নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় - দ্রবণ এর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব । তুমি যদি নবম শ্রেণির ছাত্র - ছাত্রী হও তবে অবশ্যয় এই অনুশীলনীর সমাধান তোমার কাজে লাগবে। আগামি পরিক্ষায় এখান থকে অবশ্যয় প্রশ্ন কমন পাবে।
Class 9 Physical science Chapter 4 Question - answer
অধ্যায় – দ্রবন ( solution )
Table of Contents
বিভাগ – ক
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ( MCQ) – মান 1
1. প্রকৃত দ্রবণ (A), কোলযয়েড দ্রবণ (B) ও প্রলম্বনের (C) কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো –
(A) A > B > C
(B) B > A > C
(C) C > B > A
(D) A > B > C
উত্তর – (C) C > B > A
[ কারণ– প্রকৃত দ্রবণ (10-8 cm), কোলযয়েড দ্রবণ (10-7 থেকে 10-5 cm) ও প্রলম্বনের (10-4 cm) কণাগুলির আকার]
2. চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা বৃদ্ধি পায় –
(A) KNO3
(B) Ca(OH)2
(C) NaCl
(D) CO2
উত্তর – (D) CO2
3. উষ্ণতার ওপর দ্রবণের কোন শক্তি মাত্রা নির্ভর করে না?
(A) ওজনমাত্রিক শতাংশ
(B) আয়তন মাত্রিক শতাংশ
(C) g L-1 শক্তিমাত্রা
(D) mol L-1 শক্তিমাত্রা
উত্তর – (D) mol L-1 শক্তিমাত্রা।
[ উষ্ণতার পরিবর্তনে দ্রাবের মোল সংখ্যা একই থাকলেও দ্রবণের আয়তন পরিবর্তিত হয় ।তাই উষ্ণতার পরিবর্তনের দ্রবণের মোলারিটি পরিবর্তিত হয়]
4. ইমালশনের উদাহরণ হল –
(A) মেঘ
(B) ধোয়া
(C) দুধ
(D) ক্রিম
উত্তর – (C) দুধ।
বিভাগ – খ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ( MCQ) – মান 1
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
1. সম্পৃক্ত দ্রবনকে কি কি উপায়ে অসম্পৃক্ত করা যায়?
উত্তর –
সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় দ্রবনটি অসম্পৃক্ত হয়ে যায়।
স্থির উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলেও দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়।
2. একটি দ্রবণ সম্পৃক্ত কিনা কিভাবে বুঝবে?
উত্তর – যদি দ্রবণের উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই দ্রবণের মধ্যে আরও কিছুটা দ্রাব যোগ করে ভালোভাবে নাড়ানো হলো - যদি সংযুক্ত দ্রাবের সম্পূর্ণ অংশ ও দ্রবীভূত অবস্থায় পাত্রের তলায় থিতিয়ে পড়ে ও দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে তবে ওই প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় সম্পৃক্ত।
3. তরলে কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব লেখ।
উত্তর – সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা হ্রাস পায়।
4. একটি প্রলম্বনের উদাহরণ লেখ।
উত্তর – জল ও চকের গুড়োর ঘোলা মিশ্রণ।
5. NaCl এর দ্রাব্যতা লেখ –এর বৈশিষ্ট্য লেখ।
উত্তর – NaCl এর দ্রাব্যতা লেখ x অক্ষের প্রায় সমান্তরাল।
স্তম্ভ মেলাও
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
1) NaCl দ্রবণ | A) অস্বচ্ছ |
2) কোলয়েড দ্রবণ | B) কণার ব্যাস 10-3 cm |
3) প্রলম্বন | C) কণার ব্যাস 10-9 cm |
4) স্টার্চের দ্রবণ | D) কণার ব্যাস 10-6 cm |
উত্তর –
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
1) NaCl দ্রবণ | C) কণার ব্যাস 10-9 cm |
2) কোলয়েড দ্রবণ | D) কণার ব্যাস 10-6 cm |
3) প্রলম্বন | B) কণার ব্যাস 10-3 cm |
4) স্টার্চের দ্রবণ | A) অস্বচ্ছ |
শূন্যস্থান পূরণ করো।
1. কোলয়ডীয় দ্রবন হল একপ্রকার ___ মিশ্রণ।
উত্তর – অস্বচ্ছ ও অসমসত্ব ।
2. কোলযয়েড দ্রবণ ___ গতি দেখায়।
উত্তর – ব্রাউনীয়।
3. রং ___ জাতীয় কোলয়েডের উদাহরণ।
