তুমি কি সপ্তম শ্রেণীতে পড়ো ? তুমি কি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তর খুজছো ? তাহলে এই পোস্ট সম্পূর্ণ তোমার জন্য । এখানে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় ৮ এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য
Class 7 Poribesh o bigyan Chapter 8 Question Answer
পরিবেশের সংকট ও দৈহিক স্বাস্থ্য
1. জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি?
উত্তর - জ্বর মাপার জন্য আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করি ।
2. ফ্লুওরেসেন্ট বাল্ব এর মধ্যে কোন ধাতুর বাস্প থাকে?
উত্তর - পারদের বাষ্প ।
3. কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়?
উত্তর - পারদ।
4. আর্সেনিক এর প্রভাবে কি উপসর্গ দেখা যায়?
উত্তর -
- হাতের উপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ।
- চামড়ার রং কালো হয়ে যাওয়া।
- বুকে ও পিঠে কালো ছোপ।
- পায়ের নানা জায়গায় ক্ষত।
5. ফ্লুওরাইড এর প্রভাবে কি কি উপসর্গ দেখা যায়?
উত্তর -
- দাঁতের ছোপ ছোপ দাগ।
- দাঁত ও হাড় প্রায় ভেঙে যাওয়া।
- পিঠ ধনুকের মতো বেঁকে যাওয়া।
- চলার সময় হাঁটু দুটি ঠোক্কোর খাওয়া।
6. এক লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত?
উত্তর - 0.05 মিলিগ্রাম
7. ফ্লুরাইডের নিরাপদ মাত্রা কত?
উত্তর - 1.5 মিলিগ্রাম
মানুষের বিভিন্ন পেশা - সমস্যা ও রোগ
8. এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো ।
উত্তর - এক্স রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে ।
9. প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির বাসনপত্র অলংকৃত করতে কোন ধাতুর যৌগ ব্যবহার করত?
উত্তর - তামা।
10. খনির মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে?
উত্তর - কার্বন মনোক্সাইড।
11. প্রসাধনী সামগ্রী, সুতিবস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়?
উত্তর - সংশ্লেষিত জৈব রঞ্জক।
12. দেওয়ালের রং খেলনা গাড়ির ব্যাটারি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয়?
উত্তর - সিসা।
13. UNICEF ও WHO পরিকল্পিত দশটি জীবন কুশলতা কি কি?
উত্তর -
- আত্মসচেতনতা
- বিশ্লেষণধর্মী চিন্তা
- সিদ্ধান্ত নেওয়া
- সমস্যা দূর করা
- সৃজনশীল চিন্তা
- পারস্পরিক সংযোগ স্থাপন
- পারস্পারিক সম্পর্ক
- সমানুভূতি
- মানসিক চাপ নিয়ন্ত্রণ
- আবেগ নিয়ন্ত্রণ
14. WHO এর পুরো কথা কি?
উত্তর - World health organization
15. WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তর - সুইজারল্যান্ড এর জেনিভা শহরে।
16. UNICEF এর পুরো কথা কি?
উত্তর - United Nations international children's emergency fund
17. UNICEF এর গঠনের উদ্দেশ্য কি ছিল?
উত্তর - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরী কালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধার।
স্নায়ু ও মনের স্বাস্থ্য
18. দুটি মানসিক সমস্যার কারণ লেখ ।
উত্তর -
- জন্মগত ত্রুটি ।
- নেশা করা ।
- বিভিন্ন হিংসাত্মক ও অপ্রত্যাশিত ঘটনা
19. অটিজম এর লক্ষণ গুলি লেখ।
উত্তর -
- একই কাজ বারবার করা।
- আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
- সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল।
- অনেক সময় বেশি উত্তেজনাতে সাড়া দেয় না।
- অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারেনা।
- পড়াশোনায় পিছিয়ে যাওয়া।
আরও পড় : সপ্তম শ্রেণী চুম্বক [ Magnet ] মক টেস্ট । পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় ১.৩
সংক্রামক রোগ ও তার প্রতিকার
20. সর্দি কাশি কি বাহিত রোগ?
