Class 9 Physical science Model Activity task Answer
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
🔵 জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব :
আরো পড়ুন | নবম শ্রেণী ইংরেজি মডেল অ্যাক্টিভেটেড টাস্ক । Class 9 English model activity task
2. বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে-কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম-অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত হল H,0, যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতিটিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে।
3. অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী 1 মোল কোনো গ্যাস, 1 মোল অন্য যে-কোনো গ্যাসের সমান আয়তন দখল করে থাকবে। পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়াও কীভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্য বস্তু প্রস্তুত করা হয় তারও ধারণা পাওয়া যায়। যেমন—ইস্ট জাতীয় (Saccharomyces cerevisiae) জীব সুগার থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে CO2, ও ইথানল উৎপন্ন করে। ইস্ট কার্বন ডাইঅক্সাইড বুদ্বুদ উৎপন্ন করে CO2,-এর মাত্রা বৃদ্ধি করে। CO2, গ্যাসের বুদ্বুদে গ্যাসের আয়তনের বৃদ্ধি অ্যাভোগাড্রো নীতিকে অনুসরণ করে।
🔵 পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব : 1. পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করলে গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। যেমন-$6.011x{{10}^{23}}$সংখ্যকবা অ্যাভোগাড্রোসংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম
উত্তরঃ STP তে সংখ্যক অণুর ভর 3.2 g
অর্থাৎ STP তে $3.011x{{10}^{23}}$ সংখ্যক অণুর ভর 32 g
অর্থাৎ STP তে $ 6.022x{{10}^{23}}$ সংখ্যক অণুর বা 1 মোল ঐ যৌগের ভর 64 g
◾ ওই গ্যাসীয় যৌগটির আণবিক গুরুত্ব 64
◾ STP-তে 3.2 গ্রাম অর্থাৎ $\frac{3.2}{64}$ মোল গ্যাসীয় যৌগের আয়তন $22.4\times \frac{\not{3}.\not{2}}{\not{6}\underset{2}{\mathop{{\not{4}}}}\,}$ লিটার = 1.12 লিটার।
অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান = সরণ × 0 = 0
Ans. কৃতকার্যের পরিমাণ 0। তাই এই বল কে আমরা কার্যহীন বল বলতে পারি।
>
বস্তুটির প্রাথমিক বেগ (u)= 0
বস্তুটির অন্তিম বেগ (v) = u+ gt = gt= 9.81×3 মিটার /সেকেন্ড = 29.43 মিটার /সেকেন্ড
বস্তুটির গতিশক্তি= $\frac{1}{2}m{{v}^{2}}$ = $\frac{1}{2}\times 0.1\times {{(29.43)}^{2}}$ জুল = 43.30 জুল
Writter: Aslam Mondal
|
|||||
Village Resource Person (WB Govt)
|
|||||
|
|||||