উত্তর – সল ।
4. ___ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়।
উত্তর – বীজ কেলাস ।
5. দ্রাব্যতার সংজ্ঞায় ___ –এর উল্লেখ করা আবশ্যক।
উত্তর – উষ্ণতা।
6. ক্লোরোফর্ম হলো একটি ___ দ্রাবক।
উত্তর – অ–জলীয়।
সত্য / মিথ্যা নিরূপণ করো।
1. জলে গ্লবার সল্ট এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়।
উত্তর – মিথ্যা ।
কারণ – গ্লবার সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে 32.4° C উষ্ণতা পর্যন্ত বাড়ে কিন্তু ওর বেশি উষ্ণতায় দ্রাব্যতা হ্রাস পায়।
2. জলে CO2 গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়।
উত্তর – সত্য।
3 .প্রলম্বনের কণা থিতিয়ে পড়ে।
উত্তর – সত্য ।
4. ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অ–জলীয় দ্রাবক।
উত্তর – মিথ্যা।
বিভাগ – গ
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন : মান – 1
1. দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে । এদের কিভাবে সনাক্ত করবে?
উত্তর – উষ্ণতা অপরিবর্তিত রেখে প্রদত্ত দ্রবণের নমুনায় আরো কিছুটা দ্রাবযোগ করে ভালোভাবে নাড়ানো হলে –
- যদি দ্রাবের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ দ্রবীভূত হয়ে যায় ও দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায় তবে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় অসম্পৃক্ত।
- যদি সংযুক্ত দ্রাবের সম্পূর্ণ অংশ ও দ্রবীভূত অবস্থায় পাত্রের তলায় থিতিয়ে পড়ে ও দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে তবে প্রদত্ত দ্রবণটি ওই উষ্ণতায় সম্পৃক্ত।
2. জলের মধ্যে DNA কিভাবে দ্রবীভূত হয়?
উত্তর – জলে DNA এর অনুকুলি জলের অন্তরাণবিক ক্ষুদ্র স্থানে প্রবেশ করতে পারেনা। তাই এদের অনু বহু সংখ্যক জলের অণুকে অপসারিত করে জ্বলিও মাধ্যমে প্রবেশ করে ও কোলয়ডীয় দ্রবণ তৈরি করে।
3. কিভাবে কোলয়ডীয় সালফার প্রস্তুত করবে?
উত্তর – একটি বিকারে সামান্য সোডিয়াম থায়োসালফেট কেলাস নিয়ে ওর মধ্যে যথেষ্ট পরিমাণ জল যুক্ত করা হলো। এবার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে লঘু দ্রবণ প্রস্তুত করা হলো। এরপর ওই দ্রবণে কয়েক ফোটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে সোডিয়াম থায়ো সালফেট বিয়োজিত হয়ে যে সালফার উৎপন্ন করে তা কোলয়েড কণার আকারে বিস্তৃত অবস্থায় থাকে। এইভাবে সোডিয়াম থায়োসালফেট থেকে কোলয়ডীয় সালফার প্রস্তুত করা হয়।
4. কোলয়ডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ কর।
উত্তর –
- কোলয়ডীয় দ্রবণের কণাগুলি প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা আকারে বড় কিন্তু প্রলম্বনের কণা অপেক্ষা ছোটো।
- কোলয়ডীয় দ্রবণের কণাগুলির ব্রাউনীয় গতি দেখা যায়।
আরও বৈশিষ্ট্য –
- কোলয়ডের সূক্ষ্ম কনাগুলিকে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়।
- এই কণা গুলি ফিল্টার পেপারের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপার এর মধ্য দিয়ে যেতে পারে না।
বিভাগ – ঘ
দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন : মান – 3
1. বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা সহ প্রতিটির উদাহরণ দাও : (i) জেল (ii) ফোম (iii) সল
উত্তর –
কোলয়ডের নাম | বিস্তৃতদশা | বিস্তার মাধ্যম | উদাহরণ |
---|---|---|---|
জেল | তরল | কঠিন | জেলি, দই |
ফোম | গ্যাস | তরল | সাবানের ফেনা। |
সল | কঠিন | তরল | রং |
2. হাইপো–এর অতিপৃক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়?
