তুমি কি নবম শ্রেণীতে পড়ো ? তুমি কি ভৌত বিজ্ঞানের অধ্যায় : 6 - তাপ এ প্রশ্নও উত্তর খুঁজছো ? তাহলে এই পোষ্ট টি ভালো করে পড়লেই তোমার এই অধ্যায়টি আয়ত্ত হয়ে যাবে।
নবম শ্রেণী অধ্যায় 6 তাপ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
তাপ ( Heat)
1. ক্যালোরিক মতবাদ কি?
উত্তর: প্রাচীনকালে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল। এই ধারণা অনুযায়ী কোন বস্তুর মধ্যে "ক্যালোরিক" বলে কোন একটা কিছু প্রবেশ করলেই বস্তু গরম হয়ে ওঠে। আবার তা বেরিয়ে গেলেই বস্তু ঠান্ডা হয়। এই মতবাদকে "ক্যালোরিক" মতবাদ বলে।
2. কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য দায়ী কে?
উত্তর: তাপ শক্তি।
3. রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও।
উত্তর: পাথরে চুনের জল ঢালা, দেশলাই জ্বালানো।
4. যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও।
উত্তর: হাতে হাতে ঘর্ষণ, ছুরি - কাঁচি ইত্যাদি শান দেওয়া।
5. তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও।
উত্তর: চাল ফুটিয়ে ভাত রান্না।
6. তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও।
উত্তর: লোহাকে উত্তপ্ত করলে লাল টকটকে হয়ে যাওয়া, গরম কয়লা থেকে আলো নির্গমন।
7. সত্য / মিথ্যা লেখ: তাপশক্তির বহিঃপ্রকাশ কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন দ্বারাই বোঝা যায়।
উত্তর: মিথ্যা।
ব্যাখ্যা: তাপ শক্তির বহিঃপ্রকাশ উষ্ণতার পরিবর্তন ও অবস্থার পরিবর্তন উভয় দ্বারাও বোঝা যায়।
8. তাপ কয় প্রকার ও কি কি?
উত্তর: তাপ দুই প্রকার । যথা: (i) বোধগম্য তাপ ও (ii) লীন তাপ।
9. বোধগম্য তাপ কাকে বলে?
উত্তর: অবস্থার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়তা এই বোধগম্য তাপ বলে।
10. লীন তাপ কাকে বলে?
উত্তর: উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকেই লীন তাপ বলে।
11. ক্যালরিমিতির মূল নীতি কি?
উত্তর: যদি অন্য কোনভাবে তাপক্ষয় না হয় তাহলে,
উষ্ণ বস্তুগুলি দ্বারা বর্জিত তাপ = শীতল বস্তুগুলি দ্বারা গৃহীত তাপ।
12. কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ (H) তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা:
- বস্তুটির ভর (m)
- বস্তুটির আপেক্ষিক তাপ (s)
- উষ্ণতার পরিবর্তন (t)
অর্থাৎ, H = mst
কার্য ও তাপের তুল্যতা ( equivalence of work and heat )
13. দুই হাত ঘসলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
14. জুলের সূত্রটি লেখো।
উত্তর: যদি কার্যকে(W) সম্পূর্ণরূপে তাপে (J) রূপান্তরিত করা হয় তাহলে কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়।
অর্থাৎ, W ∝ H
বা, W = JH [ এখানে J হল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ]
বি: দ্র: কিভাবে ধ্রুবক গুলির সংজ্ঞা বের করতে হয় দেখে নাও। এখানে দেওয়া আছে , W = JH
বা $\frac{W}{H}=J$
এক্ষেত্রে, H এর মান 1 ধরলেই, W = J হয়ে যায়। এমন দেওয়া যায়,
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক (J) এর সংজ্ঞা: একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ও বলে।
15. SI পদ্ধতিতে J এর মান কত?
অথবা, SI পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান কত?
উত্তর: SI পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান 1 ।
16. CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাংক এর মান কত?
উত্তর: CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান 4.2 × $10^7$ erg / cal
17. গাণিতিক প্রশ্ন: 100 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কৃতকার্যের পরিমাণ কত হবে?
