তুমি কি ক্লাস সিক্সে পড়ো? তুমি কি আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর খুজছো? তাহলে তুমি ঠিক জায়গায় এসেছ। এই পোস্টে আমরা ক্লাস সিক্সের আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় : "আমাদের চারপাশের ঘটনা সমূহ" - এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
কারণ: ভূমিকম্প ও হড়পা বান ও অপর্যাপৃত্ত ঘটনা।
কারণ: জলে অ্যাসিড মেশানো হলে তা রাসায়নিক পরিবর্তন।
ভৌত পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
---|---|
1. ভৌত পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় না। | 1. রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয়। |
2. ভৌত পরিবর্তন উভমুখী প্রকৃতির। | 2. রাসায়নিক পরিবর্তন একমুখী প্রকৃতির। |
3. ভৌত পরিবর্তন অস্থায়ী। | 3. ভৌত পরিবর্তন স্থায়ী। |
◽ মোম গলানো। ◽ জল জমে বরফ হওয়া। ◽ রাস্তার পিচ গলে যাওয়া।
◽ লোহায় মরচে পড়া।
◽ দুধ থেকে দই হওয়া।
◽ দ্বিতীয় ক্লাসের টুকরো গুলি খুব ছোট বলে তাদের উপরিতলের ক্ষেত্রফল প্রথম গ্লাসের টুকরোর চেয়ে বেশি। ক্ষেত্রফল বেশি হওয়ায় বেশি পরিমাণ লঘু অ্যাসিডের সংস্পর্শে আসবে। তাই বিক্রিয়াও দ্রুত ঘটবে। দ্রুত বিক্রিয়া ঘটার জন্য তাড়াতাড়ি গ্যাস বুদবুদ আকারে বেরোবে।
(1) গন্ধ উৎপন্ন হতে পারে।
(2) পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে।
(3) প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে।
(4)শব্দ উৎপন্ন হতে পারে।