ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান এর অধ্যায় ৩ : মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এর মক টেস্ট । MCQ প্রশ্ন উত্তর
এই অধ্যায়ের তোমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় : মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ - এর MCQ প্রশ্ন উত্তর পাবে।
নাইট্রোজেন : 78%
অক্সিজেন : 21%
জলীয় বাষ্প : 0.25%
কার্বন-ডাই-অক্সাইড: 0.039%
জল একটি তরল যৌগিক পদার্থ। জল তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায়। একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে।
চিনি একপ্রকার যৌগিক পদার্থ। চিনি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। তিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ অর্থাৎ চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না।
অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়। এর আরেক নাম সল অ্যামোনিয়াক।
তুঁতে বা কপার সালফেট জলে দ্রবীভূত হয়। এর সংকেত CuSO4
পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে -
পরিস্রাবণ: কাদাগোলা জল
কেলাসন: তুতের জলীয় দ্রবণ থেকে তুঁতের কেলাস তৈরি
১. একটি পাত্রে নুন জল নিয়ে ফোটাতে হবে।
২. সময়ের সঙ্গে সঙ্গে জল বাষ্পভূত হয়ে পাত্র থেকে নির্গত হতে থাকে এবং নুন জলের দ্রবণ ক্রমশ গাঢ় হতে থাকে ।
৩. নুন জল বেশ গাঢ় হয়ে গেলে সেটিকে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো।
৪. বেশ কিছুক্ষণ পরে সাদা নুন এর কেলাস পাওয়া যাবে।
টেট্রাক্লোরাইড বলতে চারটি ক্লোরিন পরমাণু বোঝায়। কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত CCl4
লোহা ও বালির গুড়োর মিশ্রণ কে আলাদা করতে চুম্বকের সাহায্য নেওয়া হয়।
💠ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় - ৩💠
কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
বাম দিক ও ডান দিক মেলাও
বামদিক | ডানদিক |
---|---|
অক্সিজেন : | 1. যৌগিক পদার্থ |
খাবার লবণ : | 2. অধাতু |
লোহা : | 3. সংকর ধাতু |
কাসা : | 4. ধাতু |