WBCS prelims পরীক্ষার ভূগোলের ৩০ টি প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব ।
1. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
A. 79.2 শতাংশ
B. 69.2 শতাংশ
C. 78.2 শতাংশ
D. 76.26 শতাংশ।
D. 76.26 শতাংশt
বি: দ্র: - 2001 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল 69.2 শতাংশ
2. পৃথিবীতে নাইট্রোজেন এর সর্বাধিক সংগ্রাহক আধার হল-
A. মৃত্তিকা
B. বাতাস
C. সমুদ্র
D. শিলা
B. বাতাস
3. দক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে?
A. ক্রিটাশিয়াস যুগে
B. জুরাসিক যুগে
C. ট্রায়োসিক যুগে
D. ক্যামব্রিয়ান যুগে
A. ক্রিটাশিয়াস যুগে
4. নিচের কোন দেশটি সুনামি দ্বারা প্রভাবিত হয় নি?
A. মালদ্বীপ
B. মরিসাস
C. মালয়েশিয়া
D. থাইল্যান্ড
B. মরিসাস
5. ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
A. অরুণাচল প্রদেশ
B. মনিপুর
C. নাগাল্যান্ড
D. ত্রিপুরা
B. মনিপুর
6. পৃথিবীতে পরিবেশ দিবস পালিত হয় কবে?
A. 8 ই মে
B. 15 ই জুন
C. 1 লা জুলাই
D. 31 শে ডিসেম্বর
B. 15 ই জুন
7. কোন অরন্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে আছে?
A. ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
B. ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী
C. ক্রান্তীয় আদ্র চিরহরিৎ
D. উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ
A. ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
8. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হল
A. সান্দাকাফু
B. দার্জিলিং
C. গোর্গাবুরু
D. ঘুম
A. সান্দাকাফু
9. নিচের কোনটি কেন্দ্রীয় শাসিত রাজ্য নয়?
A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B. পন্ডিচেরি
C. চন্ডিগড়
D. ত্রিপুরা
D. ত্রিপুরা
10. বলটারো হিমবাহ কোথায় অবস্থিত?
A. কারাকোরাম
B. কৈলাস
C. পিরপাঞ্জাল
D. লাদাখ পর্বতে
A. কারাকোরাম
11. আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হল-
A. হাঙ্গেরি
B. ভিয়েতনাম
C. ডেনমার্ক
D. সুইজারল্যান্ড
A. হাঙ্গেরি
12. 200 সেমির বেশি বার্ষিক বৃষ্টিপাত ভারতের মোট আয়তনের কত শতাংশ স্থানে লক্ষ্য করা যায়?
A. 11 শতাংশ
B. 21 শতাংশ
C. 37 শতাংশ
D. 15 শতাংশ
A. 11 শতাংশ
13. তপশিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক দেখা যায়-
A. নাগাল্যান্ড
B. মেঘালয়
C. মনিপুর
D. মিজোরাম
A. নাগাল্যান্ড
14. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হল-
A. 1 ঘন্টা 57 মিনিট
B. 2 ঘন্টা
C. 1 ঘন্টা 30 মিনিট
D. 1 ঘন্টা 15 মিনিট
A. 1 ঘন্টা 57 মিনিট
15. পশ্চিমবঙ্গ অবস্থিত
A. 85°50′ পূর্ব - 89°50′ পূর্ব
B. 85°30′ পূর্ব - 90° পূর্ব
C. 85° পূর্ব - 89°30′ পূর্ব
D. 85°পূর্ব - 90° পূর্ব
A. 85°50′ পূর্ব - 89°50′ পূর্ব
16. প্রায় 98 শতাংশ বেরাটের সঞ্চয় লক্ষ্য করা যায়-
A. বিহার
B. রাজস্থান
C. অন্ধ্রপ্রদেশ
D. মধ্যপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
17. কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল?
A. 1919
B. 1905
C. 1935
D. 1947
B. 1905
18. পং ড্যাম কোন নদীর উপর নির্মিত?
A. নর্মদা
B. বিপাশা
C. শোন
D. রাভি
B. বিপাশা
19. জারোয়া কোথায় বসবাস করে?
A. লাক্ষাদ্বীপ
B. আন্দামান দ্বীপপুঞ্জ
C. মাজুলী দ্বীপ
D. মালদ্বীপ
B. আন্দামান দ্বীপপুঞ্জ
20. ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন শতকে?
A. 1981- 91
B. 1961 - 71
C. 1941 - 51
D. 1921 - 31
B. 1961 - 71
21. কারেওয়াস হল হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, দেখা যায়-
A. ঝিলাম উপত্যকা
B. তিস্তা উপত্যকা
C. চেনাব উপত্যকা
D. রাভি উপত্যকা
A. ঝিলাম উপত্যকা
22. গৌতমি ও বিশিষ্ট হল কোন নদীর প্রধান শাখা?
A. গোদাবরী
B. কাবেরী
C. কৃষ্ণা
D. মহানদী
A. গোদাবরী
23. অরুণাচল প্রদেশে শিবালিক কি নামে পরিচিত?
A. ধুনধা
B. ধাং
C. মিরি
D. জাস্কর
C. মিরি
24. টাইটান হলো
A. শনির উপগ্রহ গুলির মধ্যে বৃহত্তম
B. একটি পুরনো শহর
C. ধাতবীয় উপাদান
D. একটি হ্রদ
A. শনির উপগ্রহ গুলির মধ্যে বৃহত্তম
25. ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা হলো-
A. ঝাড়খন্ড
B. বিহার
C. ওড়িশা
D. অসম
A. ঝাড়খন্ড
26. সিন্ধু , সাংপো, অরুণ ও শতদ্রু হল-
A. পূর্ববর্তী নদী
B. অনুগামী নদী
C. পরবর্তী নদী
D. অধ্যারোপ নদী
A. পূর্ববর্তী নদী
27. প্রশান্ত মহাসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র হল-
A. সানফ্রান্সিসকো
B. সান্টিয়াগো
C. কোব
D. হোনোলুলু
D. হোনোলুলু
28. পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে-
A. অরুণাচল প্রদেশ ও মায়ানমার
B. মনিপুর ও নাগাল্যান্ড
C. অসম ও মেঘালয়
D. মেঘালয় ও নাগাল্যান্ড
A. অরুণাচল প্রদেশ ও মায়ানমার
29. কোন রাজ্যে ভারতের তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক?
A. কর্ণাটক
B. ওড়িশা
C. ঝাড়খন্ড
D. মধ্যপ্রদেশ
D. মধ্যপ্রদেশ
30. আদম ব্রিজ সংযোগ রক্ষা করে-
A. ভারত ও শ্রীলঙ্কা
B. হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
C. ভারত ও পাকিস্তান
D. আরাবল্লী ও সাতপুরা
A. ভারত ও শ্রীলঙ্কা