উত্তর - বায়ুবাহিত রোগ।
21. আমাশয় কি বাহিত রোগ ?
উত্তর - জলবাহিত রোগ
22. ম্যালেরিয়া কি বাহিত রোগ
উত্তর - মশা বাহিত রোগ।
23. যক্ষা রোগের প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়?
উত্তর - ব্যাবিলনের রাজা হামুরাবির সময় খোদাই করা একটি পাথর থেকে।
24. বায়ুবাহিত তিনটি রোগের নাম লেখ।
উত্তর - যক্ষা, সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা
25. অ্যালার্জেন কাকে বলে?
উত্তর - যেসব বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদেরকে অ্যালার্জেন বলে ।
26. যক্ষা রোগের জীবাণুর নাম কি?
উত্তর - মাইক্রব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস।
27. জল বাহিত দুটি রোগের নাম লেখ।
উত্তর - কলেরা ও টাইফয়েড।
28. কোন রোগে মলের রং চাল ধোয়া জলের মত হয়?
উত্তর - কলেরা।
29. কোন রোগের আরেক নাম বিসুচিকা?
উত্তর - কলেরা।
30. ORS এর পুরো কথা কি?
উত্তর - ওরাল রিহাইড্রেশন সলিউশন।
31. পোলিও রোগের জীবাণুর নাম কি?
উত্তর - প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামক ভাইরাস।
32. ম্যালেরিয়া রোগের গৌণ পোষক কে?
উত্তর - মানুষ।
33. ম্যালেরিয়া রোগের মুখ্য পোষক কে?
উত্তর - স্ত্রী অ্যানোফিলিস মশা।
24. ম্যালেরিয়া প্রথম কোথায় দেখা দিয়েছিল?
উত্তর - আফ্রিকায়।
25. কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়?
উত্তর - সিঙ্কোনা গাছের ছাল।
26. সর্বপ্রথম কে মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান?
উত্তর - ফরাসি সামরিক বাহিনীর ডাক্তার চার্লস লুই আলফাঁসো লাভেরি আলজেরিয়ায় সর্বপ্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান।
27. কে সর্বপ্রথম প্রমাণ করেন ম্যালেরিয়া মশা বাহিত রোগ?
উত্তর - ব্রিটিশ সামরিক বাহিনীর এক ডাক্তার রোনাল্ডো রস ।
28. কোন রোগ কে ব্ল্যাক ডেথ বলা হয়?
উত্তর - প্লেগ।
29. কোন রোগের আরেক নাম হোয়াইট ডেথ?
উত্তর - যক্ষা।
30. কোন প্রাণী প্লেগ রোগ ছড়ায় ?
উত্তর - মেঠো কালো ইঁদুর।
31. ভগিনী নিবেদিতা কোন রোগে আক্রান্ত রোগীদের সেবা করেন?
উত্তর - প্লেগ।
32. কলকাতায় কত সালে প্লেগ মহামারীর আকার ধারণ করে?
উত্তর - ১৮৯৯ সালে।
33. মশার কোন অংশটি চামড়া ফুটো করতে সাহায্য করে?
