বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় | হরমোন | অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন

বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন এর নাম সংকেত ও কাজ ও অভাবজনিত ফল। উদ্ভিদ হরমোন কাকে বলে। বিভিন্ন প্রকার কৃত্রিম উদ্ভিদ হরমোন এর গুরুত্ব

হরমোন (Hormone )উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়


হরমোন শব্দের উৎপত্তি
গ্রিক শব্দ হরমাও থেকে হরমোন শব্দের উৎপত্তি । হরমাও শব্দের অর্থ “আমি জাগ্রত করি” । স্টারলিং এর মতে অন্তক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকেই হরমোন ক্ষরিত হয় যা প্রোটিন, অ্যামাইনো–অ্যাসিড ও স্টেরয়েড ধর্মী । 1905 সালে বেলিস ও স্টারলিং হরমোনের উপস্থিতি প্রমান করেন ও নামকরন করেন ।

হরমোনের বৈশিষ্ট :–
হরমোন হল একপ্রকার জৈব-রাসায়নিক পদার্থ যা প্রোটিন, অ্যামাইনো –অ্যাসিড ও স্টেরয়েডধর্মি ।
হরমোন হল একপ্রকার জৈব-রাসায়নিক পদার্থ যা প্রোটিন, অ্যামাইনো –অ্যাসিড ও স্টেরয়েডধর্মি ।
হরমোন অনুঘটকের মত ক্রিয়া করলেও , শেষপর্যন্ত ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় ।
হরমোন খুব সল্পমাত্রায় ক্রিয়া করে , তাঁর স্থায়িত্বকাল দীর্ঘদিন ।
হরমোনকে রাসায়নিক দূত বলে কেন ?
প্রথমত – হরমোন নিজেই জৈব রাসায়নিক পদার্থ ।
দ্বিতীয়ত – হরমোন উৎস থেকে লক্ষ্য কলা-কোষে বাহিত হয়ে তাদের মধ্যে বিশেষ নির্দেশ পৌছে দেয় ও তাদের মধ্যে সমন্বয় সাধন করে ।
হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলে কেন ?
উত্তর:- কারন , দেখা যায় যে , কোনো কোনো হরমোন কোনো নির্দিষ্ট কাজে সাহায্য করে আবার অপর কোনো হরমোন ওই একই কাজকে বাধাও দেয় । তাই হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলে ।
হরমোনের সংজ্ঞা –
উত্তর :– যে জৈব-রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষসমষ্টি বা অন্তক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়া করে ও রাসায়নিক দূতের ভুমিকা পালন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় , তাকে হরমোন বলে । যেমন – অক্সিন , অ্যাড্রিনালিন ।
হরমোন VS স্নায়ু (পার্থক্য):

হরমোন স্নায়ু
হরমোন রাসায়নিক সমন্বয়কারী । স্নায়ু হল ভৌত সমন্বয়কারী ।
হরমোনের ক্রিয়া মন্থর কিন্তু সুদূরপ্রসারী । স্নায়ুর ক্রিয়া দ্রুত কিন্তু তাৎক্ষনিক ।
হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। ক্রিয়ার পর স্নায়ুর তেমন কোন পরিবর্তন হয় না ।

হরমোন VS উৎসেচক (পার্থক্য) :-
হরমোন উৎসেচক
হরমোন কেবল তরুণ কোষ অথবা অনালগ্রন্থি থেকে উৎপন্ন হয় । উৎসেচক সব সজীব কোষে উৎপন্ন হয় ।
অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সরাসরি রক্ত কিংবা লসিকায় মেশে। সনাল গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নালিপথে বাহিত হয়।
ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় । ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে
হরমোন রাসায়নিক দূত বা বার্তাবহ রুপে কাজ করে। উৎসেচক রাসায়নিক বার্তাবহ রুপে কাজ করে না ।
স্থানিয় হরমোন ছাড়া সব হরমোন উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে উৎসেচক: উৎসেচক উৎসস্থল এবং যেকোনো স্থানে ক্রিয়া করতে পারে।

হরমোনের সধারন কাজ :-
1. জীবদেহের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে ।
2.জীবদেহের বিভাজন ও বৃদ্ধিতে সাহায্য করে ।
3.জীবদেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে ।
হরমোনের প্রকারভেদ: হরমোন 2 প্রকার যথাঃ
উদ্ভিদ হরমোন
প্রাণী হরমোন
উদ্ভিদ হরমোন
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য:
উৎস : প্রধানত মূল ও কান্ডের অগ্রভাগের ভাজক কলা থেকে উৎপন্ন হয়।
পরিবহনের ধরন : ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষ আনতরে বাহিত হয়
কাজ : কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা হরমোনের উদ্ভিদের বৃদ্ধি ও কোশবিভাজন নিয়ন্ত্রণ করা।
ফুলের পরিস্ফুটন, উৎপত্তি পরিণতি ও যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করা ।