সমাধান এর আগে যেগুলি ভাবতে হবে :
বি: দ্র: CGS পদ্ধতিতে তাপের একক ক্যালরি, তাই সমাধানটি CGS পদ্ধতিতে প্রথমে বের করব।
জানা আছে, J = 4.2 J/cal ( CGS পদ্ধতিতে )
দেওয়া আছে H = 100 cal
সমাধান:
আমরা জানি , W = JH
বা, W = 4.2 J/cal × 100 cal
বা, W = 420 J
অবস্থার পরিবর্তন ( Change of state )
18. নিচের ঘটনাগুলিকে সংক্ষেপে কি বলে -
- কঠিন থেকে তরলে রূপান্তর - গলন
- তরল থেকে বাষ্পে রূপান্তর - বাষ্পীভবন
- বাষ্প থেকে তরলে রূপান্তর - ঘনীভবন
- তরল থেকে কঠিনে রূপান্তর - কঠিনীভবন
19. উচ্চ অবস্থান্তর কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: পদার্থের যে অবস্থার পরিবর্তনের জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে উচ্চ অবস্থান্তর বলে। যেমন: বরফ থেকে জল হওয়া।
20. নিম্ন অবস্থান্তর কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: পদার্থের যে অবস্থার পরিবর্তনের জন্য তাপ নিষ্কাশন করতে হয় তাকে নিম্ন অবস্থান্তর বলে। যেমন বাষ্প থেকে জলে পরিণত হওয়া।
লীন তাপ ( Latent heat )
21. লীন তাপ কাকে বলে ?
উত্তর: নির্দিষ্ট চাপে, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোন পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লীনতাপ বলা হয়।
21. সিজিএস (CGS) পদ্ধতিতে লীন তাপ এর একক কি?
উত্তর: সিজিএস (CGS) পদ্ধতিতে লীন তাপের একক ক্যালরি প্রতি গ্রাম বা cal/ g ।
22. এসআই পদ্ধতিতে লীন তাপ এর একক কি?
উত্তর: এস আই (SI) পদ্ধতিতে লীন তাপের একক জুল প্রতি কেজি বা J/kg ।
23. বরফ গলনের লীন তাপ কত?
উত্তর: 80 cal/g ।
24. জলের কঠিনীভবনের লীন তাপ কত?
উত্তর: 80 cal/g ।
25. জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: 537 cal/g ।
24. জলের ঘনীভবনের লীন তাপ কত ?
উত্তর: 537 cal/g ।
বি: দ্র:
- বরফ গলনের লীন তাপ = জলের কঠিনীভবনের লীন তাপ = 80 cal/g
- জলের বাষ্পীভবনের লীন তাপ = জলের ঘনীভবনের লীন তাপ = 537 cal/g
সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প
25. সম্পৃক্ত বাষ্প কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধস্থানে যদি সর্বাধিক বাষ্প উপস্থিত থাকে তাহলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে।
26. অসম্পৃক্ত বাষ্প কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধস্থানে যদি ওই উষ্ণতায় সর্বাধিক বাষ্প অপেক্ষার কম বাষ্প উপস্থিত থাকে তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলা হয়।
27. পরম আদ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখ।
উত্তর:
পরম আদ্রতা | আপেক্ষিক আদ্রতা |
---|---|
পরম আদ্রতা হল একটি পরিমাপ। | আপেক্ষিক আদ্রতা হলো একটি অনুপাত। |
পরম আদ্রতা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে নির্দেশ করে। | আপেক্ষিক আদ্রতা বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয়বাষ্প ও সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের অনুপাতকে বোঝায়। |
পরম আদ্রতার একক kg/m³ । | আপেক্ষিক আদ্রতার একক নেই। |
28. আপেক্ষিক আদ্রতা থেকে কি কি বোঝা যায়?
উত্তর: আপেক্ষিক আদ্রতা কম হলে বায়ুর জলীয় বাষ্প গ্রহণের ক্ষমতা বেশি, অর্থাৎ এই অবস্থায় বাষ্পায়নের হার বেশি হয়। আবার আপেক্ষিক আদ্রতা বেশি হলে বায়ুর জলীয় বাষ্প গ্রহণের ক্ষমতা কম হয় অর্থাৎ এই অবস্থায় বাষ্পায়নের হার কম হয়।
29. আপেক্ষিক আদ্রতা আর কোন একক নেই কেন?
উত্তর: আপেক্ষিক আদ্রতা দুটি সমজাতীয় রাশির অনুপাত। আপেক্ষিক আদ্রতা বলতে, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ও ওই উষ্ণতায় সম আয়তন সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের অনুপাতকে বোঝায়।
30. আপেক্ষিক আদ্রতা বেশি হলে কেমন আবহাওয়ার সম্ভাবনা থাকে?
উত্তর: আপেক্ষিক আদ্রতা বেশি হলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে।
31. আপেক্ষিক আদ্রতা কোন ঋতুতে কম হয় ? এর ফলে কি ঘটে?
উত্তর: শীতকালে আপেক্ষিক আদ্রতা কম হয়। সেই কারণে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়। তাছাড়া শীতকালে আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে আমাদের চামড়া, গোড়ালি, ঠোঁট ইত্যাদি ফেঁটে যায়।
32. আপেক্ষিক আদ্রতার সাথে অর্থনীতির কি সম্পর্ক?
উত্তর: আপেক্ষিক আদ্রতার সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। শীতকালে রবি শস্যের চাষের জন্য কম আপেক্ষিক আদ্রতা দরকার। বয়ন ও পাট শিল্পের জন্য নির্দিষ্ট আপেক্ষিক আদ্রতা না থাকলে সম্ভব নয়। খাদ্য সংরক্ষণের জন্য আপেক্ষিক আদ্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।
33. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর: যে উষ্ণতায় বায়ুমণ্ডল সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে।
35. শীতকালে শিশির জমে কিন্তু গ্রীষ্মকালে জমে না কেন?
উত্তর: শীতকালে বায়ুর তাপমাত্রা কমে যাওয়ায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়ে যায়। তাই শিশির জমে। কিন্তু গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা বেশি থাকায় বায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে পারেনা। তাই গ্রীষ্মকালে শিশির জমে না।
36. কুহেলিকা কাকে বলে?
উত্তর: জলাশয়ের ওপরের কুয়াশাকে কুহেলিকা বলা হয়।
37. কুয়াশা কি ?
উত্তর: কোন বিস্তৃত অঞ্চলের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ত উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাড়িতে উপস্থিত ধুলোবালি, কয়লাগুড়ো প্রভৃতির উপর জমা হয়ে ভাসতে থাকে। একেই কুয়াশা বলা হয়।
38. জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো?
উত্তর: 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা হলে জলের আয়তন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায়। এই আচরণকে জলের ব্যতিক্রান্ত প্রসারন বলে।
39. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
উত্তর: 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়।
40. শীত প্রধান দেশে জলজ প্রাণীদের উপর ব্যতিক্রান্ত প্রসারনের প্রভাব লেখ।
উত্তর: শীতপ্রধান দেশে বায়ুর তাপমাত্রা 0°C এর নিচে নেমে গেলে জলাশয়ের উপরিতলের ঠান্ডা জল ভারী হয়ে নিচে চলে যায়, আর নিচের তুলনামূলক উষ্ণ জল ওপরে উঠে আসে। এই অবস্থায় 4°C উষ্ণতায় নিচেরজল সর্বাধিক ঘন হয়ে যায় আর উপরে উঠে আসে না । অন্যদিকে উপরের স্তরের জল 0°C হয়ে জমাট বাঁধলেও, বরফ তাপের কুপরিবাহী হওয়ায় নিচের জল জমে না। নিচের স্তরের তাপমাত্রা 4°C থেকে 0°C এর মধ্যে থাকে, যা জলজ প্রাণীদের বেঁচে থাকতে সহায়ক।