দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর উত্তর
চিত্র: আদর্শ বা ইউক্যারিয়টিক ক্রোমোজোম |
◾ ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী কেন ?
DNA | RNA |
---|---|
dna হল দ্বিতন্ত্রী অর্থাৎ দুটি পলিনিউক্লিওটাইড শৃংখল বিশিষ্ট। | rna হল একটি পলিনিউক্লিওটাইড শৃংখল বিশিষ্ট। |
dna তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। | rna তে রাইবোজ শর্করা থাকে। |
dna তে ইউরাসিল বেস থাকে না। | rna তে থাইমিন বেস থাকেনা। |
dna প্রতিলিপি গঠন করতে পারে। | rna প্রতিলিপি গঠন করতে পারে না। |
dna বংশগতির বৈশিষ্ট্য বহন করে। | কতিপয় ভাইরাস ছাড়া rna অধিকাংশ জীবে বংশগতির বৈশিষ্ট্য বহন করেনা। |
dna কার্যকরভাবে চিরস্থায়ী। | rna কার্য কতভাবে ক্ষণস্থায়ী। |
dna প্রধানত নিউক্লিয়াসে পাওয়া যায়। এছাড়াও মাইটোকনড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। | rna পাওয়া যায় ক্রোমোজোম , নিউক্লিওলাস, সাইটোপ্লাজম ও রাইবোজোমে। |
dna সরাসরি প্রোটিন তৈরি করতে পারে না। | rna সরাসরি প্রোটিন তৈরি করতে পারে। |
◾ উত্তরঃ ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য
বিষয় | ট্রপিক চলন | ন্যাস্টিক চলন |
---|---|---|
উদ্দীপকের ভূমিকা | ট্রপিক চলন উদ্দীপকের উৎসের অভিমুখ এর উপর নির্ভর করে। | ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। |
চলন এর প্রকৃতি | ট্রপিক চলন স্থায়ী ও বৃদ্ধিজনিত। | ন্যাস্টিক চলন অস্থায়ী ও রসস্ফীতি জনিত। |
হরমোনের ভূমিকা | টপিক চলনঅক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। | ন্যাস্টিক চলনে অক্সিন হরমোনের কোন ভূমিকা নেই। |
উদাহরণ | গাছের ডাল আলোর দিকে বেঁকে যাওয়া। | বেশি উষ্ণতায় টিউলিপ ফুল ফোটা। |