ইনফুন্ডিবুলুম কি বা কাকে বলে ?
ইনফুন্ডিবুলাম হলো একটি ফানেল-আকৃতির গহ্বর বা অঙ্গ।শারীর বিদ্যায় ইনফান্ডিবুলাম শব্দের বহু প্রচলন আছে যেমন:
মস্তিষ্ক এর ইনফান্ডিবুলাম:পশ্চাৎ পিটুইটারি হাইপোথেলামাস জেলের মত অংশ দিয়ে যুক্ত থাকে তাকে ইনফান্ডিবুলাম বা পিটুইটারি বৃন্ত (Pituitary stalk) বলা হয়।।
চুলের ফলিকাল এর ইনফান্ডিবুলাম: এমন কাপ বা ফানেল এর ন্যায় অংশ যা একটি চুলের ফলিক বৃদ্ধি করে।
হৃদপিন্ডের ইনফুন্ডিবুলাম: কনস আর্টেরিয়াস, ডান ভেন্ট্রিকলের বহির্মুখ অংশ।
ফুসফুস এর ইনফান্ডিবুলাম : ফুসফুসের অ্যালভিওলাই থলি , যেখান থেকে বায়ু চেম্বারগুলি খোলা হয়, তাকে ইনফুন্ডিবুলাও বলা হয়।
সাইনাস ইনফান্ডিবুলাম: নাকের তিনটি ইনফুন্ডিবুলার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ।: সম্মুখ ইনফুন্ডিবুলাম এবং ম্যাক্সিলারি ইনফুন্ডিবুলাম এর মধ্য দিয়ে অবস্থিত।
জরায়ু নলের ইনফুন্ডিবুলাম: ডিম্বাশয়ের নিকটতম স্তন্যপায়ী ডিম্বাশয়ের ফানেলের মতো শেষ অংশ ।
গলব্লাডার এর ইনফান্ডিবুলাম: পিত্তথলির ইনফুন্ডিবুলাম। "neck" of the gallbladder নামে পরিচিত।
রেনাল পেলভিস: কখনও কখনও রেনাল ইনফুন্ডিবুলাম নামে পরিচিত ।
তাহলে বুঝতেই পারছ ইনফান্ডিবুলাম একটা টার্ম শুধুমাত্র
এই শব্দটার দ্বারা দেহের সেই প্রত্যঙ্গ কে বোঝায় যা ফানেলের ন্যায় দেখতে হয়।
বি: দ্র: মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য প্লে স্টোরে রয়েছে মাধ্যমিক বন্ধু অ্যাপ্লিকেশন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।