উষ্ণতার পরম স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হওয়া কি সম্ভব?
কেলভিন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হয় না কেন?
সেলসিয়াস স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব কিন্তু পরম স্কেলে কোন ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। কারণ সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রী (বরফের গলনাঙ্ক ) এর তাপমাত্রার সমান কিন্তু বিভিন্ন উপায়ে বরফের গলনাঙ্ক এর তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা সৃষ্টি করা যায় সেই তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ঋণাত্মক ধরা হয় ।যেমন হিম মিশ্রণ এর তাপমাত্রা বরফের গলনাঙ্ক এর চেয়েও প্রায় 23 ডিগ্রি কম। এইজন্য হিম মিশ্রণ এর তাপমাত্রা ধরা হয় -23 ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়।কারণ পরম শূন্য তাপমাত্রা এমন এক তাপমাত্রা যে তাপমাত্রায় যে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের কোন আয়তন থাকে না বা এটি কোন চাপ প্রয়োগ করবে না। এটি অপেক্ষা কম তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন অথবা চাপ ঋণাত্মক হয়ে পড়ে। কিন্তু এরূপ ঋণাত্মক আয়তন বা চাপ অর্থহীন। সেজন্য পরমশূন্য অপেক্ষা নিম্ন তাপমাত্রা (0 কেলভিনের চেয়ে কম) সম্ভব নয়।