
সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর: উত্তর বিচিত্রা রায় ও মার্টিন | বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল
উত্তর 212 ডিগ্রী ফারেনহাইট।
2. পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো?
উত্তর: পারমাণবিক ক্রমাংক বলতে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে বোঝায়। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাংক 1।
3. 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন?
উত্তর: 537 ক্যালোরি।
4. বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে ?
উত্তর: ঘনীভবন বলে।
5. কোন মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝায় ?
উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যাকেই ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন ডয়টেরিয়াম এর ভর সংখ্যা 2।
6. ফেরিক ক্লোরাইড এর সংকেত কি ?
উত্তর: FeCl2
7. অ্যামোনিয়াম সালফেট এর সংকেত কি ?
উত্তর: (NH₄)₂SO₄
8. সমতা বিধান করো:
NaOH + H2SO4 => Na2SO4 + H2O
উত্তর: 2NaOH + H2SO4 = Na2SO4 + 2H2O
9. শীতকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন ?
উত্তর: কুকুরের দেহে ঘর্মগ্রন্থি নেই।সাধারণত বিভিন্ন প্রাণী প্রচণ্ড গরমে ঘেমে যায় এবং সেই ঘাম দেহ থেকে লীন তাপ নিয়ে বাষ্পীভূত হয়। এতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়।কুকুরের ক্ষেত্রে এই সুবিধা না থাকায় কুকুর জিব বের করে হাঁপায় যাতে জিভ দিয়ে লালা ঝরার সময় সেই লালা জিভ থেকে লিভ নিয়ে কুকুরের দেহের তাপমাত্রা কমিয়ে দেয়।
10. কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা যোগ করলে কি উৎপন্ন হয় ? সমীকরণসহ লেখ এবং এটি কি ধরনের বিক্রিয়া ?
উত্তর: জিংক ক্লোরাইড ও কপার উৎপন্ন হবে।
🔸 CuCl2 + Zn = ZnCl2 + Cu
🔸 এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া।
Model activity 1 : Bally Bangasishu Balika Vidyalaya | সপ্তম শ্রেণির মডেল ১ এখানে ক্লিক করো।
সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি প্রশ্ন-উত্তর রায় ও মার্টিন
11. খাদ্য সংশ্লেষের সময় জল কি হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর: পরিবাহক হিসেবে।
12. একটি দুগ্ধ শর্করার উদাহরণ দাও।
উত্তর: ল্যাকটোজ।
13. ওজন হিসাবে জেলিফিশের জলের পরিমাণ কত?
জেলি ফিশের দেহে শতকরা 90% জল।
14. আজ থেকে 500 বছর আগে কোন মহাদেশের বিভিন্ন দেশে স্কার্ভি একটা প্রচলিত ছিল ?
উত্তর: ইউরোপের বিভিন্ন দেশে।
15. রক্তনালীর গায়ে লিপিড জমে তার বেশ কমে গেলে কোন অঙ্গের নানান সমস্যা হয় ?
উত্তর: রক্তনালীর গায়ের অতিরিক্ত লিপির জমে হৃৎপিণ্ড ও যকৃতের নানান সমস্যা তৈরি হয়।
16. উদ্ভিদ ও প্রাণীর কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে লেখ।
উত্তর:
- উদ্ভিদরা মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে।
- প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য,প্রাণিজ খাদ্য দাজ্জাল থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে।
17. জল ছাড়া উদ্ভিদের খাদ্য তৈরীর সময় কি কি পাওয়া যায়?
খাদ্য তৈরীর সময় জল ছাড়া ও শর্করা জাতীয় খাবার অর্থাৎ গ্লুকোজ (C6H12O6) এবং অক্সিজেন পাওয়া যায়।