তুমি কি অষ্টম শ্রেণীতে পড়ো? তুমি কি পরিবেশ বিজ্ঞানের তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর খুজছো? তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছ।
আজকের এই পর্বে আমি অষ্টম শ্রেণীর তাপ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেখেছি যেগুলি পড়লেই পরীক্ষায় পুরোপুরি কমন পাবে।
অষ্টম শ্রেণীর পরিবেশ অধ্যায় - তাপ ( Heat)
তাপের পরিমাপ ও একক
1. কোন বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: কোন বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা: (i) বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ (ii) বস্তুর ভর ও (iii) বস্তুর উপাদান
2. সিজিএস পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালরি।
3. এক ক্যালরি এর সংজ্ঞা দাও।
উত্তর: এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালরি তাপ বলা হয়।
4. 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 60 গ্রাম জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস করতে কতটা তাপের প্রয়োজন?
উত্তর: আমরা জানি, Q = m × s × t
[যেখানে, Q = গৃহীত তাপ, m = বস্তুর ভর , s = জলের আপেক্ষিক তাপ , t = উষ্ণতা বৃদ্ধির পরিমাণ]
অর্থাৎ, Q = 60 × 1 × (50 - 25) = 60 × 25 = 1500
উত্তর: ১৫০০ ক্যালোরি তাপ লাগবে।
5. আপেক্ষিক তাপ কাকে বলে? এর একক কি?
উত্তর: একক ভরের পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে।
সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল ক্যালোরি / গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল / কেজি কেলভিন।
অবস্থার পরিবর্তন ও লীনতাপের ধারণা
6. বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক কত?
উত্তর: বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
7. নির্দিষ্ট গলনাংক বা হিমাঙ্ক থাকে না এমন পদার্থের উদাহরণ দাও।
উত্তর: কাচ, মাখন, চর্বি, মোম ও পিচ ইত্যাদি পদার্থের নির্দিষ্ট কোন গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না।
8. ঢালাই লোহার গলনাঙ্ক কত?
উত্তর: ঢালাই লোহার গলনাঙ্ক প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস।
গলনে ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন
9. কঠিন থেকে তরলে পরিণত করলে মোমের ঘনত্ব বাড়ে না কমে?
উত্তর: কঠিন থেকে তরলে পরিণত করলে মোমের ঘনত্ব কমে যায়।
10. জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে?
উত্তর: জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়।
11. বরফ থেকে জলে পরিণত হলে ঘনত্ব বাড়ে না কমে?
উত্তর: বড় থেকে জলে পরিণত হলে ঘনত্ব বেড়ে যায়।
12. জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার সুবিধা ও অসুবিধা লেখো।
অসুবিধা: শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। শীতের দেশে বাড়ির জল সরবরাহে পাইপ গুলিও কখনো কখনো ফেটে যায়।
শীত প্রধান দেশে পাথরের মাঝখানে থাকার জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এবং অনেক সময় পাথর ফেটে ধস নামে।
সুবিধা: বরফের ঘরে তো জলের তুলনায় কম। এই কারণে বরফ জলের উপরে ভেসে থাকে। বরফের তলায় জল থাকায় সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকতে পারে।
13. তরল থেকে কোচিং এ পরিণত হলে আয়তনে বেড়ে যায় বা ঘনত্বে কমে যায় এমন পদার্থের উদাহরণ দাও।
উত্তর: জল, ঢালাই লোহা, পিতল ইত্যাদি।
14. বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের কি পরিবর্তন হয়?
উত্তর: বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়।
15. গলনাঙ্ক এর উপর চাপের প্রভাব কিরূপ তা লেখ।
উত্তর: যেসব পদার্থের গলনের পর আয়তন কমে যায় সেই সব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। যেমন বরফ, ঢালাই লোহা, পিতল ইত্যাদি।
যেসব পদার্থের গলনের পর আয়তন বেড়ে যায় সেই সব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। যেমন সিসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
16. এক বায়ুমন্ডলীয় চাপ (1 atmosphere pressure) বাড়ালে মোমের গলনাঙ্কের কি পরিবর্তন হয়?
উত্তর: মোমের গলনাঙ্ক প্রায় 0.04°C বেড়ে যায়।
17. শূন্যস্থান পূরণ কর: ফিউজ তারের গলনাঙ্ক খুব _____ হয়।
উত্তর: কম।
18. কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়?
উত্তর: শিশা ও টিম মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়।
19. ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় কেন?
অথবা, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন?
উত্তর: ফিউজ তার সিসা ও টির মিশিয়ে তৈরি করা হয়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। গলনাঙ্ক কম হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়।
20. হিমমিশ্রণ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট ভরের অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকেই হিম মিশ্রণ বলা হয়।
21. হিম মিশ্রণের ব্যবহার লেখো।
উত্তর: হিম মিশ্রণ মাছ - মাংস সংরক্ষণ, ওষুধ ঠান্ডা রাখা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
22. মাছ মাংস সংরক্ষণে কোন মিশ্রণ ব্যবহার করা হয়?
উত্তর: মাছ মাংস সংরক্ষণে হিম মিশ্রণ ব্যবহার করা হয়।
23. লীন তাপ কাকে বলে?
উত্তর: যে তাপ একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার কোন পরিবর্তন ঘটায় না তাকে লীন তাপ বলে।
24. বরফ গলনের লীন তাপ কত?
উত্তর: 80 ক্যালোরি / গ্রাম।
25. বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি / গ্রাম বলতে কী বোঝো?
উত্তর: এর অর্থ হলো প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে 0°C উষ্ণতায় এক গ্রাম বরফকে 0°C উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতেন 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে।
26. বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন?
উত্তর: 0°C উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0°C এর কম। বরফের টুকরোর মধ্যে গর্ত করে যে জল রাখা হলো, তার উষ্ণতা প্রথমে ঘরের উষ্ণতার সমান ছিল অর্থাৎ 0°C এর বেশি। তাই জল তাপ বর্জন ও বরফ তাপ গ্রহণ করার পরেও দুজনের উষ্ণতা সমান হবে অর্থাৎ 0°C। তখন জল আর লীন তাপ বর্জন করতে পারবে না তাই কঠিন বরফে পরিণতও হবে না।
বাষ্পীভবন
27. বাষ্পায়ন কাকে বলে?
উত্তর: যে কোন উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে।
28. বর্ষাকালের তুলনায় শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকাই কেন?
উত্তর: বর্ষাকালের তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।তাই শীতকালে ভিজে জামা কাপড় থেকে তাড়াতাড়ি জল বাষ্পভূত হয়ে যায় ফলে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকাই।
29. বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে -
- তরলের উপরিতলের ক্ষেত্রফল।
- তরলের উষ্ণতা।
- তরলের ওপর বায়ু চলাচলের হার।
- তরলের প্রকৃতি।
30. গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়া সামনে দাঁড়ালে আরাম লাগে কেন?
উত্তর: ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘামের জলীয় অংশ দেহ থেকে লীন তাপ গ্রহণ করে এবং বাষ্পীভূত হয়ে দেহের উষ্ণতা হ্রাস পায়। দেহে শীতলতা অনুভূতি হয়। তাই আরাম লাগে।
31. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন?
উত্তর: হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই স্পিরিট বা ইথার হাতের ত্বক থেকে লীন তাপ সংগ্রহ করে এবং দ্রুত বাষ্পীভূত হয়। লীন তাপ সংগ্রহের ফলে হাতের তাপমাত্রা কমে যায় এবং হাতে শীতলতা অনুভূত হয়।
32. গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাপায় কেন?