উদ্ভিদ হরমোনের প্রকারভেদ
উদ্ভিদ হরমোন সাধারণত চার ধরনের হয় ।
প্রাকৃতিক উদ্ভিদ হরমোন: যেসব হরমোন উদ্ভিদ দেহে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়
যেমন যেমন অক্সিন, জিব্বেরেলিন ইত্যাদি।
কৃত্রিম উদ্ভিদ হরমোন: যেসব উদ্ভিদ হরমোন উদ্ভিদ দেহে কৃত্রিম ভাবে সৃষ্টি করা হয়।
স্থানীয় উদ্ভিদ হরমোন: যে সমস্ত উদ্ভিদ হরমোন উৎপত্তিস্থল এই ক্রিয়া করে।
প্রকল্পিত উদ্ভিদ হরমোন: অদূর ভবিষ্যতে যে সমস্ত উদ্ভিদ হরমোনের কল্পনা করা হচ্ছে বা গবেষণা করা হচ্ছে। যেমন ফ্লোরিজেন।
অক্সিন হরমোন
উৎস: কান্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা।
রাসায়নিক উপাদান: কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন।
সংকেত: C10H9O2N
রাসায়নিক প্রকৃতি: ইনডোল বর্গ যুক্ত
পরিবহন: নিম্নমুখী
ট্রপিক চলন এর ভূমিকা: আছে
মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ: এরকম কোনো ভূমিকা নেই।
নাইট্রোজেন উপস্থিত
জিব্বেরেলিন হরমোন
উৎস: বীজপত্র পরিপক্ক বীজ ও মুকুল ইত্যাদি
রাসায়নিক উপাদান: কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন
সংকেত: C19H22O6
রাসায়নিক প্রকৃতি: টারপিনয়েড বর্গ যুক্ত
পরিবহন: উভমুখি
ট্রপিক চলন এর ভূমিকা: নেই
মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ: মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
নাইট্রোজেন: অনুপস্থিত
জিব্বেরেলিন হরমোন
সাইটোকাইনিন:
উৎস উদ্ভিদের ফলো শস্য
রাসায়নিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন
রাসায়নিক প্রকৃতি পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ
পরিবহন সবদিকে
ট্রপিক চলন এর কোনো ভূমিকা নেই
মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ : এরকম কোনো ভূমিকা নেই
অন্তক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি কি?
উত্তর : যেসব গ্রন্থির ক্ষরিত রস নালির মাধ্যমে ক্ষরিত না হয়ে সরাসরি রক্ত কিংবা লসিকায় মেশে। যেমন- পিটুইটারি ।

তাহলে, বহিক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি কি?
উত্তর : যেসব গ্রন্থির ক্ষরিত রস নালির মাধ্যমে ক্ষরিত হয়ে অন্যত্র বাহিত হয় । যেমন- লালা গ্রন্থি , বৃক্ক ।
মিশ্র গ্রন্থি সম্পর্কে কিছু জান কি ?
উত্তর : যেসব গ্রন্থি অনাল ও সনল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত । যেমন – অগ্নাশয় , শুক্রাশয় ।
মানব দেহের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম
পিটুইটারি
  • অবস্থান: মস্তিষ্কের মূল দেশে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠে।
  • নিঃসৃত হরমোন :অগ্রভাগ থেকে
  • নিঃসৃত হরমোন: STH, TSH, ACTH, DTH .
  • মধ্যভাগ থেকে: নিঃসৃত হরমোন MSH বা ইন্টারমিডিডিন ।
  • পশ্চাদ্ভাগ থেকে: নিঃসৃত হরমোন ADH এবং অক্সিটোসিন ।
পিনিয়াল বডি
  • অবস্থান: মস্তিষ্কের করপাস ক্যালোসাম এর নিচে
  • নিঃসৃত হরমোন: মেলাটোনিন গ্লোমেরুলোট্রপিন
থাইরয়েড
  • অবস্থান: গ্রীবাদেশে ল্যারিংস এর নিচে ট্রাকিয়ার দু'পাশে
  • নিঃসৃত হরমোন: থাইরক্সিন ট্রাই আয়োডো থাইরনিন ও ক্যালসিটোনিন
প্যারাথাইরয়েড
  • অবস্থান: থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থান ।
  • নিঃসৃত হরমোন: প্যারাথরমোন ।
থাইমাস

