নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ জানুয়ারী ২০২২ - এর সমস্ত সঠিক উত্তর নিয়ে আজকে আলোচনা করব ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি ভৌতবিজ্ঞন
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তর নির্বাচন করো ১x৪=৪
১.১ একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন —
(ক) একই থাকে
(খ) কমে
(গ) বাড়ে
(ঘ) প্রথমে বাড়ে পরে কমে।
উত্তরঃ (খ) কমে ।
বিঃ দ্রঃ - এক্ষেত্রে প্লবতা ও ওজন পরস্পর বিপরীতমুখী বল হওয়ায় আপাত ওজন হ্রাস পায় ।
১.২ বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো—
(ক) কার্যের হারের সঙ্গে
(খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে
(গ) ক্ষমতার হারের সঙ্গে
(ঘ) বস্তুটির গতিবেগের সঙ্গে।
উত্তরঃ (খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে ।
১.৩ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী —
(ক) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি
(খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী
(গ) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম
(ঘ) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়।
উত্তরঃ (খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী
১.8 নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো —
(ক) ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক
(খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক
(গ) বলের সঙ্গে ব্যস্তানুপাতিক
(ঘ) ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক।
উত্তরঃ (খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১ x 8 = 8
২.১ কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা ।
২.২ CGS পদ্ধতিতে বলের একক নিউটন।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা ।
২.৩ তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল।
উত্তরঃ বিবৃতিটি সত্য ।
২.8 পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে।
উত্তরঃ বিবৃতিটি সত্য ।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২ x ৩ = ৬
৩.১ বল কাকে বলে তা ব্যাখ্যা করো।
উত্তরঃ বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থির কিংবা কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয় বা করার চেষ্টা করা হয় , তাকে বল ( force) বলে ।
ব্যাখ্যাঃ - বল প্রয়োগে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটানো যায়। তবে সর্বদা সেটি সম্ভব- ও হয় না। তাই বলা হয় বল প্রয়োগ দ্বারা স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়।
৩.২ আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো।
উত্তর: কোন বস্তুকে স্থির অথবা গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটির ওজন হ্রাস পায়। এই হ্রাস পাওয়া ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান।
৩.৩ একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো।
উত্তর: ভাসণের শর্ত হলো যদি কোন বস্তুর ওজন প্লবতা অপেক্ষা কম হয় সে ক্ষেত্রে বস্তুটি তরলে ভাসে।
একটি ফাঁপা প্লাস্টিকের বল দ্বারা অপসারিত জলের ওজন - ই হল ঐ বলের প্লবতা এর পরিমাপ। এই প্লবতার মান প্লাস্টিকের বল এর তুলনায় অনেক বেশি হয়। তাই প্লাস্টিকের বল জলে ভাসে।
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩ x ২ = ৬
৪.১ স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন ?
উত্তর: স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোন বিন্দুতে ক্রিয়াশীল চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা:
(i) ওই বিন্দুটির গভীরতা (h)
(ii) তরলের ঘনত্ব (d)। ও
(iii) ওই বিন্দুতে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g)
ক্রিয়াশীল চাপ গভীরতা, ঘনত্ব ও পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ - এই প্রত্যেক রাশির সঙ্গেই সমানুপাতিক অর্থাৎ এদের যে কোন একটি বাড়লে ক্রিয়াশীল চাপও বাড়ে আবার কমলে ক্রিয়াশীল চাপও কমে।
৪.২ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।
উত্তর:
নিউটনের দ্বিতীয় গতিসূত্র: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে হয়।
নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে বলের পরিমাপ:
ধরি m ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ u । F পরিমাণ বল t সময় ধরে প্রয়োগে বস্তুটির অন্তিম বেগ হল v ।
এক্ষেত্রে,
প্রাথমিক রৈখিক ভরবেগ = mu
অন্তিম রৈখিক ভরবেগ = mv
ভরবেগের পরিবর্তন = mv- mu = m(v-u)
ভরবেগের পরিবর্তনের হার = $\frac{m(v-u)}{t}$
সূত্রানুযায়ী, $F\propto \frac{m(v-u)}{t}$
বা, $F\propto ma$
বা, F = K. ma [ K হলো ভেদ ধ্রুবক ]
[যখন a= 1 এবং m = 1 তখন K= 1 হয়]
অতএব, F=ma
অর্থাৎ, প্রযুক্ত বল = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
আরও পড়ুন ঃ - নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 পার্ট ১ জানুয়ারী