Class VI Poribesh Chapter 6
স্থির বস্তু কাকে বলে?
গতিশীল বস্তু কাকে বলে?
নির্দেশ বস্তু কাকে বলে?
কোন বস্তু স্থির না গতিশীল তা কিসের উপর নির্ভর করে?
ও থেকে জল তোলা হলো - টানা / ঠেলা বল।
এমন একটি কাজের উদাহরণ দাও যেখানে টানা ও ঠেলা দুটিই দরকার।
সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য _______ প্রয়োজন।
______ কোন বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন করতে পারে।
বলের মান যত বেশি, বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা ও ততো _____।
বলের মান পরিমাপের জন্য _____ পরিমাপ করা হয়।
বল কাকে বলে? SI পদ্ধতিতে বলের একক কি? CGS পদ্ধতিতে বলের একক কি?
দুটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।
পৃথিবীর টানকে বলে ______।
অভিকর্ষ বলের আরেক নাম কি?
SI পদ্ধতিতে ওজনের একক কি?
কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?
বস্তুর স্থিতি বা গতি সব সময় আপেক্ষিক - ব্যাখ্যা কর।
স্থিতিশক্তি কাকে বলে?
গতিশক্তি কাকে বলে?
ঢিল ছুড়লে কাচ ভেঙে যায়। এক্ষেত্রে কোন শক্তি কাজে লাগানো হয়?
বাঁধ দিয়ে জল আটকে রাখলে কোন শক্তি সঞ্চিত থাকে?
কাজ করার সামর্থ্য কে কি বলে?স্থি
তি শক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে?
স্প্রিং এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে?
নিচের শক্তির পরিবর্তন গুলির একটি করে উদাহরণ দাও
- তাপ শক্তি থেকে আলোক শক্তি
- তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
- যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি
- পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি
- চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি
- স্থিতিশক্তি থেকে গতিশক্তি
- রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি
- আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি
- রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি
- তড়িৎ শক্তি থেকে যন্ত্রিক শক্তি
- তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি
- সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি
Class 6 Poribesh o bigyan Chapter 1 Mock Test | ক্লাস সিক্স পরিবেশ চ্যাপ্টার 6 মক টেস্ট
💠ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় ৬ মক টেস্ট💠
1. প্রথমে নিচের '
Start Mock Test '
বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং '
Next Question '
বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর
রেজাল্ট বোর্ড
দেখতে পাবে।