  • অবস্থান: থাইরয়েড এর নিচে ট্রাকিয়ার অংক দেশে
  • নিঃসৃত হরমোন: খাইমসিন
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
  • অবস্থান: অগ্নাশয়
  • নিঃসৃত হরমোন: ইনসুলিন গ্লুকাগন সোমাটোস্ট্যাটিন

অ্যাড্রিনাল
  • অবস্থান: বৃক্কের উপরে
  • নিঃসৃত হরমোন: এড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন গ্লুকো-কর্টিকয়েড, মিনারেলো-কর্টিকয়েড, এবং যৌন-কর্টিকয়েড । অ্যাড্রিনাল মেডালা থেকে নিঃসৃত : হরমোন অ্যাড্রিনালিন ও নর-অ্যাড্রিনালিন ।
ডিম্বাশয়
  • অবস্থান: স্ত্রীদেহের শ্রেণী গহবরের জরায়ুর দু'পাশে
  • নিঃসৃত হরমোন: ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলাক্সিন

শুক্রাশয়
  • অবস্থান: পুরুষ দেহের দেহগহ্বর এর বাইরে ক্রোটাম নামক থলির মধ্যে
  • নিঃসৃত হরমোন: টেস্টোস্টেরন ও অ্যান্ড্রস্টেরণ

অমরা বা প্লাসেন্টা

  • অবস্থান: গর্ভবতী স্ত্রী দেহের জরায়ুর গাত্রে ,কোরিওনিক গোনাডোট্রফিন ।
  • নিঃসৃত হরমোন: ইস্ট্রোজেন প্রজেস্টেরন ।


পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন ও তাদের কাজ

অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোন সমূহ

সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন (STH)

কাজ : প্রশ্ন: মানবদেহের তথা প্রাণী দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। প্রশ্ন: অস্থি ও তরুণাস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। প্রশ্ন: শর্করা প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে। প্রশ্ন: এই হরমোন কম খরনে বামনত্ব এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা এক্রোমেগালি রোগ হয় হয়।

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)

কাজ : প্রশ্ন: থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করা। প্রশ্ন: থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করা প্রশ্ন: দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করা । প্রশ্ন: এই হরমোনের কম ক্ষরণে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থির আকার বেড়ে যায়।

অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন (ACTH)

কাজ : প্রশ্ন: এড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করেপ্রশ্ন: এড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন: এই হরমোনের ক্ষরণ বেড়ে গেলে এড্রিনাল কর্টেক্স এর ক্ষরণ বেড়ে গিয়ে কুশিং বর্ণিত রোগ হয়।

গোনাডোট্রপিক হরমোন (GTH)

কাজ : প্রশ্ন: গোনাড বা জনন গ্রন্থি (শুক্রাশয় ও ডিম্বাশয়) এর বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)

কাজ : প্রশ্ন: স্ত্রীদেহের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হতে সাহায্য করে।

ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (ICSH)

কাজ : প্রশ্ন: সপুরুষ দেহে শুক্রাশয় এর ইন্টারস্টিশিয়াল কোষ সমূহ কে উদ্দীপিত করে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণে সাহায্য করে।

লিউটিনাইজিং হরমোন (LH)

কাজ : প্রশ্ন: স্ত্রীদেহের ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি গঠনে এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।

প্রোল্যাকটিন বা লিউটোট্রফিক হরমোন (LTH)

কাজ : প্রশ্ন: মাতৃ দেহে স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে।


পিটুইটারির মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোন সমূহ

মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন (MSH)

কাজ : প্রশ্ন: এই হরমোন স্তন্যপায়ী প্রাণী ছাড়া অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের মেলানিন উৎপাদনে সাহায্য করে ত্বকের বর্ণ গঠন করে।

পিটুইটারির পশ্চাদ্ভাগ থেকে ক্ষরিত হরমোন সমূহ

অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন (ADH)

কাজ : প্রশ্ন: বৃক্কীয় নালিকা পুনশোষণে সাহায্য করে। প্রশ্ন: এর কম খরনে শর্করা বিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। প্রশ্ন: রক্ত বাহির প্রাচীর সংকুচিত করে রক্তচাপ বাড়ায়।

অক্সিটোসিন

কাজ : প্রশ্ন: বগর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটে রুল ও প্লাসেন্টা নির্গমনের সাহায্য করে। প্রশ্ন: দুগ্ধ ক্ষরণে সাহায্য করে।


হরমোন অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্ন: প্রথম হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন কোন বিজ্ঞানী ?
উত্তর: বেলিস এবং স্টারলিং।

প্রশ্ন: হরমোন সাধারণত কি কি নিয়ে গঠিত ?
উত্তর: প্রোটিন , অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড ইত্যাদির সমন্বয়ে গঠিত ।

