এবার আমরা জানবো ,
সাম্য ধ্রুবক কি বা সাম্য ধ্রুবক কাকে বলে ?
সাম্য ধ্রুবক হল কোনো একটা উভমুখি বিক্রিয়ায় সাম্যবস্থায় সেই বিক্রিয়ার উৎপাদকের মোলার ঘনমাত্রার (সক্রিয় ভরের ) ঘাত সহ গুণফল এর অনুপাত ।সাম্য ধ্রুবক হলো মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক ও আপেক্ষিক চাপ সাম্য ধ্রুবক এর সমন্বয়।
সাম্য ধ্রুবক এর সাথে বিক্রিয়ার দিকের সম্পর্ক আছে।
সাম্যবস্থায় উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভোরের অনুপাতকে সাম্য ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবক বলে।
সাম্য ধ্রুবক এর মান 10^3 থেকে 10^-3 এর মধ্যবর্তী হলে বিক্রিয়া গণনা যোগ্য হয়।
সাম্যবস্থা ছাড়া অন্য অবস্থায় অর্থাৎ সাম্যবস্থার আগে বা পরে এই অনুপাতকে বিক্রিয়া অনুপাত (Qc) বলে।
সাম্যধ্রুবক ও বিক্রিয়ার দিকের মধ্যে সম্পর্ক:
- Qc<Kc :- বিক্রিয়া সম্যবস্থার দিকে অগ্রসর হবে এবং Qc এর মান বৃদ্ধি করবে।
- Qc<Kc :- বিক্রিয়াসমূহ দিকে অগ্রসর হবে এবং Qc এর মান হ্রাস করবে।
- Qc=Kc :- বিক্রিয়া টি সাম্যবস্থায় থাকবে।