আজকে আমরা ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ৩ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব । এছাড়াও আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য থাকবে প্রতিদিনের মকটেস্ট বা বিষয়ভিত্তিক কুইজ । কোন সমস্যা বা পরামর্শ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ কর । তাহলে চল শুরু করা যাক আজকের পর্বঃ
ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ৩
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ
১. কোন রাশির একক বলতে কী বোঝায় ?
কোন রাশির একক বলতে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মান কে বোঝায়, যার সাথে পরিমাপযোগ্য রাশির তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়।
২. SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।
উত্তরঃ SI একক ব্যাবহারের সুবিধা হলঃ
(i) যেকোন ভাষা বা দেশের ক্ষেত্রে SI পদ্ধতিতে একক একই হওয়াতে কোনো সমস্যা হয় না।
(ii) SI পদ্ধতি মেট্রিক পদ্ধতি হওয়ায় বড় বা ছোট এককে পরিণত করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করলেই হয়।
(iii) বিভিন্ন উপসর্গ ( কিলো , ডেকা , মিলি ) ব্যবহার করে বড় ও ছোট মান SI এককে প্রকাশ করা যায়।
৩. একটি মাপনি চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে।
উত্তরঃ
যেহেতু পাথরটি ছোট তাই এক্ষেত্রে সুতো দিয়ে বেঁধে পাথরটিকে তরলে ডুবিয়ে পরিমাপ প্রক্রিয়াটি করব না। দুটি ধাপে আমরা এটি করব:
প্রথম ধাপ:
একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পাথরটির ভর পরিমাপ করলাম। ধরি পাথরটির ভর m গ্রাম।
দ্বিতীয় ধাপ:
একটি মাপনি চোঙ এমনভাবে জল পূর্ণ করলাম যাতে অন্তত পাথরটি সম্পূর্ণ ডোবানো যায়। এবার চোঙের পাঠ নিলাম। ধরি চোঙের পাঠ x cc। এবার পাথরটিকে চোঙ এর মধ্যেই ফেলে দিলাম। দেখবো চোঙের পাঠ বেড়ে গেছে। ধরি চোঙের পাঠ y cc।
অর্থাৎ ছোট পাথরটির আয়তন (y-x) cc
অন্তিম হিসাব:
পাথরটির ঘনত্ব = (ভর ÷ আয়তন)
= $\frac{m}{y-x}$ গ্রাম / cc
8. একটি লোহার বলের ব্যাস 10 সেন্টিমিটার হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো।
উত্তরঃ
আমরা জানি ,
বলের ওপরের তলের ক্ষেত্রফল= $\pi \times $ ব্যাস × ব্যাস
$=(3.14\times 10\times 10)$ বর্গ সেমি। $\left[ \pi =3.14 \right]$
=314 বর্গ সেমি।
৫. গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো।
উত্তরঃ
গড় সৌরদিন = 24 ঘণ্টা
24 ঘণ্টা = $24\times 60\times 60$ সেকেন্ড
= 86400 সেকেন্ড ।