হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি। ট্যাক্সোনমি কি
Hierarchy | Linear Hierarchy | What is taxonomy
প্রঃ- কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন ?
উঃ- ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টিন পি দ্য কনডোল ।
প্রঃ- ট্যাক্সোনমি শব্দের অর্থ কি?
উঃ- ট্যাক্সোনমি শব্দের অর্থ হল বিন্যাসবিধি।
প্রঃ- ট্যাক্সোনমি কি ? অথবা , ট্যাক্সোনমি কাকে বলে ? অথবা , ট্যাক্সোনমির বা বিন্যাসবিধির সংজ্ঞা দাও ।
উঃ- জীববিজ্ঞানের যে শাখায় জীবেদের নামকরণ , সনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে।
প্রঃ- কাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়?
উঃ- হিপোক্রেটিস কে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়।
প্রঃ-কাকে প্রাণিবিদ্যার জনক বলে?
উঃ- এরিস্টটলকে প্রাণিবিদ্যার জনক বলা হয় ।
প্রঃ- কাকে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়?
উঃ- থিওফ্রাসটাস কে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়।
প্রঃ- ন্যাচারালিস হিস্টোরিয়া বইটি কার লেখা?
উঃ- ন্যাচারালিস হিস্টোরিয়া বইটি প্লিনির লেখা।
প্রঃ- কাকে ট্যাক্সোনমির জনক বা বিন্যাসবিধির জনক বলা হয়?
অথবা , ট্যাক্সোনমির জনক কে ?
উঃ- ক্যারোলাস লিনিয়াস কে ট্যাক্সোনমির জনক বলা হয়।
প্রঃ- কে প্রথম উদ্ভিদ ও প্রাণী দের দ্বিপদ নামকরণ এর প্রচলন করেন?
উঃ- ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ এর প্রচলন করেন।
প্রঃ- ট্যাক্সোনমির মূল উপাদান গুলি কি কি?
উঃ- ট্যাক্সোনমির মূল উপাদান গুলি হল :
১. সনাক্তকরণ
২. নামকরণ
৩. শ্রেণীবিন্যাস।
প্রঃ- ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য গুলি কি কি?
উঃ- ১. পৃথিবীর অগণিত জীব থেকে একটি জীবকে পৃথকীকরণ এবং সনাক্তকরণ।
২. জিবেদের গোষ্ঠীভুক্তকরণ।
৩. জীবেদের দ্বিপদ নামকরণ।
৪. জীব গুলিকে নির্দিষ্ট রীতি মেনে সজ্জিত করা।
প্রঃ- হায়ারার্কি কি বা হায়ারার্কি কাকে বলে ?
উঃ- বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর এর অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে।
প্র:- লিনিয়ান হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে ?
উঃ- শ্রেনীবিন্যাস করার সময় জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করতে হয়।ক্যারোলাস লিনিয়াসের হায়ারার্কি তে প্রধান স্তর ৭ টি ধাপ ছিল।ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত এই সাত স্তর বিশিষ্ট অনুক্রমিক শ্রেনিবিন্যাস স্তর কাঠামোকে লিনিয়ান হায়ারার্কি (Linnean hierarchy) বা ট্যাক্সোনমিক হায়ারার্কি (Taxonomic hierarchy) বলে।
প্র:- কাকে হায়ারার্কি পদ্ধতির জনক বলে?
উঃ- উঃ- ক্যারোলাস লিনিয়াস কে হায়ারার্কি জনক বলে।
প্রঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে কয়টি ধাপ ছিল?
উঃ- উঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে সাতটি ধাপ ছিল।
প্রঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে যে ধাপগুলো ছিল সে গুলি কি কি ?
উঃ-১. রাজ্য (Kingdom)
২. পর্ব (phylum)
৩. শ্রেণি (class)
৪. বর্গ (order)
৫. গোত্র (family)
৬. গণ (genus)
৭. প্রজাতি (species)
প্রঃ- দ্বিপদ নামকরণ কাকে বলে ?
