দশম শ্রেণী ভৌত বিজ্ঞান MCQ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (National Achievement survey 2021) | Class 10 MCQ model activity task physical science এর আজকের পর্বে আমরা রেখেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া দশম শ্রেণির MCQ ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর । তোমরা চাইলে প্রথমে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে তা দেখতে পারবে। নিচে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাতে তোমরা করে মুখস্ত করতে পারো তার জন্য গুছিয়ে লেখা রয়েছে।
মডেল অ্যাক্টিভিটি Class 10 MCQ
💠 দশম শ্রেণী ভৌত বিজ্ঞান MCQ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন মডেল অ্যাক্টিভিটি টাস্ক💠
তাহলে চলো শুরু করা যাক : Class 10 MCQ model activity task physical science
প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান MCQ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
1. কোন গ্যাসটি গ্রীনহাউজ গ্যাস?
A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. নাইট্রাস অক্সাইড
D. হাইড্রোজেন
C. নাইট্রাস অক্সাইড
2. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো-
A. 3 g/mol
B. 6 g/mol
C. 32 g/mol
D. 48 g/mol
D. 48 g/mol
3. কোন উত্তর লেন্সের ফোকাস এর মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-
A. সদ ও অবশীর্ষ
B. অসদ ও অবশীর্ষ
C. সদ ও সমশীর্ষ
D. অসদ ও সমশীর্ষ
A. সদ ও অবশীর্ষ
4. কোন গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f cm হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে -
A. f cm
B. 2f cm
C. f/2 cm
D. f/4 cm
B. 2f cm
গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়।
5. বায়ু থেকে আলো কাছে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ, বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হল-
A. লাল
B. নীল
C. হলুদ
D. বেগুনি
D. বেগুনি
6. A, B, C তিনটি জলীয় দ্রবণের pH যথাক্রমে 3, 9, 6 । এই তিনটি দ্রবণের ক্রমবর্ধমান আম্লিক কথা অনুসারে সাজালে যা হবে তা হল
A. A ‹ B ‹ C
B. B ‹ C ‹ A
C. C ‹ B ‹ A
D. A ‹ C ‹ B
C. C ‹ B ‹ A
7. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো-
A. Wm-1K
B. W.m.K-1
C. Wm-1K-1
D. WmK
C. Wm-1K-1
8. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের -
A. তিনগুণ হবে
B. নয়গুণ হবে
C. ছয়গুণ হবে
D. 12 গুণ হবে
B. নয়গুণ হবে
9. 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-
A. 16 ওহম
B. 8 ওহম
C. 3 ওহম
D. 2 ওহম
C. 3 ওহম
10. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে -
A. ইলেকট্রন
B. শুধু ক্যাটায়ন
C. শুধু অ্যানায়ন
D. ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই
D. ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই
11. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটিরই বাইরের কক্ষে আটটি ইলেট্রল নেই?
A. NaCl
B. NaH
C. LiH
D. LiCl
C. LiH
12. গ্যাস ধ্রুবকের SI একক হল -
A. J mol K
B. J. mol-1 K
C. J. mol. K-1
D. J mol-1K-1
D. J mol-1K-1
13. উষ্ণতা বাড়লে কোন অর্ধপরিবাহীর রোধাঙ্ক -
A. বেড়ে যায়
B. কমে যায়
C. অপরিবর্তিত থাকে
D. প্রথমে বাড়ে তারপরে কমে যায়
B. কমে যায়
14. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে -
A. তর্জনী প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
B. মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
C. মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
D. বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
B. মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
15. নিচের যে বিবৃতিটি ঠিক নয় তাহলো-
A. কোন পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক
B. কোন পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক
C. কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
D. দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
C. কোন পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
16. 24g কার্বনের পুরনো দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে -
A. 2.24 L
B. 22.4 L
C. 33.6 L
D. 44.8 L
D. 44.8 L
17. CH3CH(OH)CH3 যৌগ টির IUPAC নাম হল -
A. Propan-1-ol
B. Propan-2-ol
C. Propanone
D. Propanoic acid
B. Propan-2-ol
18. যে যৌগটি ব্রমিন-কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো-
A. C2H6
B. C2H4
C. C2H2
D. C3H6
A. C2H6