ষষ্ঠ শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১
নিচের প্রশ্নগুলির উত্তর দাও
১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখ।
ভৌত পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
---|---|
1. এই পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু আভ্যন্তরীণ ধর্ম একই থাকে। | 1. এই পরিবর্তনে বস্তুর আভ্যন্তরীণ ধর্মের পরিবর্তন হয়। |
2. এই পরিবর্তনের পর পদার্থকে পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব। | 2. এই পরিবর্তনের পর পদার্থকে পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব নয়। |
3. এই পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় না কেবল বাহ্যিক গঠন পরিবর্তিত হয়। যেমন জল থেকে বরফ হওয়া। | 3. এই পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয়। যেমন অক্সিজেন ও হাইড্রোজেন এর বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। |
২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে?
উত্তর: রাসায়নিক পরিবর্তন ঘটলে নিচের ঘটনাগুলো দেখে বা অনুভব করে বোঝা যেতে পারে:
(i) গন্ধ উৎপন্ন হতে পারে।
(ii) পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে।
(iii) প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে।
শব্দ উৎপন্ন হতে পারে।
৩. মৌটুসী কিভাবে পরাগ মিলনের সাহায্য করে?
উত্তর: মৌটুসী ফুলের মকরন্দ বা মিষ্টি রস পান করে।পান করার সময় তার চঞ্চু ওই ফুলের পরাগরেণু তে স্পর্শ করে এবং চঞ্চুতে তা লেগে যায়।পরবর্তী ফুলে আবার মকরন্দ পান করার সময় চঞ্চুতে লেগে থাকা পরাগ অন্য ফুলে স্থানান্তরিত হয়। এইভাবে মৌটুসী ফুলের পরাগ মিলন সাহায্য করে।
৪. বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
উত্তর: