নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 পার্ট 2 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। পূর্বের মতো এবারও আমরা class 9 physical science model activity task February 2022 এর সমস্ত উত্তর নম্বর অনুযায়ী লিখব।
নবম শ্রেণি ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৩=৩
১.১ ML2T-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো
(ক) কার্য
(খ) ক্ষমতা
(গ) বল
(ঘ) ভরবেগ
উত্তর: (ক) কার্য
১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলো—
(ক) কার্য
(খ) দ্রুতি
(গ) ভরবেগ
(ঘ) ক্ষমতা
উত্তর: (গ) ভরবেগ ।
১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলো
(ক) MLT-2
(3) LT-1
(গ) LT-2
(ঘ) MLT-1
উত্তর: (গ) LT-2
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১ একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই।
উত্তর: পারমাণবিক ভর।
২.২ ভরবেগ লব্ধ একক না মৌলিক একক?
উত্তর: লব্ধ একক।
২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি?
উত্তর: স্কেলার রাশি।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৪=৮
৩.১ 3 kg ভরের বস্তুতে 5 m/s ত্বরণ সৃষ্টি করতে, না 4kg ভরের বস্তুতে 4 m/s ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে? যুক্তি দাও।
উত্তর: আমরা জানি, প্রযুক্ত বল = বস্তুর ভর × বলের প্রয়োগবিন্দুর সরণ।
∴ 3 kg ভরের বস্তুতে 5 m/s ত্বরণ সৃষ্টি করতে বল প্রয়োজন = 3×5 নিউটন = 15 নিউটন।
অন্যদিকে, 4kg ভরের বস্তুতে 4 m/s ত্বরণ সৃষ্টি করতে বল প্রয়োজন = 4×4 নিউটন = 16 নিউটন।
অর্থাৎ, 4kg ভরের বস্তুতে 4 m/s ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে।
৩.২ কোন শর্তে সরণের মান ও অতিক্রান্ত দুরত্ব সমান হবে?
উত্তর: যখন কোন বস্তু সরল রৈখিক পথে গতিশীল হবে এবং কখনোই পিছনে ফিরে আসবেনা তখন সরণের মান অতিক্রান্ত দূরত্ব সমান হবে।
৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল?
উত্তর: কার্য একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টর রাশি বল ও সরণের সঙ্গে সম্পর্কযুক্ত।
কার্য = প্রযুক্ত বল × বলের অভিমুখ প্রয়োগ বিন্দুর সরণ।
কার্যের একক তিনটি মৌলিক একক এর উপর নির্ভরশীল যথা ভরের একক কিলোগ্রাম , সরণের একক মিটার ও সময়ের একক সেকেন্ড ।
৩.৪ আলোকবর্ষ কী? SI পদ্ধতিতে এর মান কত?
উত্তর: শূন্য মাধ্যমে এক বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় এক আলোকবর্ষ।
SI পদ্ধতিতে আলোকবর্ষের মান 9.46×1015 m
Class 9 physical science model activity task February 2022
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে?
উত্তর: আমরা জানি ঘনত্ব =
তাই আমরা বস্তুর ভর ও আয়তন এই দুটি পরিমাপ করবো এবং শেষে হিসাব করব।
আয়তন পরিমাপ : একটি মাপনি চোঙ নিয়ে তাতে কিছুটা উচ্চতা পর্যন্ত তরল নিলাম যার আয়তন V1 cm3 । তরল টা এমন হতে হবে যাতে, বস্তুটা দ্রবীভূত না হয়, রাসায়নিক বিক্রিয়া না করে বা ওই তরলে না ভাসে। এবার একটা মোম লাগানো সরু সুতোতে বস্তুটাকে বেঁধে ধীরে ধীরে তরলে ডোবালাম। বস্তুসমূহের তরলের আয়তন পাওয়া গেল V2 cm3 ।
এখন বস্তুর আয়তন = (V2 - V1) cm3
ভর পরিমাপ : সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করলে ঘর পাওয়া গেল m গ্রাম।
অতএব বস্তুটির ঘনত্ব =g/cm3
৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি? তাদের নাম লেখো। এগুলি কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: SI পদ্ধতিতে সহায়ক একক সাতটি । যথা: মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা ও মোল।
এগুলি নিম্নলিখিত রাশির একক হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া লব্ধ একক তৈরিতেও এগুলির ব্যবহার হয়।
রাশি | একক |
---|---|
দৈর্ঘ্য | মিটার |
ভর | কিলোগ্রাম |
সময় | সেকেন্ড |
তড়িৎপ্রবাহমাত্রা | অ্যাম্পিয়ার |
তাপমাত্রা | কেলভিন |
দীপন প্রাবল্য | ক্যান্ডেলা |
পদার্থের পরিমাণ | মোল |