উত্তর: গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপালে কুকুরের জিভের ওপরের ভেজা জল বাষ্পীভূত হয়। জল বাষ্পভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ জিভ থেকে সংগৃহীত হয়। এর ফলে কুকুরের জিভ তথা দেহের তাপমাত্রা কমে যায়। কুকুরের দেহ ঠান্ডা রাখার এটি একটি অন্যতম উপায়। এই কারণে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাপায়।
33. থার্মোমিটারের কুন্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন?
উত্তর: থার্মোমিটারের কণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে, কাপড়ের জল থার্মোমিটারের কুন্ড থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। এর ফলে থার্মোমিটারের তাপমাত্রা হ্রাসের ফলে থার্মোমিটারের পাঠ কমে যায়।
স্ফুটন
34. স্ফুটন কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়।
35. স্ফুটনাংক কাকে বলে? বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তর: যে নির্দিষ্ট উষ্ণতায় কোন বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়।
বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100°C বা 212°F ।
36. তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে তা হল -
- তরলের প্রকৃতি
- তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি।
- তরলের উপরিস্থিত চাপ।
37. বিশুদ্ধ জলে নুন মেশালে দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্ক এর চেয়ে বাড়ে না কমে?
উত্তর: বাড়ে।
38. তরলের উপরিস্থিত চাপ স্ফুটনাঙ্ক এর উপর কি প্রভাব ফেলে?
উত্তর: তরলের ওপর স্থিত চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।
39. রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন?
অথবা, প্রেসার কুকার যন্ত্রে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন?
উত্তর: পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে পাত্রের মধ্যে যত জলীয় বাষ্প উৎপন্ন হবে তা জমতে থাকবে এবং ভিতরের চাপ বাড়তে থাকবে। এই চাপ পাত্রের মধ্যে থাকা জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেবে। অধিক চাপে পাত্রের মধ্যেকার জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে। ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকার যন্ত্র এই নীতি অনুযায়ী 100°C উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয় । ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
40. জলীয় বাষ্পের লীনতাপ কত?
অথবা, বাষ্পীভবনের লীন তাপ কত?
উত্তর: জলীয় বাষ্পের লীন তাপ 537 ক্যালোরি / গ্রাম।
41. স্টিমের লীনতাপ 537 ক্যালোরি / গ্রাম বলতে কী বোঝায়?
উত্তর: স্টিমের লীনতাপ 537 ক্যালোরি / গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100°C উষ্ণতায় এক গ্রাম জলকে একই উষ্ণতায় এক গ্রাম বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়।
ঘনীভবন
42. ঘনীভবন কাকে বলে?
উত্তর: বাষ্প থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। যেমন জলীয় বাষ্প থেকে জলে পরিণত হওয়া।
43. মেঘ, শিশির ও কুয়াশা সৃষ্টি হয় ____ এর ফলে।
উত্তর: ঘনীভবন।
44. শীতকালে কুয়াশা জমে কেন?
উত্তর: শীতকাল রাত্রিবেলায় যখন বাতাস স্থির থাকে তখন ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। শীতকালে ভোর বেলায় তাপমাত্রা কমতে থাকলে ওই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার উপর জল কণা রূপে জমা হয়ে ভাসতে থাকে এবং কুয়াশা জমে।
45. বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন?
উত্তর: বড় শহর বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা (স্মগ) তৈরি হয় কয়েকটি কারণে- যানবাহন ও কারখানার ধোঁয়া বায়ু দূষিত করে, যা সূর্যের আলোতে রাসায়নিক বিক্রিয়া করে ধোঁয়াশা তৈরি করে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ধোঁয়াও এ ধোঁয়াশায় যোগ হয়।
46. শীতকালে ভোর বেলায় কিংবা গভীর রাতে শিশির পড়ে কেন?
অথবা, গরমকালে শিশির জমে না কেন?
অথবা, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কেন?
উত্তর : শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতা বা টিনের চালে শিশির তৈরি করে। কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয় ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারেনা তাই শিশির জমে না। শিশির পড়ার জন্য উপযুক্ত অবস্থা তৈরি হতে বেশ কিছু সময় লাগে। তাই সন্ধ্যা বেলায় শিশির পড়েনা।
তাপের প্রবাহ : পরিবহন, পরিচলন ও বিকিরণ
47. কোন পদ্ধতিতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয়?