উঃ- গণ ও প্রজাতি এই দুটি পদ নিয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে।
আরো পড়ুন: দ্বিপদ নামকরণ সম্পর্কে বিস্তারিত | একশোটা প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সহ । দ্বিপদ নামকরণ এর উদ্দেশ্য ও পদ্ধতি
প্রঃ- দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন?
উঃ- ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন।
প্রঃ- দ্বিপদ নামকরণের চারটি নিয়ম লেখ।
উঃ- কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে
গনের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে।
প্রঃ- কে জিবেদের পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাস করেন।
উঃ- জীব এদের পাচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী হুইটেকার।
কিসের জনক | নাম |
---|---|
জীব বিজ্ঞানের জনক | এরিস্টটল |
উদ্ভিদ বিজ্ঞানের জনক | থিওফ্রাসটাস |
রসায়ন বিজ্ঞানের জনক | জাবির ইবনে হাইয়্যান |
পদার্থ বিজ্ঞানের জনক | আইজ্যাক নিউটন |
সমাজ বিজ্ঞানের জনক | অগাষ্ট কোৎ |
হিসাব বিজ্ঞানের জনক | লুকাপ্যাসিওলি |
চিকিৎসা বিজ্ঞানের জনক | ইবনে সিনা |
দর্শন শাস্ত্রের জনক | সক্রেটিস |
ইতিহাসের জনক | হেরোডোটাস |
ভূগোলের জনক | ইরাটস থেনিস |
রাষ্ট্রবিজ্ঞানে র জনক | এরিস্টটল |
অর্থনীতির জনক | এডাম স্মিথ |
অংকের জনক | আর্কিমিডিস |
বিজ্ঞানের জনক | থ্যালিস |
মেডিসিনের জনক | হিপোক্রটিস |
জ্যামিতির জনক | ইউক্লিড |
বীজ গণিতের জনক | আল-খাওয়াজমী |
জীবাণু বিদ্যার জনক | লুই পাস্তুর |
বিবর্তনবাদ তত্ত্বের জনক | চার্লস ডারউইন |
সনেটের জনক | পের্ত্রাক |
সামাজিক বিবর্তনবাদের জনক | হার্বাট স্পেন্সর |
বংশগতি বিদ্যার জনক | গ্রেডার জোহান মেনডেন |
ট্যাক্সোনমি বিদ্যার জনক | করোলাস লিনিয়াস |
শরীর বিদ্যার জনক | উইলিয়াম হার্ভে |
ক্যালকুলাসের জনক | আইজ্যাক নিউটন |
বাংলা গদ্যের জনক | ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর |
বাংলা উপন্যাসের জনক | বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় |
বাংলা নাটকের জনক | দীন বন্ধু মিত্র |
বাংলা সনেটের জনক | মাইকেল মধু সুদন দত্ত |
ইংরেজী কবিতার জনক | খিউ ফ্রে চসার |
মনোবিজ্ঞানের জনক | উইলহেম উন্ড |
বাংলা মুক্তক ছন্দের জনক | কাজী নজরুল ইসলাম |
বাংলা চলচিত্রের জনক | হীরালাল সেন |
বাংলা গদ্য ছন্দের জনক | রবীন্দ্রনাথ ঠাকুর |
আধুনিক রসায়নের জনক | জন ডাল্টন |
আধুনিক গণতন্ত্রের জনক | জন লক |
আধুনিক অর্থনীতির জনক | পাল স্যমুয়েলসন |
আধুনিক বিজ্ঞানের জনক | রাজার বেকন |
ইংরেজি নাটকের জনক | উইলিয়াম শেক্সপিয়র |
ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি | ট্যাক্সোনমির জনক | ট্যাক্সোনমির শব্দটি প্রথম ব্যবহার | দ্বিপদ নামকরণ | লিনিয়ান হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি
জীবন বিজ্ঞানের প্রাচীনতম শাখা হলো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এই শাখার মূল আলোচ্য বিষয় হলো জীব এদের নামকরণ শনাক্তকরণ ও নির্দিষ্ট গোষ্ঠী ভূক্তকরণ