অষ্টম শ্রেণির ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ জানুয়ারী ২০২২ - এর আজকের পর্বে সব সঠিক উত্তর সহ তথ্যসমৃদ্ধ উত্তর তোমরা পাবে । তাহলে চল শুরু করা যাকঃ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি পরিবেশ ও ভূগোল পূর্ণমান : ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×২=২
১.১ শিলামন্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো –
(ক) ভূত্বক
(খ) অ্যাস্সেনোস্ফিয়ার
(গ) অন্তঃগুরুমণ্ডল
(ঘ) বহিঃকেন্দ্রমণ্ডল।
উত্তর: (খ) অ্যাস্সেনোস্ফিয়ার।
১.২ নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো –
(ক) রেপিত্তি
(খ) কনরাড
(গ) গুটেনবার্গ
(ঘ) লেহম্যান।
উত্তর: (ঘ) লেহম্যান।
আরও পড়ুনঃ বিযুক্তি রেখা কাকে বলে | মোহো | গুটেনবার্গ | লেহমান | লেহম্যান | রেপিত্তি | কনরাড বিযুক্তি রেখা
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১×৩=৩
২.১.১ ‘S’ তরঙ্গ _______ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।
উত্তর: তরল বা অর্ধতরল।
২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব ______ ।
উত্তর: বেশি।
২.১.৩ ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে _______।
উত্তর: শিলামন্ডল।
২.২ বাক্যটি 'সত্য' হলে ঠিক এবং অসত্য হলে 'ভুল' লেখো: ১×৩=৩
২.২.১ P তরঙ্গ ভূঅভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: ঠিক ।
বিঃ দ্রঃ এখানে শুধুমাত্র তরল
মাধ্যম বললে উত্তরটি "ভুল" হত। যেহেতু P তরঙ্গ
ভূঅভ্যন্তরের কঠিন, তরল ও গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই
উত্তর টি "সত্য" হবে কারন এখানে শুধুমাত্র কথাটি ব্যাবহার করা হয়নি।
২.২.২ কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।
উত্তর: ভুল।
২.২.৩ সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নীচে অবস্থান করে।
উত্তর: ঠিক।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×২=৪
৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর:
ম্যাগমা | লাভা |
---|---|
1. পৃথিবীপৃষ্ঠের নিচে যে গলিত শিলা রয়েছে তাকে ম্যাগমা বলা হয়। | 1. পৃথিবীপৃষ্ঠ থেকে যে গলিত তরল নির্গত হয় তাকে লাভা বলে। লাভা কে তরল ম্যাগমা-ও বলা হয়। |
2.ম্যাগমা, লাভার তুলনায় সামান্য অধিক গরম ( গড় তাপমাত্রা 1300 – 2400 ডিগ্রী ফারেনহাইট) | 2. লাভা, ম্যাগমার তুলনায় সামান্য কম গরম ( গড় তাপমাত্রা 1300 – 2200 ডিগ্রী ফারেনহাইট) |
3. ম্যাগমা শব্দের উৎপত্তি প্রাচীন গ্রিক থেকে। | 3. লাভা শব্দটি ইতালিয় ভাষা থেকে এসেছে। |
4. ম্যাগমা শীতল হতে অনেক বেশি সময় নেয় কারণ এটি ভূগর্ভে অবস্থিত। | 4. লাভা, ম্যাগমার চেয়ে অনেক দ্রুত শীতল হয়। |
৩.২ ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরুপণ করো।
উত্তরঃ এখানে ক্লোফেসিমা ও নিফেসিমার মধ্যে ৬ টি পার্থক্য লেখা হল । তোমারা ২ টি কিংবা ৩ টি পার্থক্য লিখে জমা দিলেই হবে ।
ক্রোফেসিমা | নিফেসিমা |
---|---|
1. গুরুমন্ডল এর উপরের দিকের অংশ হলো ক্রোফেসিমা। | 1. গুরুমন্ডল এর নিচের দিকের অংশ হলো নিফেসিমা। |
2. ক্রোফেসিমা এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্রোমিয়াম। | 2. নিফেসিমা আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল নিকেল। |
3. এটি 30 থেকে 700 কিমি পর্যন্ত গভীর পর্যন্ত বিস্তৃত। | 3. এটি 700 থেকে 2900 কিমি পর্যন্ত গভীর পর্যন্ত বিস্তৃত। |
4. এটি মোহ বিযুক্তি থেকে রেপিত্তি বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। | 4. এটি রেপিত্তি বিযুক্তি রেখা থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। |
5. এই স্তরের গড় ঘনত্ব 3.4 – 4.5 গ্রাম / ঘন সেমি। | 5. এই স্তরের গড় ঘনত্ব 4.5 – 5.5 গ্রাম / ঘন সেমি। |
6. এই স্তরে P ও S তরঙ্গের গতিবেগ কম থাকে। | 6. এই স্তরে P ও S তরঙ্গের গতিবেগ বেশি থাকে। |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩
ভূঅভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো।
উত্তর: ভূগর্ভের তাপে পদার্থ গুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার অপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়।পরিচলন স্রোত এর তাপ স্থানান্তর প্রক্রিয়া পৃথিবীর সমুদ্রের স্রোত , বায়ুমণ্ডলীয় আবহাওয়া এবং ভূতাত্ত্বিক গঠনকে পরিচালিত করে। গুরুমন্ডল এর এই পরিচালন স্রোত পাত সঞ্চালনেও ভূমিকা পালন করে যা ভূমিকম্প, পর্বতশ্রেণী এবং আগ্নেয়গিরি তৈরীর জন্য চূড়ান্তভাবে দায়ী প্রক্রিয়া।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫×১=৫
পৃথিবীর অভ্যন্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
পৃথিবীর অভ্যান্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য :
- পৃথিবীর অভ্যন্তরভাগ একাধিক পৃথক স্তরে বিভক্ত।
- অপেক্ষাকৃত ভারী পদার্থগুলো নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়েছে।
- তুলনামূলকভাবে হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে এসেছে।
- ভূমিকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- পৃথিবীর অভ্যন্তরভাগে যত গভীরে অর্থাৎ কেন্দ্রের নিকট যাওয়া যায় তাপমাত্রা তত বৃদ্ধি পেতে থাকে।