প্রশ্ন: যে সব গ্রন্থি অনাল ও সনাল গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের কি বলে ?
উত্তর: মিশ্র গ্রন্থি ।

প্রশ্ন: যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে সেই গ্রন্থির নাম কি ?
উত্তর: এন্ডোক্রিন গ্রন্থি ।

প্রশ্ন: যে গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে ক্ষরিত হয় সেই গ্রন্থির নাম কি ?
উত্তর: এক্সোক্রিন গ্রন্থি ।

প্রশ্ন: যে গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত সেই গ্রন্থির নাম কি ?
উত্তর: মিশ্র গ্রন্থি ।

প্রশ্ন: যে অঙ্গে হরমোন কাজ করে তার নাম কি ?
উত্তর: টার্গেট বা লক্ষ্য অঙ্গ ।

প্রশ্ন: প্রশ্ন: রাসায়নিক বার্তাবহ কাকে বলা হয় ?
উত্তর: হরমোন কে।

প্রশ্ন: প্রাণী দেহে দৌত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে কে ?
উত্তর: হরমোন।

প্রশ্ন: প্রশ্ন: প্রোটিন ধর্মী হরমোন কি কি ?
উত্তর: গ্রোথ হরমোন (S.T.H.),প্যারাথমোন ।

প্রশ্ন: প্রশ্ন: অ্যামাইনোধর্মী হরমোন কি কি ?
উত্তর: অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন ।

প্রশ্ন: পেপটাইড ধর্মী হরমোন কি কি ?
উত্তর: ইন্সুলিন এবং ডেসোপ্রেসিন।

প্রশ্ন: উদ্ভিদ দেহের কোন কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে ?
উত্তর: ভাজক কলায় বিশেষ করে কাণ্ড ও মূলের অগ্র ভাগে অবস্থিত তরুন কোষের মধ্যে উৎপত্তি লাভ করে ।

প্রশ্ন: উদ্ভিদ দেহের হরমোনের প্রধান উৎপত্তি স্থল কোথায় ?
উত্তর: ভাজক কলা।

প্রশ্ন: প্রশ্ন: প্রাণী দেহের হরমোনের প্রধান উৎপত্তি স্থল কোথায় ?
উত্তর: অনাল গ্রন্থি ।

প্রশ্ন: প্রশ্ন: হরমোন প্রাণী দেহে কি হিসাবে কাজ করে ?
উত্তর: রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল ম্যাসেঞ্জার হিসাবে ।

প্রশ্ন: প্রশ্ন: স্নায়ুতন্ত্র প্রাণীদেহে কি হিসাবে কাজ করে ?
উত্তর: ভৌত সমন্বয় কারী হিসাবে ।

প্রশ্ন: প্রশ্ন: পলিপেপটাইড ধর্মী হরমোন কি কি ?
উত্তর: ACTH , থাইমোসিন ।

প্রশ্ন: প্রশ্ন: স্টেরয়েডধর্মী হরমোন কি কি ?
উত্তর: অ্যালডোস্টেরন , টেস্টোস্টেরন , ইস্ট্রোজেন ।

প্রশ্ন: N2 ঘটিত জৈব অম্ল হরমোন কি কি ?
উত্তর: অক্সিন ।

প্রশ্ন: N2 বিহীন জৈব অম্ল হরমোন কি কি ?
উত্তর: জিব্বেরেলিন।

প্রশ্ন: N2 ঘটিত জৈব ক্ষার কি কি ?
উত্তর: কাইনিন।

প্রশ্ন: গ্যাসীয় হরমোনের নাম কি ?
উত্তর: ইথিলিন ।

প্রশ্ন: উদ্ভিদ দেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের নাম কি ?
উত্তর: অক্সিন ।

প্রশ্ন: অক্সিন আর কি নামে পরিচিত ?
উত্তর: হেটেরো অক্সিন ।

প্রশ্ন: প্রাকৃতিক হরমোন গুলো কি কি ?
উত্তর: অক্সিন , জিব্বেরেলিন , কাইনিন , অ্যাবসাইসিক অ্যাসিড ।

প্রশ্ন: কৃত্রিম হরমোন গুলো কি কি ?
উত্তর: ইন্ডল প্রোপায়নিক অ্যাসিড (IPA), ন্যাপথালিন অ্যসেটিক অ্যসিড ,(NAA),ভাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (DAA বা 2,4-D),ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড (IBA)ইত্যাদি।

প্রশ্ন: প্রকল্পিত হরমোনগুলি কি কি ?
উত্তর: ফ্লোরিজেন , ডরমিন , ভারনালিন , রাইজোক্যালিন , ফাইলোক্যালিন ।

