আজকে আমরা ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি টাস্ক পার্ট 1 এর উত্তর নিয়ে আলোচনা করব । তাহলে চলো শুরু করিঃ
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।
(ক) ১৯৪৭ সালের কত তারিখে গণ-পরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? ১×৩ = ৩
(i) ১৪ আগস্ট
(ii) ২২ জুলাই
(iii) ১৫ আগস্ট
(iv) ৩ জুন
উত্তরঃ (ii) ২২ জুলাই
(খ) টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে?
(i) ৫" x 8"
(ii) ৩″ x ৩″
(ii) ৬" x 8"
(iv) ৩" × ২"
উত্তরঃ (ii) ৬" x 8"
(গ) অশোক চক্রের নীল রং কীসের রং-এর সঙ্গে মিলে যায়।
(i) ময়ূরের পালকের রং
(ii) আকাশের রং
(iii) সমুদ্রের জলের রং
(iv) আকাশ ও সমুদ্রের রং
উত্তরঃ (iv) আকাশ ও সমুদ্রের রং
২। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করো :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(ক) অশোক চক্রের ২৪ টি কাঁটা | (i) ফোটোরশ্মি |
(খ) জাতীয় পালনীয় দিবসে | (ii) ২৪ ঘণ্টার প্রতীক |
(গ) অশোকচক্র | (iii) জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যাবহার করতে পারেন |
(ঘ) বিবর্ণ জাতীয় পতাকা | (iv) ব্যাবহার করা যাবে না। |
(ঙ) কবরে বা চিতায় | (v) জাতীয় পতাকা দেওয়া যাবে না । |
(vi)সর্বক্ষণের গতিশীলতার প্রতিক। |
উত্তরঃ
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
(ক) অশোক চক্রের ২৪ টি কাঁটা | (vi) সর্বক্ষণের গতিশীলতার প্রতিক। |
(খ) জাতীয় পালনীয় দিবসে | (iii) জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যাবহার করতে পারেন |
(গ) অশোকচক্র | (i) ফোটোরশ্মি |
(ঘ) বিবর্ণ জাতীয় পতাকা | (iv) ব্যাবহার করা যাবে না। |
(ঙ) কবরে বা চিতায় | (v) জাতীয় পতাকা দেওয়া যাবে না । |
৩। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ২×৩ = ৬
(ক) যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক।
(খ) ঝড়-বৃষ্টি যাই হোক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত।
(গ) জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যায় না।
৪। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :
(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও।
উত্তরঃ আমাদের জাতীয় পতাকাটি সমমাপের তিনটি আয়তক্ষেত্রবিশিষ্ট পৃথক বর্ণের অংশ নিয়ে গঠিত । তাই এর নাম ‘ত্রিরঙা’। পতাকাটি আয়তক্ষেত্রবিশিষ্ট এবং পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২। পতাকায় তিনটি রঙেরই ক্ষেত্রফল সমান । একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নীচে সবুজ রং-এর ব্যাবহার করা হয়। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের ২৪টি কাঁটাবিশিষ্ট চক্র বসানো থাকে। এই চক্রটিকে অশোকচক্র বলে। চক্রটি পতাকার উভয়পার্শ্বে ফোটোরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয়দিকে ছাপানো থাকে।প্রতিটি রং এবং অশোকচক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে। যেমন—
□ গেরুয়া ত্যাগ, স্বার্থহীনতা ও শৌর্যের প্রতীক
□ সাদা- শান্তি ও পবিত্রতার প্রতীক।
□ গাঢ় সবুজ—নিৰ্ভীকতা, সুজলা-সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণ্যের প্রতীক
□ অশোকচক্রটি— দেশের উন্নতি ও প্রগতির প্রতীক।
অশোকচক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়। এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক।অশোকচক্রের ২৪টি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের।
(খ) কী কী ভাবে/ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার/উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো।
উত্তরঃ
১. ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি।
২. জাতীয় পতাকা কুঞ্ঝিত অবস্থায় ব্যবহার করা যাবে না।
৩. জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না।
৪. কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না।
৫. কোনোরকম ব্যাবসাবাণিজ্যে, কাজে বা পেশায়, নামে, পেটেন্ট বা ট্রেডমার্ক হিসাবে বা নকশা করার জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত অপরাধ।
৬. জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না।
৭. জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না।
৮. কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না।
৯. প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না।
(গ) ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো।
ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি 'আনুগত্যের শপথ' বাক্যটি ঠিক এইরকম -
‘আমরা’ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র - এর প্রতীক, জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম।
আশা করি আজকের Class VI model activity task 2022 part 1 health and physical education - তোমাদের ভালো লেগেছে । এই উত্তর গুলো বঝার জন্য নিচের ভিডিও টি দেখতে পারো।