সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর: উত্তর বিচিত্রা রায় ও মার্টিন

1. অ্যালুমিনিয়াম এর সংকেত কি ?
উত্তর: Al
2. দুধে কোন ভিটামিন থাকে না ?
উত্তর: ভিটামিন সি
3. কঠিন থেকে তরলে অবস্থার পরিবর্তনের নাম কি ?
উত্তর: গলন
4. পৃথিবীপৃষ্ঠে কত ভাগ জল?
উত্তর: শতকরা 65 ভাগ
5. একটি সেলসিয়াস থার্মোমিটার কে ফুটন্ত জলের বদলে পারদ স্তম্বের সর্বোচ্চ উষ্ণতার মান কত হবে?
উত্তর: 100 ডিগ্রী সেলসিয়াস বা 212 ডিগ্রী ফারেনহাইট
6. এস আই পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর: জুল।
7. কোন ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়?
উত্তর: ভিটামিন A
8. কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ছাড়া অপর খাদ্য উপাদান টি কি?
উত্তর: জল।
9. কাকে রাত গাছের রান্নাঘর বলে?
উত্তর: পাতাকে।
10. মৌলের পরমাণু থেকে একবার একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায় তখন কোন আয়ন উৎপন্ন হয়?
উত্তর: ধনাত্মক আয়ন উৎপন্ন হয়।
11. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোন মৌল বা যৌগের একটি অণু যতগুলো পরামানু দিয়ে গঠিত সেই সংখ্যাকেই ওই মৌল বা যৌগের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 2।
Model activity 2: Bally Bangasishu Balika Vidyalaya | সপ্তম শ্রেণির মডেল ২ এখানে ক্লিক করো।
12. পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে ?
উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক ক্রমাংক বলে।
13. প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের যে রোগটি হয় তার নাম কি ?
উত্তর: ম্যারাসমাস ।
14. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ হবে ?
উত্তর -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে।
15. ভিটামিন K এর কাজ লেখ।
- হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন-কে জরুরি। এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে।
- ভিটামিন-কে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো।
- এটি রক্তচাপ কমাতে সাহায্য করে।
- ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।
- ভিটামিন-এ কোলন, পাকস্থলী, লিভার, মুখগহ্বর, প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে কাজ করে।
- এটি হরমোনের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে।
- ভিটামিন-কে মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে।
16. ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়াম এর যোজ্যতা কত?
উত্তর ক্যালসিয়াম এর যোজ্যতা এক।