সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া
পাঠ্যবই পৃষ্ঠা নং 85
প্রশ্নঃ নিচের মৌল গুলির চিহ্ন লেখ।
উত্তরঃ
মৌলের নাম | চিহ্ন |
---|---|
অ্যালুমিনিয়াম | Al |
নিকেল | Ni |
আর্সেনিক | As |
সিলিকন | Si |
জিংক | Zn |
বোরন | B |
টিন | Sn |
পারদ | Hg |
সিসা | Pb |
কুরিয়াম | Cm |
আইনস্টাইনিয়াম | Es |
আমেরিসিয়াম | Am |
পোলোনিয়াম | Po |
ইউরেনিয়াম | U |
নেপচুনিয়াম | Np |
প্লুটোনিয়াম | Pu |
প্রশ্নঃ একটি হাইড্রোজেন পরমাণুর গঠন কেমন তা একে দেখাও।
উত্তরঃ
প্রশ্নঃ একটি হিলিয়াম পরমাণুর গঠন কেমন তা একে দেখাও।
উত্তরঃ
প্রশ্নঃ একটি লিথিয়াম পরমাণুর গঠন কেমন তা একে দেখাও।
উত্তরঃ
প্রশ্নঃ পরমাণু প্রধানত কোন কোন কণা দ্বারা গঠিত?
উত্তরঃ পরমাণু মূলত তিন ধরনের কনা যথা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত।
প্রশ্নঃ প্রোটনের আধান কিরূপ?
উত্তরঃ প্রোটনের আধান ধনাত্মক বা পজিটিভ।
প্রশ্নঃ ইলেকট্রনের আধান কিরূপ?
উত্তরঃ ইলেকট্রনের আধান ঋণাত্বক বা নেগেটিভ।
প্রশ্নঃ পরমাণুর মধ্যে অবস্থিত নিস্তড়িত কণার নাম কি?
উত্তরঃ নিউট্রন।
প্রশ্নঃ পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি?
উত্তরঃ নিউট্রন ।
প্রশ্নঃ পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কী বোঝো?
উত্তরঃ প্রোটন ও নিউট্রন গুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট জায়গায় জোট বেঁধে থাকে। ওই জায়গাটা হল পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস।
প্রশ্নঃ পরমাণুর ইলেকট্রন গুলো কাকে কেন্দ্র করে ঘোরে?
উত্তরঃ ইলেকট্রন গুলো পরমাণুর নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঘোরে।
প্রশ্নঃ পরমাণু নিস্তড়িত হয় কেন?
উত্তরঃ পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়।
প্রশ্নঃ পারমাণবিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।
প্রশ্নঃ একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের কত গুন?
উত্তরঃ 2000 গুণ
প্রশ্নঃ পরমাণুর ভর সংখ্যা কাকে বলে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যা কে ওই পরমাণুর ভর সংখ্যা বলে।
প্রশ্নঃ একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা 12 এবং পারমাণবিক সংখ্যা 6। চিত্রের মাধ্যমে একে দেখাও।
উত্তরঃ
প্রশ্নঃ আয়ন কাকে বলে?
উত্তরঃ কোন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে কিংবা বর্জন করলে পরমাণুর তড়িৎ আহিত হয়ে পড়ে। এই তড়িতাহিত পরমাণুকেই আয়ন বলে।
প্রশ্নঃ আয়ন কয় প্রকার ও কি কি?
উত্তরঃ আয়ন দুই প্রকার যথা ক্যাটায়ন ও অ্যানায়ন।
প্রশ্নঃ ক্যাটায়ন কাকে বলে?
উত্তরঃ পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু টি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় । একে ক্যাটায়ন বলে।
প্রশ্নঃ অ্যানায়ন কাকে বলে?
উত্তরঃ পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু টি - তড়িৎগ্রস্ত হয় একে অ্যানায়ন বলে।
প্রশ্নঃ ক্লোরিন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে কি উৎপন্ন হয়?
উত্তরঃ ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়।
প্রশ্নঃ নিচের পরমাণু গুলির ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে যে আয়ন উৎপন্ন হয় তার চিহ্ন ও নাম লেখ
উত্তরঃ
মৌল ও চিহ্ন | ইলেকট্রন গ্রহণ / বর্জন | চিহ্ন ও নাম |
---|---|---|
পটাশিয়াম (K) | 1 টি ইলেকট্রন ত্যাগ | K+ (পটাশিয়াম) |
ম্যাগনেসিয়াম (Mg) | 2 টি ইলেকট্রন ত্যাগ | Mg2+ (ম্যাগনেসিয়াম) |
জিংক (Zn) | 2 টি ইলেকট্রন ত্যাগ | Zn2+ (জিংক) |
লেড ( Pb) | 2 টি ইলেকট্রন ত্যাগ | Pb2+ (লেড) |
অ্যালুমিনিয়াম (Al) | 3 টি ইলেকট্রন ত্যাগ | Al3+ (অ্যালুমিনিয়াম) |
ফ্লুওরিন (F) | 1 ইলেকট্রন গ্রহণ | F- (ফ্লুওরাইড) |
অক্সিজেন (O) | 2 ইলেকট্রন গ্রহণ | O2- (অক্সাইড) |
সালফার (S) | 2 টি ইলেকট্রন গ্রহণ | S2- (সালফাইড) |
ব্রোমিন (Br) | 1 টি ইলেকট্রন গ্রহণ | Br- (ব্রোমাইড) |
প্রশ্নঃ মূলক কাকে বলে?