প্রশ্ন: অক্সিনের রাসায়নিক নাম কি ?
উত্তর: ইভোল অ্যাসেটিক অ্যাসিড ।

প্রশ্ন: অক্সিন কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয় ?
উত্তর: ট্রিপটোফ্যান ।

প্রশ্ন: অক্সিনের পরিবহন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয় ?
উত্তর: ব্যাপন।

প্রশ্ন: অক্সিনের আবিস্কার করেন কোন বিজ্ঞানী ?
উত্তর: বিজ্ঞানী ভেন্ট ।

প্রশ্ন: কোন গাছ থেকে প্রথম অক্সিন আবিস্কৃত হয় ?
উত্তর: জই গাছের ভ্রান মুকুলাবরণীতে ।

প্রশ্ন: অক্সিন সাধারণত কি কি সহযোগে গঠিত ?
উত্তর: কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন এবং নাইট্রোজেন ।

প্রশ্ন: অক্সিনের রাসায়নিক সংকেত কি ?
উত্তর: C10 H9 O2N ।

প্রশ্ন: উদ্ভিদের অক্সিনের প্রবাহ সবসময় কোন দিকে হয় ?
উত্তর: মেরুবর্তী ।

প্রশ্ন: কোথায় অক্সিনের ক্রিয়া সবথেকে ভালো হয় ?
উত্তর: অন্ধকারে ।

প্রশ্ন: কৃত্রিম অক্সিন গুলো কি কি ?
উত্তর: IPA ,IBA , 2,4D , NAA

প্রশ্ন: অক্সিন প্রধানত কয় প্রকার ?
উত্তর: তিন প্রকার । যথা-অক্সানোট্রায়ালিক অ্যাসিড বা অক্সিন a ,অক্সোনোলিক অ্যাসিড বা অক্সিন b,হেটেরো অক্সিন বা ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ।

প্রশ্ন: অক্সিন সাধারনত উদ্ভিদ দেহের কোন কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে ?
উত্তর: বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ , ভ্রূণ মুকুলাবরনী বা কোলিওপটাইল , ভ্রূণ ও কচিপাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয় ।

প্রশ্ন: নারকেলের দুধে কোন হরমোন থাকে?
সাইটোকাইনিন

প্রশ্ন: কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে?
সাইটোকাইনিন পত্রমোচন বিলম্বিত করে।

প্রশ্ন: আগাছা নাশক হিসাবে ব্যবহৃত একটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও।
2,4-D

প্রশ্ন: পার্থেনোকার্পি ও পার্থেনোজেনেসিস এর পার্থক্য কি?
বীজবিহীন ফল উৎপাদন করার বৈজ্ঞানিক পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি তে কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়।

প্রশ্ন: নিষেক ছাড়াই অপত্য জীবের সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় ?
পার্থেনোজেনেসিস। মৌমাছির ক্ষেত্রে পার্থোনোজেনেসিস দেখা যায়।

প্রশ্ন: কাকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়?
হাইপোথ্যালামাস কি প্রভু গ্রন্থির প্রভু বলা হয়।

প্রশ্ন: কোন হরমোন BMR নিয়ন্ত্রণ করে?
থাইরক্সিন হরমোন BMR নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন: একটি কিটোজেনিক হরমোন এর উদাহরণ দাও
থাইরক্সিন হরমোন।

প্রশ্ন: একটি অ্যান্টি কিটোজেনিক হরমোন এর উদাহরণ দাও।
ইনসুলিন

প্রশ্ন: কোন হরমোনের কম খরনে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়?
ইনসুলিন

প্রশ্ন: রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত ?
80 থেকে 120 মিলিগ্রাম প্রতি 100 এমএল রক্তে

প্রশ্ন: কোন হরমোন যকৃতে শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে?
গ্লুকাগন

প্রশ্ন: কোন হরমোন BMR বৃদ্ধি করে?
অ্যাড্রিনালিন

জিব্বেরেলিন হরমোন কিভাবে প্রথম আবিষ্কৃত হয়েছিল?
অথবা 
প্রথম কোথায় GA দেখা যায় ?
জাপানী উদ্ভিদবিদ কুরোসাওয়া ধানের চারার বেকান রোগের তদন্ত করতে গিয়ে গিব্বেরেলিন আবিষ্কার করেছিলেন।সেখানে তিনি গাছের সংক্রামিত ছত্রাক , জিব্বেরেলা ফুজিকুরোই (Gibberella fujikuroi) এর দেহে সর্বপ্রথম GA লক্ষ করেন।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.