উত্তর - ম্যান্ডিবল।
34. কোন অংশের সাহায্যে মশা রক্ত পান করে
উত্তর - ল্যাব্রাম।
35. স্ত্রী ও পুরুষ মশার একটি পার্থক্য লেখ
উত্তর - স্ত্রী মশার প্রবোসিস সরু আর তীক্ষ্ণ হয় কিন্তু পুরুষ মশার প্রবোসিসটি হয় ।
36. অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশার পার্থক্য লেখ।
অ্যানোফিলিস | কিউলেক্স | এডিস |
---|---|---|
ডানায় কালো ছোপ থাকে। | ডানায় কোনো ছোপ থাকে না। | পেটে আর পায়ে সাদা-কালো ডোরা থাকে |
বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে। | বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমাস্তরালভাবে বসে। | বিশ্রামের সম্যা সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে। |
ওড়বার সময় ডানায় শব্দ হয়। | ওড়বার সময় ডানায় শব্দ হয় না। | ওড়বার সময় জানায় শব্দ হয় না। |
সন্ধ্যার সময় বাইরে বেরোয়। | রাত্রে বাইরে বের হয়। | দিনের বেলায় বাইরে বের হয়। |
পরিষ্কার জলে ডিম পাড়ে। | এরা নোংরা ও ময়লা জলে ডিম পাড়ে। | পরিষ্কার জলে ডিম পাড়ে |
ম্যালেরিয়া রোগ ছড়ায়। | ফাইলেরিয়া ও এনকেফেলাইটিস রোগ ছড়ায়। | ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। |
37. মশার লার্ভা খাই এমন মাছ এর নাম লেখ।
উত্তর - গাপ্পি তেচোখা গাম্বুসিয়া ইত্যাদি।
38. সাধারণ মাছি ছড়ায় এমন দুটি রোগের নাম লেখ।
উত্তর - টাইফয়েড ডায়ারিয়া
39. কালা জ্বরের বাহক কে?
উত্তর - বালি মাছি।
40. যান্ত্রিক বাহক ও জৈব বাহক এর মধ্যে পার্থক্য কি?
উত্তর - যান্ত্রিক বাহক রোগ জীবাণুকে বয়ে নিয়ে যাওয়ার কাজ করে যেমন মাছি । জৈব বাহক রোগ জীবাণুকে তার নিজের দেহে বংশবৃদ্ধি করতে দেয় যেমন মশা ।
নষ্ট হওয়া খাবার
41. একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখ । কি উপকার করে?
উত্তর - ল্যাকটো ব্যাসিলাস ।
▣ দুধ এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার ও দই তৈরিতে সাহায্য করে ।
42. মানুষের অন্তরে বসবাসকারী জীবাণু কোন ভিটামিন তৈরি করে
উত্তর - B12
43. ভিজে পাউরুটি, কমলালেবুর খোসা ও ভিজে কাঠের উপর যে অণুজী ব বাস করে তা হল
উত্তর - ছত্রাক।
44. কোন অনুজীব থেকে পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়
উত্তর - পেনিসিলিন নামক ছত্রাক।
45. মানুষের একটি অন্ত পরজীবীর নাম লেখ
উত্তর - কৃমি।
46. মানুষের একটি বহি-রজীবীর নাম লেখ
উত্তর - উকুন।
47. পাস্তুরাইজেশন কাকে বলে
উত্তর - পাস্তুরাইজেশন হলো খাবার ও বিশেষত তরল খাবার যেমন দুধ এবং দুধ থেকে তৈরি খাবার ফলের রস ইত্যাদি কে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া । এই প্রক্রিয়াকে খাদ্যবস্তুকে একটি বিশেষ তাপমাত্রায় গরম করা হয় । পাস্তুরাইজ করার জন্য দুধকে ১৫ থেকে ৪০ সেকেন্ডের জন্য ৭২ থেকে ৭৫ ডিগ্রী সেলসিয়াস বা দুই সেকেন্ডের জন্য ১৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় ।
48. ORS এর পুরো কথা কি
উত্তর - ওরাল রিহাইড্রেশন সলিউশন।
49. চাউমিনের মধ্যে কোন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো থাকে
উত্তর - আজিনোমোটো।
50. ভেজাল সরিষার তেল খেলে কোন রোগ হয়
উত্তর - ড্রপসি রোগ হয়।
51. গুঁড়ো হলুদ ও লাড্ডু তে কোন রং মেশানো হয়
উত্তর - মেটানিল ইয়োলো।
52. সবজিকে সবুজ বানাতে কোন ক্ষতিকারক রং মেশানো হয়
উত্তর - ম্যালাকাইট গ্রিন।
53. কোন ডাল নিয়মিত খেলে পক্ষাঘাত বা ল্যাফিরিজম দেখা যায়
উত্তর - খেসারির ডাল।
আরও পড় : সপ্তম শ্রেণী পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা । পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 4