তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য
তেজস্ক্রিয় পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
---|---|
1. সমস্ত ভৌত শর্ত যেমন চাপ , উষ্ণতা ,আলোক, শব্দ ,তড়িৎ ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত নয়। | 1. বিভিন্ন ভৌত শর্তের পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়ার গতি ও অভিমুখ পরিবর্তিত হয়। |
2. এটি একমুখী পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনে উৎপন্ন নিউক্লিয়াস কখনোই বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে না। | 2. এই পরিবর্তন একমুখী বা অভিমুখে দু ধরনের হতে পারে। |
3. প্রারম্ভিক ও উৎপন্ন নিউক্লিয়াসের ভরের পার্থক্য শক্তিরূপে নির্গত হয়। | 3. বন্ধন গঠন বা বন্ধনে মুক্ত শক্তি তাপ শক্তি রূপে উৎপন্ন বা শোষিত হয়। |
4. সর্বদায় শক্তি উৎপন্ন হয় এবং নির্গত শক্তির পরিমাণ অনেক বেশি। | 4. নির্গত দূষিত শক্তির পরিমাণ তেজস্ক্রিয় পরিবর্তনের তুলনায় অনেক কম। |
5. এটি নিউক্লিয় ঘটনা। | 5. এটি আণবিক ঘটনা। |
6. তেজস্ক্রিয় পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয়। | 6. রাসায়নিক পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয় না। |
7. কোন তেজস্ক্রিয় মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের তেজস্ক্রিয়তার সমান। | 7. কোন মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের ধর্ম সম্পূর্ণ পৃথক। |
8. তেজস্ক্রিয় পরিবর্তন এক ক্রম বিক্রিয়ার হারের সূত্রানুসারে ঘটে। | 8. রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার ক্রোমের বৈচিত্র অনেক বেশি। |