বাংলা (Bengali) | গণিত (Math) | ইংরেজি (English) | ইতিহাস (History) |
---|---|---|---|
ভূগোল | ভৌত বিজ্ঞান | জীবন বিজ্ঞান | মক টেস্ট (MCQ) |
মাধ্যমিক গণিত অ্যাক্টিভিটি এর উত্তর |Madhyamik mathematics activity task answer
মাধ্যামিক অ্যাক্টীভিটি টাস্ক গণিত ২উত্তরঃ আমরা জানি, $P=\frac{100I}{tr}$ যেখানে , [P= আসল বা মূলধন ,I= সুদ , t=সময় , r=সুদের হার ]
আতএব, মূলধনের পরিমান= $\frac{100\times pnr}{25\times n\times r}$ টাকা = $\frac{\overset{4}{\mathop{\not{1}\not{0}\not{0}}}\,\times p\not{n}\not{r}}{\not{2}\not{5}\times \not{n}\times \not{r}}$ টাকা = 4p টাকা। (b)
2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
অতএব, প্রথম চোঙের উচ্চতা h একক হলে দ্বিতীয় চোঙের উচ্চতা 2h একক হবে।
ধরি, প্রথম চোঙের ভুমির ব্যাসার্ধ r একক এবং প্রথম চোঙের ভুমির ব্যাসার্ধ R একক
আবার, প্রথম চোঙের ভুমির পরিধি : দ্বিতীয় ভুমির পরিধি = 3:4
অতএব, $\frac{2\prod r}{2\prod R}=\frac{3}{4}$ একক
বা, $\frac{\not{2}\not{\prod }r}{\not{2}\not{\prod }R}=\frac{3}{4}$
অর্থাৎ, r=3x একক হলে , R=4x একক হবে।
আমরা জানি, চোঙের আয়তন = $\prod {{r}^{2}}h$ = ভুমির পরিধি × উচ্চতা [r=চোঙের ভুমির ব্যাসার্ধ ,h=উচ্চতা]
অতএব, প্রথম চোঙের আয়তন=$\prod {{(3x)}^{2}}\times h$ একক হলে , প্রথম চোঙের আয়তন=$\prod {{(4x)}^{2}}\times 2h$
অতএব, প্রথম চোঙের আয়তন ÷ দ্বিতীয় চোঙের আয়তন=
=$\frac{\prod{{{(3x)}^{2}}}\times h}{\prod{{{(4x)}^{2}}}\times 2h}$
=$\frac{{\prod }9{{{\not{x}}}^{2}}\times \not{h}}{{\prod }16{{{\not{x}}}^{2}}\times 2\not{h}}$
$=\frac{9}{32}$
উত্তরঃ প্রথম চোঙ ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত 9:32 Ans.
$\therefore OB=\frac{5}{2}cm=2.5cm$
বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 cm
1 বছরের সরল সুদ $\frac{8400}{2}$ টাকা=4200 টাকা
আরও দেখুন | মাধ্যমিক গণিত অ্যাক্টিভিটি -1 এর উত্তর |Madhyamik mathematics activity task 1 Answer
চক্রবৃদ্ধির জন্য অতিরিক্ত সুদ =8652-8400 টাকা=252 টাকা
অতএব, এই 252 টাকা আসলে 4200 টাকার 1 বছরের সরল সুদ।
আমরা জানি, $r=\frac{100I}{Pt}$ যেখানে , [P= আসল বা মূলধন ,I= সুদ , t=সময় , r=সুদের হার ]
অতএব , সুদের হার$=\frac{100\times 252}{4200\times 1}$ টাকা\[=\frac{1\not{0}\not{0}\times 252}{42\not{0}\not{0}\times 1}=6%\]
আবার আমরা জানি, $P=\frac{100I}{rt}$ যেখানে , [P= আসল বা মূলধন ,I= সুদ , t=সময় , r=সুদের হার ]
অতএব, মূলধন$=\frac{100\times 4200}{6\times 1}=100\times 700=70000$ টাকা
অতএব, বীজদ্বয়ের যোগফল$=\alpha +r\alpha =-\frac{b}{a}$
বা, $\alpha (1+r)=-\frac{b}{a}$
বা, ${{\alpha }^{2}}{{(1+r)}^{2}}={{\frac{b}{{{a}^{2}}}}^{2}}$--------(১) [উভয় পক্ষকে বর্গ করে]
আবার বীজদ্বয়ের গুণফল$=\alpha \times r\alpha =\frac{c}{a}$
বা, ${{\alpha }^{2}}r=\frac{c}{a}$ --------(২)
(১) নং কে (২) নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই,$\frac{{{\alpha }^{2}}{{(1+r)}^{2}}}{{{\alpha }^{2}}r}=\frac{\frac{{{b}^{2}}}{{{a}^{2}}}}{\frac{c}{a}}$
বা, $\frac{{{(r+1)}^{2}}}{r}=\frac{{{b}^{2}}}{{{a}^{2}}}\times \frac{a}{c}$
$\therefore \frac{r+1}{r}=\frac{{{b}^{2}}}{ac}$ (প্রমানিত)
প্রামাণ্য বিষয়ঃ $OD\bot AB$ অর্থাৎ OD, AB জ্যা এর উপর লম্ব।
অঙ্কনঃ O,A ও O,B যুক্ত করলাম।
প্রমাণঃ OA=OB [ একই বৃত্তের ব্যাসার্ধ ]
AD=BD [ বলা আছে যেহেতু D, AB এর মধ্যবিন্দু ]
OD সাধারণ বাহু ।
$\therefore \Delta OAD\simeq \Delta OBD$ [SSS শর্তানুসারে]
$\therefore \angle OAD=\angle ODA$ [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন]
আবার যেহেতু OD , AB এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোন উৎপন্ন হচ্ছে,
সুতরাং $\therefore \angle OAD=\angle ODA={{90}^{\circ }}$
$\therefore OD\bot AB$ ( প্রমাণিত)
আতএব , উচ্চতা= 2r
অতএব, আয়তন$=\prod {{r}^{2}}(2r)$ একক $=2\prod {{r}^{3}}$ একক
কিন্তু যদি উচতা ব্যাসার্ধের 6 গুণ হলে , উচ্চতা= 6r
তখন আয়তন হত = $=\prod {{r}^{2}}(6r)$ $=6\prod {{r}^{3}}$
তখন আয়তন বেশি হত = $6\prod {{r}^{3}}-2\prod {{r}^{3}}$ $=4\prod {{r}^{3}}$
শর্তানুসারে, $4\prod {{r}^{3}}=539$
বা, $4\times \frac{22}{7}{{r}^{3}}=539$
বা, ${{r}^{3}}=\frac{\not{5}\overset{49}{\mathop{{\not{3}}}}\,\not{9}\times 7}{\not{2}\underset{2}{\mathop{{\not{2}}}}\,\times 4}$
বা, ${{r}^{3}}=\frac{{{7}^{3}}}{{{2}^{3}}}$
বা, $r=\frac{7}{2}=3.5$ ডেসিমি
Ans. চোঙটির উচ্চতা $3.5\times 2=7$ ডেসিমি