Class 8 model activity task Geography part 6 new
অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট ৬
Class 8 model activity task Geography 2021 new part 6
অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
ভূগোল
১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ) ঠিক জোড়াটি নির্বাচন করাে—
ক) নিরক্ষীয় অঞ্চল – সূর্যের তির্যক রশ্মি
খ) নিরক্ষীয় অঞ্চল- বায়ুর উচ্চচাপ
গ) মেরু অঞ্চল- বায়ুর উচ্চচাপ
ঘ) মেরু অঞ্চল – সূর্যের লম্ব রশ্মি
উত্তর - গ) মেরু অঞ্চল- বায়ুর উচ্চচাপ ।
১.২ ) উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলাে-
ক) ক্রান্তীয় জলবায়ু
খ) লরেন্সীয় জলবায়ু
গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু
ঘ) তুন্দ্রা জলবায়ু
উত্তর - ঘ) তুন্দ্রা জলবায়ু ।
১.৩ ) দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলাে—
ক) গ্রানচাকো
খ) পম্পাস
গ) ল্যানোস
ঘ) সেলভা
উত্তর - খ) পম্পাস ।
২) বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে ‘ভুল’ লেখো :
২.১ ) রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
উত্তর - ভুল ।
( কারন - স্থলবায়ু প্রবাহিত হয়)
২.২ ) আপেক্ষিক আদ্রর্তার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
উত্তর - ঠিক ।
২.৩ ) জুলাই-অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে।
উত্তর - ভুল ।
( কারণ- আর্জেন্টিনা দক্ষিণ গোলার্ধে তাই শীতকাল বিরাজ করবে )
ক্লাস টেন লাইফ সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিউ
২০২১
৩ ) সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১) সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন?
সব মেঘ থেকে বৃষ্টি হয় না। তার কারণগুলি হল-
বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় সর্বপ্রথম জলকণায় পরিণত হয়। যেগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে।
i)মেঘগুলি এদিক ওদিক ভেসে থাকলে মেঘকণাগুলি সংযুক্ত হওয়ার সুযোগ পায় না। বাড়ে জলকণায় পরিণত হয় না। এর উপর অভিকর্য টান থাকে না। ফলে বৃষ্টিপাত হওয়ার পরিস্থিতি তৈরি হয় না
ii) সবসময় জলকণার ব্যাস বেশি হয় না, ফলে সেগুলি মাটিতে পড়ে না।
iii) বায়ুর আপেক্ষিক আর্দ্রতা অধিক না হওয়া পর্যন্ত তার জলধারণ ক্ষমতা থাকে। তখন বৃষ্টিপাত হয় না।
৩.২ ‘আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির’– ভৌগোলিক কারণ ব্যাখ্যা করাে।
উত্তর - আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত হওয়ায় এখানে সারাবছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে।
আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর নিবিড়তাম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এখানকার গাছগুলোর পাতা বড় । গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌছাতে পারে না। যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে।
এই অরণ্যে বৃক্ষ শ্রেণির গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির। দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন , ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত সাপ, ট্যারানটুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়, বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ, কুমির দেখা যায়।
তাই আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির ।
৪. চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর-
শৈলো ৎক্ষেপ বৃষ্টিপাত --
সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ঐ বায়ুপর্বতে বাধা পেয়ে ঐ পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। উর্ধ্বগামী এই বায়ুক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ।
পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরেরদিকে ওঠেও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাত ঢাল। আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ুনীচের দিকে নামে, সেই ঢাল হলো অনুবাত ঢাল।
প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাত ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এছাড়া বায়ু যত নীচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাত ঢালে প্রতিবাত ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়।
এই প্রক্রিয়ায় সৃষ্ট বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ।