
লিন্ডেম্যান এর দশ শতাংশের সূত্র:
প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্র গৌণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তরিত হয় ততই শক্তির যোগান কমতে থাকে। বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান 1942 সালে তার বিখ্যাত "দশ শতাংশের সূত্র" ( 10 percent Law) অনুসারে বাস্তুরীতির মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন।সূত্রটি ঠিক এইরূপ:
প্রতিটি ট্রাফিক লেভেল এ গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তর এর জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে।
এই তথ্য অনুসারে দেখা যায় যে, খাদ্যশৃংখলের প্রতিটি স্তরে 10 শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়।এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ শারীর বৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টি স্তরে পৌঁছাতে পারে না।
নিচের প্রবাহ চিত্রে লিন্ডেম্যান এর দশ শতাংশ নীতি ব্যাখ্যা করা হলো।

বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র অনুসরণ করে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে যে শক্তিতে রূপান্তরিত করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আবার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে শক্তি রূপান্তরিত হওয়ার সময়ে হ্রাস পায়।বাস্তুতন্ত্রে সৌরশক্তি থেকে উদ্ভিদের দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়া তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কে অনুসরণ করে।আবার বিভিন্ন খাদক স্তরে রূপান্তরিত হওয়ার সময়ে যে শক্তি হ্রাস পাই তা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়।