class 6 mathematics model activity task february 2022 part 2 - এর আজকের এই পর্বে আমরা এই ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২ এর সমস্ত প্রশ্নের উত্তর সথিকভাবে করেছি । আশা করি তোমাদের পছন্দ হবে ।
ষষ্ঠ শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক
গণিত ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ : 1×3
(i) 7 - অংক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হল
(a) 7
(b) 07
(c) 0707020
(d) 7070700
উত্তর : (d) 7070700
(ii) কুড়ি লক্ষ নব্বই হাজার বারো সংখ্যাটি হল
(a) 290012
(b) 2900012
(c) 209012
(d) 2090012
উত্তর: (d) 2090012
(iii) 2234200 সংখ্যাটিতে 3 - এর স্থানীয় মান হল
(a) 3
(b) 300
(c) 3000
(d) 30000
উত্তর: (d) 30000
2. স্তম্ভ মেলাও (যেকোনো তিনটি )
স্তম্ভ - ক | স্তম্ভ - খ |
---|---|
(ক) 52020830 | (ক) 84184267 |
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি | (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইস হাজার তিনশো পঁয়তাল্লিশ |
(গ) 52022345 | (গ) 84183267 |
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি | (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশ ত্রিশ |
উত্তরঃ
স্তম্ভ - ক | স্তম্ভ - খ |
---|---|
(ক) 52020830 | (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশ ত্রিশ |
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি | (গ) 84183267 |
(গ) 52022345 | (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইস হাজার তিনশো পঁয়তাল্লিশ |
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি | (ক) 84184267 |
3. (i) 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তৃত করে লেখ।
উত্তর: 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তৃত করে লিখলে হবে ,
7000000 + 7000 + 7
(ii) 7,3,2,1,9,5,6 এবং 0 দিয়ে 8 অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখ।
উত্তর: ক্ষুদ্রতম : 10235679
বৃহত্তম : 97653210
(iii) 4503210, 4503201, 4503120, 4502210 সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রমানুসারে সাজাও।
উত্তর: সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজানো পাই, 4502210, 4503120, 4503201, 4503210
(iv) 37452129 সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য লেখ।
উত্তর: 2 - এর স্থানীয় মান দুটি যথাক্রমে 2000 ও 20
অর্থাৎ 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য
= ( 2000 - 20) = 1980
4. (i) একটি দেশে 7403485 মেট্রিক টন গম উৎপন্ন হয় । কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ার জন্য 8010200 মেট্রিক টন গম এর প্রয়োজন। চাহিদা মেটানোর জন্য কত পরিমান কম কম পড়বে? মান - 3
সমাধান:
চাহিদা = 8010200 মেট্রিক টন।
উৎপাদন = 7403485 মেট্রিক টন।
গম কম পড়বে
= (8010200 - 7403485) মেট্রিক টন
= 606715 মেট্রিক টন
উত্তর: 606715 মেট্রিক টন গম কম পড়বে।
(ii) ভাগ করো : 30439872 ÷ 516
উত্তর: নির্ণেয় ভাগফল 58992 ।