উত্তরঃ যখন একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোট বদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন তাকে সাধারণভাবে মূলক বলে ।
প্রশ্নঃ যোজন ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ মৌলের পরস্পর যুক্ত হবার ক্ষমতা কেউই মৌল দের যোজন ক্ষমতা বলা হয়।
প্রশ্নঃ হাইড্রোজেন এর যোজ্যতা কত?
উত্তরঃ হাইড্রোজেন এর যোজ্যতা 1 ।
প্রশ্নঃ অক্সিজেনের যোজ্যতা কত?
উত্তরঃ অক্সিজেনের যোজ্যতা 2 ।
প্রশ্নঃ ক্লোরিনের যোজ্যতা কত?
উত্তরঃ ক্লোরিনের যোজ্যতা 1।
প্রশ্নঃ পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে?
উত্তরঃ কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণু ওর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। এইরকম যোজ্যতা কে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে।
প্রশ্নঃ ফেরাস আয়নের যোজ্যতা কত?
উত্তরঃ ফেরাস আয়নের যোজ্যতা 2।
প্রশ্নঃ ফেরিক আয়নের যোজ্যতা কত?
উত্তরঃ ফেরিক আয়নের যোজ্যতা 3।
প্রশ্নঃ A ও B দুটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। A মৌলের যোজ্যতা m এবং B মৌলের যোজ্যতা n হলে , উৎপন্ন যৌগের সংকেত কি হবে?
উত্তরঃ AnBm
প্রশ্নঃ অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত কি?
উত্তরঃ অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত Al2O3
প্রশ্নঃ অ্যামোনিয়াম সালফেট এর সংকেত কি?
উত্তরঃ (NH4)2SO4
প্রশ্নঃ মিথেন এর সংকেত কি?
উত্তরঃ CH4
প্রশ্নঃ হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি?
উত্তরঃ H2S
প্রশ্নঃ কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত লেখ।
উত্তরঃ CCl4
প্রশ্নঃ ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকেত লেখ।
উত্তরঃ PCl5
প্রশ্নঃ অ্যামোনিয়ার সংকেত লেখ।
উত্তরঃ NH4
প্রশ্নঃ সালফার টেট্রা ফ্লুওরাইড এর সংকেত লেখ।
উত্তরঃ SF4
প্রশ্নঃ নিচের যৌগ গুলির সংকেত লেখ।
উত্তরঃ
যৌগের নাম | যৌগের সংকেত |
---|---|
সোডিয়াম ক্লোরাইড | NaF |
পটাশিয়াম ব্রোমাইড | KBr |
অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড | AlOH3 |
সোডিয়াম বাই কার্বনেট | NaHCO3 |
ক্যালসিয়াম বাই কার্বনেট | CaCO3 |
জিংক নাইট্রেট | Zn3(NO)2 |
সোডিয়াম ফসফেট | Na3PO4 |
লেড ক্লোরাইড | PbCl2 |
প্রশ্নঃ অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত কি?
উত্তরঃ Al2O3
প্রশ্নঃ জিংক অক্সাইড এর সংকেত লেখ।
উত্তরঃ ZnO
প্রশ্নঃ ফেরিক অক্সাইড এর সংকেত লেখ।
উত্তরঃ Fe2O3
প্রশ্নঃ পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উত্তরঃ কলিচুন উৎপন্ন হয়।
প্রশ্নঃ পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় কি ঘটে তা সমীকরণসহ লেখ।
উত্তরঃ পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং কলিচুন উৎপন্ন হয়।
বিক্রিয়ার সমীকরণ : CaO + H2O → Ca(OH)2
প্রশ্নঃ চুনাপাথরে তাপ দিলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ চুনাপাথরে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
প্রশ্নঃ নিচের বিক্রিয়া গুলির সমতা বিধান করো।
HgO → Hg + O2
উত্তরঃ 2HgO = 2Hg + O2
প্রশ্নঃ N2 + H2→ NH3
উত্তরঃ N2 + 3H2→ 2NH3
(i) 2C + O2 = 2CO
(ii) Fe2O3 + 3C = 2Fe + 3CO
(iii) Na2CO3 + 2HCl = 2NaCl + CO2 + O2
(iv) 2Pb(NO3)2 = 2PbO + 4NO2 + O2
(v) 2AgNO3 + H2S = Ag2S + 2HNO3
(vi) P4 + 6 I2 = 4PI3
(vii) CH4 + 2O2 = CO2 + 2H2O
(viii) 2KClO3 = 2KCl + 3O2
(ix) 2KI + Cl2 = 2KCl + I2
(x) 2NaOH + H2SO4 = Na2SO4 + 2H2O
প্রশ্নঃ রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কি কি?
উত্তরঃ রাসায়নিক বিক্রিয়া চার প্রকার । যথা :
- প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া।
- বিয়োজন বিক্রিয়া ।
- প্রতিস্থাপন বিক্রিয়া ।
- বিনিময় বিক্রিয়া।