উত্তর: পরিবহন পদ্ধতি।
48. তাপের একটি উত্তম কুপরিবাহীর উদাহরণ দাও
উত্তর: চিনামাটি।
49. জল কি তাপের সুপরিবাহী?
উত্তর: না, জল তাপের সুপরিবাহী নয়।
50. বরফ কি তাপের কুপরিবাহী?
উত্তর: হ্যাঁ, বরফ তাপের কুপরিবাহী।
51. শীতকালে আমরা উলের পোশাক পরি কেন?
উত্তর: উল তাপের কুপরিবাহী। উলের পোশাক পড়লে আমাদের দেহের তাপমাত্রা বাইরে বেরোয় না। ফলে দেহ গরম থাকে। তাই শীতকালে উলের পোশাক পরলে আরাম বোধ হয়।
52. শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন?
উত্তর: বায়ু হলো তাপের কুপরিবাহী। পালক ফুলিয়ে যখন পাখিরা বসে থাকে তখন তাদের পালকের ফাঁকে বায়ু থাকে যা দেহের তাপমাত্রা কে বাইরে বেরতে দেয় না। তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে।
53. শীতকালে খড়ের তৈরি ঘরে আরাম বোধহয় কেন?
উত্তর: খড় ফাঁপা হওয়ার ঘরের মধ্যে বায়ু থাকে। এই বায়ু তাপের কুপরিবাহী। তাই শীতকালে বাইরের তুলনায় ঘর গরম থাকে। তাই শীতকালে খড়ের তৈরি ঘরে আরাম বোধ হয়।
54. এস্কিমোদের বরফের তৈরি ঘর কি নামে পরিচিত?
উত্তর: ইগলু।
55. কোন পদ্ধতিতে জল গরম হয়?
উত্তর: পরিচলন পদ্ধতিতে।
56. কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ পরিবাহিত হয়?
উত্তর: বিকিরণ।
57. কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় না?
উত্তর: বিকিরণ।
58. কোন পদ্ধতিতে তাপ শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে?
উত্তর: বিকিরণ।
59. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর: বিকিরণ পদ্ধতিতে।
60. থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন?
উত্তর: জেমস ভিওয়ার।
61. থার্মোফ্লাক্স এর কার্যনীতি লেখ।
উত্তর: থার্মোফ্লাস্কের কার্যনীতি সহজ ভাষায় সংক্ষেপে:
থার্মোফ্লাস্কের পাত্র এবং মুখ তাপের কুপরিবাহী উপাদান দিয়ে তৈরি, যা তাপ পরিবহণ বাধাগ্রস্ত করে। পাত্রের কাচের চারপাশে কুপরিবাহী পদার্থ থাকায় তাপ পরিবহণও বাধাপ্রাপ্ত হয়। পাত্রটির দুই দেয়ালের মাঝখান প্রায় বায়ুশূন্য থাকায় তাপ সঞ্চালন (পরিবহণ ও পরিচলন) বাধাগ্রস্ত হয়। বাইরের থেকে তাপ প্রবেশ করলে প্রথম দেওয়াল তা প্রতিফলিত করে এবং ভেতরের তাপ বাইরের দিকে যেতে পারে না কারণ দুই দেয়ালের চকচকে পৃষ্ঠ তাপকে প্রতিফলিত করে পাত্রের ভেতরেই রাখে। ফলে, ফ্লাস্কের ভেতরে শীতল বস্তু শীতল ও উষ্ণ বস্তু উষ্ণ থাকে।
[এই পোস্টটির লেখা চলছে আরও প্রশ্ন যুক্ত করা হবে শীঘ্রই ! মক টেস্ট যুক্ত করা চলছে !]
Mocktest ( মক টেস্ট )
আরও পড়: প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এর সংজ্ঞা চিত্র প্রকারভেদ