ও মিথান্যাল | (D) সাধারণ পাতন |
উত্তর:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(1) পেট্রোল ও জল | (B) বিয়োজী ফানেল |
(2) LPG ও CNG | (A) পেট্রোলিয়ামের আংশিক পাতন |
(3) আয়োডিন ও ক্লোরোফর্ম | (D) সাধারণ পাতন |
(4) অ্যাসিটোন ও মিথান্যাল | (C) আংশিক পাতন |
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও ৷
1. পৃথককরণে বিয়োজী ফানেল কখন ব্যবহৃত হয় ?
উত্তর: সাধারণত ভিন্ন ঘনত্ব বিশিষ্ট ও পরস্পরের সঙ্গে মেশে না এবং পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, এমন একাধিক তরলের মিশ্রণের উপাদান গুলিকে বিয়োজী ফানেল দ্বারা পৃথক করা যায়।
2. তেল ও জলের মিশ্রণ পৃথককরণের পদ্ধতিটির নাম কী ?
উত্তর: তেল ও জলের মিশ্রণ পৃথককরণের পদ্ধতি হলো বিয়োজী ফানেল পদ্ধতি।
3. আলকাতরা থেকে বেঞ্জিন কী উপায়ে পৃথক করা হয় ?
উত্তর: আলকাতরা থেকে বেনজিন আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।
4. সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কেন ?
উত্তর: মিথানলের ও অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক যথাক্রমে 65°C ও 56°C । এদের জলের স্ফুটনাঙ্ক এর পার্থক্য 9°C যা খুব কম (<20°C) । সাধারণ পাতন প্রক্রিয়ায় এদের পৃথক করতে গেলে অ্যাসিটোনের বাষ্পায়নের সময় উৎপন্ন বাষ্পে যথেষ্ট পরিমাণে মিথানলের বাষ্প থেকে যায়। ওই বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে অ্যাসিটোনের সঙ্গে মিশে যায় এর ফলে পৃথকৃত তরল দুটি বিশুদ্ধ হয় না। এইজন্য সাধারণ পাতন প্রক্রিয়ায় মিশ্রণ দুটিকে পৃথক করা যায় না।
5. আংশিক পাতন পদ্ধতিতে মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে কোনটি আগে পাতিত হয়?
উত্তর: আংশিক পাতন পদ্ধতিতে মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে অ্যাসিটোন আগে পতিত হয়।
শূন্যস্থান পূরণ করো ।
1. বায়ুর উপাদানগুলিকে ____ দ্বারা পৃথক করা যায়।
উত্তর: আংশিক পাতন।
3. পেট্রোলিয়ামকে ____ বলে।
উত্তর: তরল সোনা।
3. দ্রাবক নিষ্কাশন পদ্ধতি দ্বারা পদার্থের বিশুদ্ধিকরণের ক্ষেত্রে ____ প্রক্রিয়ার ব্যাপক ব্যবহার আছে।
উত্তর: পাতন
4. জলকে ঘরের উয়তায় ফোটানো যায় যদি জলের ওপর চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে ___ হয়।
উত্তর: কম।
5. ____ দ্বারা জলীয় দ্রবণ থেকে চিনি পৃথক করা যায়।
উত্তর: পাতন পদ্ধতি।
সত্য/মিথ্যা নিরূপণ করো ।
1. ইথার ও জলের মিশ্রণে জল থাকে উপরের স্তরে।
উত্তর: মিথ্যা।
3. তরলের স্ফুটনাঙ্কে বাষ্পচাপের মান তরলের উপরিস্থিত বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়।
উত্তর: সত্য।
বিভাগ - গ - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন⇒ মান 2
1. জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদান গুলির পৃথককরণ পদ্ধতি বর্ণনা করো ।
উত্তর: জল ও কার্বন টেট্রাক্লোরাইড এর ঘনত্ব যথাক্রমে 1 g/cc ও 1.59 g/cc। ঘনত্বের পার্থক্য থাকায় এদের মিশ্রণকে একটি বিয়োজী ফানেলের মধ্যে দেওয়া হল। স্বাভাবিকভাবেই কার্বন টেট্রাক্লোরাইড ভারী হওয়ায় অর্থাৎ বেশি ঘনত্বের হওয়ায় নিচের দিকে এবং জল কম ঘনত্বের হওয়ায়, উপরের স্তরে থাকবে। ফানের নিচের মুখে একটি স্টপ কক এবং উপরের দিকে একটি ছিপি লাগানো থাকে। ফানেলের মুখের স্টপকক এমনভাবে খুলতে হবে যাতে ফানেল দিয়ে বিন্দু বিন্দু আকারে কার্বন টেট্রাক্লোরাই নিচের পাত্রে পড়ে। এইভাবে এক সময় সমস্ত কার্বন টেট্রাক্লোরাইড নিচের পাত্রে জমা হলে, স্টপককটি বন্ধ করতে হবে। শেষে ফানেলে অবশিষ্ট জল রয়ে যাবে।
2. আংশিক পাতন পদ্ধতির মূল নীতিটি উল্লেখ করো ।
উত্তর: কোন নির্দিষ্ট চাপে যখন ভিন্ন স্ফুটনাঙ্কের দুই বা তার বেশি সংখ্যক তরলের মিশ্রণের স্ফুটন হয়, তখন উৎপন্ন বাষ্পের মধ্যে অপেক্ষাকৃত বেশি উদ্বায়ী উপাদানের আপেক্ষিক পরিমাণ কম উদ্বায়ী উপাদানের তুলনায় বেশি হয়। আংশিক পাতনস্তম্ভ বা আংশিকরণ স্তম্ভের মধ্যে এই পদ্ধতি বারংবার প্রয়োগের ফলে উপাদান গুলি কার্যকর পৃথককরণ সম্ভব হয় । তরল মিশ্রণে যদি দুই-এর বেশি সংখ্যক তরল উপাদান থাকে, তবে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবচেয়ে আগে ও সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদানটি সবার শেষে পাতিত হবে।