Class 6 Mathematics Model Activity October Task part 7
ষষ্ঠ শ্রেণী গনিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 7
model activity task class 6 part 7
নীচের প্রশ্নগুলির উত্তর দাও
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ) :
(i) 0.2 × 0.2 =
(a) $\frac{2}{10}$ (b) $\frac{4}{10}$
(c) $\frac{2\times 2}{10}$ (d) $\frac{2\times 2}{100}$
উত্তর : (d) $\frac{2\times 2}{100}$
সমাধানঃ 0.2 × 0.2
= $\frac{2}{10}\times \frac{2}{10}$
= $\frac{2\times 2}{100}$
(ii) 2.5 কিমি =
(a) $\frac{2.5}{100}$ মি (b) 2.5 × 100 মি
(c) 2.5 × 1000 মি (d) $\frac{2.5}{1000}$ মি
উত্তর : (c) 2.5 × 1000 মি
(iii) সঠিক সম্পর্কটি হলো -
(a) $0.\overset{\centerdot }{\mathop{3}}\,<0.3\overset{\centerdot }{\mathop{3}}\,$ (b) $0.\overset{\centerdot }{\mathop{3}}\,>0.3\overset{\centerdot }{\mathop{3}}\,$
(c) $0.\overset{\centerdot }{\mathop{3}}\,=0.3\overset{\centerdot }{\mathop{3}}\,$ (d) $0.\overset{\centerdot }{\mathop{3}}\,+3=0.3\overset{\centerdot }{\mathop{3}}\,$
উত্তর : (c) $0.\overset{\centerdot }{\mathop{3}}\,=0.3\overset{\centerdot }{\mathop{3}}\,$
(iv) 50 ও 100 – এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা যাদের গ.সা.গু 16, সংখ্যাজোড়া হলো
(a) 16 , 64 (b) 16 , 80
(c) 50 , 64 (d) 64 , 80
উত্তর : (a) 16 , 64
2. সত্য / মিথ্যা লেখ ( T /F ) :
(i) 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6 , 8, 10 ও 12 – এর গ.সা.গু ।
উত্তর : বিবৃতিটি মিথ্যা ।
সঠিক উত্তর : 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6 , 8, 10 ও 12 – এর ল.সা.গু ।
(ii) 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 হলে , 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিবারের পরিসংখ্যা 5।
উত্তর : বিবৃতিটি সত্য।
(iii) P ___________________ Q , চিত্রে PQ একটি সরলরেখা ।
উত্তর : বিবৃতিটি মিথ্যা ।
সঠিক উত্তর : P ___________________ Q , চিত্রে PQ একটি সরলরেখাংশ ।
(iv) চিত্রে AD , BE এবং CF সরলরেখাংশগুলি সমবিন্দু।
উত্তর : বিবৃতিটি সত্য।
আরও পড়ো: | অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 । Class 8 Science model activity part 6
আরও পড়ো: | অষ্টম শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 । Class 8 Geography model activity part 6
3. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।
(i) | আয়তঘন | (a) | 1 টি বক্রতল |
(ii) | নিরেট চোঙ | (b) | 1 টি সমতল ও 1 টি বক্রতল |
(iii) | নিরেট অর্ধগোলক | (c) | 2 টি সমতল ও 1 টি বক্রতল |
(iv) | নিরেট গোলক | (d) | 6 টি সমতল |
উত্তর :
(i) আয়তঘন - (d) ৬ টি সমতল
(ii) নিরেট চৌঙ – (c) 2 টি সমতল ও 1 বক্রতল
(iii) নিরেট অর্ধগোলক – (b) 1 টি সমতল ও 1 বক্রতল
(iv) নিরেট গোলক – (a) 1 টি বক্রতল
4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
(i)
ত্রিভুজের পরিসীমা কী ? চিত্রে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো।
উত্তর : ত্রিভুজের পরিসীমা : কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ওই ত্রিভুজের পরিসীমা বলে ।
চিত্রে ত্রিভুজটির পরিসীমা হলো (10+15+18) সেমি = 43 সেমি ।
(ii) আমি 0 থেকে -6 গেলাম । ইহা সংখ্যারেখার সাহায্যে দেখাও ।
5. মহাজাতি বিদ্যামন্দিরের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছহে কোন্ ছাত্রছাত্রী কোন্ বিষয় ভালোবেসে চর্চা করে । সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো –
বিষয় | ছাত্রছাত্রীর সংখ্যা |
---|---|
বাংলা | 30 |
গণিত | 25 |
ইংরেজি | 25 |
পরিবেশ | 30 |
হাতের কাজ | 40 |
1 একক = 5 জন ছাত্রছাত্রী নিয়ে তথ্যটি থেকে একটি স্থম্ভচিত্র অঙ্কন করো ।