উত্তর – একটি টেস্ট টিউবে সামান্য হাইপো অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট কেলাস নিয়ে টেস্টটিউবকে ওয়াটার বাথে বসিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো। কিছুক্ষণের মধ্যে হাইপো–তে উপস্থিত কেলাস জলের মধ্যে সোডিয়াম থায়োসালফেট দ্রবীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করবে।
3. দ্রবণের শক্তি মাত্রাকে আয়তন ভিত্তিক শতাংশ (%W/V) হিসেবে কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর – প্রতি 100 mL আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই ভর প্রকাশক সংখ্যায় ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ বা শতকরা মাত্রা।
ভর আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা (%W/V)
= { দ্রাবের ভর (g এককে) ÷ দ্রবণের আয়তন (mL এককে)} × 100
4. তিনটি অ–জলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর – তিনটি অ–জলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব –
ইথাইল অ্যালকোহল – স্মৃতিশক্তির হ্রাস ও লিভারের ক্রিয়াশীলতার ব্যাঘাত ঘটায় এবং ক্যান্সার সৃষ্টি করে।
ক্লোরোফর্ম – কিডনি ও লিভারের ক্ষতি করে। এছাড়াও ক্যান্সার সৃষ্টি করে।
অ্যাসিটন – ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা বৃদ্ধি করে।
বিভাগ – ঙ
গাণিতিক প্রশ্ন : মান – 2 / 3
1. 60°C উষ্ণতায় 90g KNO3 , 100g জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা কত?
উত্তর– ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা 90 ।
2. 10L NaOH দ্রবণে দ্রবীভূত 60g NaOH দ্রবীভূত আছে দ্রবণটির gL -1 এককে গাঢ়ত্ব নির্ণয় কর।
উত্তর –
দ্রবণটির শক্তিমাত্রা = NaOH এর ভর ÷ দ্রবণের আয়তন
= 40÷5 gL -1
= 8 gL -1
3. 6.25g সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন সঠিকভাবে 125 cm3 করা হলো ওই দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় কর।
উত্তর – 125 cm3 = 125 mL
দ্রবনটির শতকরা মাত্রা = ( সোডিয়াম ক্লোরাইডের ভর × 100 ) ÷ দ্রবণের আয়তন
= 6.25 × 100 ÷ 125 %
দ্রবণটির শক্তিমাত্রা = 5 %
4. 1L আয়তনের একটি দ্রবণে 90g গ্লুকোজ দ্রবীভূত আছে । mol.L -1 এককে দ্রবনটির শক্তি মাত্রা কত?
উত্তর – 90g গ্লুকোজের মোল সংখ্যা
= 90 ÷ 180 mol
= 0.5 mol
দ্রবণটির মোলারিটি
= 0.5 ÷ 1 mol L -1
= 0.5 mol L -1
5. সোডিয়াম হাইড্রোক্সাইডের 10L জলীয় দ্রবণে 80g NaOH দ্রবীভূত আছে ।দ্রবণটির gL-1 এককে গাঢ়ত্ব নির্ণয় কর।
উত্তর –
দ্রবনটির গাঢ়ত্ব = 80 ÷ 10 gL -1 = 8 gL -1
তথ্যসূত্র – ভৌত বিজ্ঞান ও পরিবেশ ( ছায়া প্রকাশনী )
এই অধ্যায়ের আরো অনেক অতিরিক্ত প্রশ্নাবলী অতি শীঘ্রই আমরা নিচের অংশে যুক্ত করব। এই সম্পূর্ণ পোস্ট আমরা একটি ছাত্রের অনুরোধে প্রকাশ করলাম তোমরাও চাইলে আমাদের অনুরোধ পাঠাতে পারো। অধিক ছাত্র একই অনুরোধ করলে আমরা সেই পোষ্ট আগে প্রকাশ করব।