শ্বসন ও দহনের পার্থক্য
শ্বসন | দহন |
---|---|
1. শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। | 1. দহন অজৈব ও রাসায়নিক প্রক্রিয়া |
2. শ্বসনের সময় খাদ্যবস্তু ধাপে ধাপে জারিত হয়ে শক্তি নির্গত হয় বলে এটি একটি নিয়ন্ত্রিত দহন প্রক্রিয়া। | 2. দোহনের সময় অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত তাপ নির্গত হয় বলে এটি অনিয়ন্ত্রিত প্রক্রিয়া। |
3. এই প্রক্রিয়ায় উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। | 2. দহন প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই। |
4. শ্বসন জীব দেহের প্রতিটি সজীব কোষে ঘটে। | 4. দহন যে কোন দাহ্য বস্তু তে যে কোন সময় সম্ভব। |
5. শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়াও সম্ভব। | 5. দহন প্রক্রিয়া অক্সিজেন ছাড়া সম্ভব নয়। |
6. শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে। | 6. দহনে শক্তির মুক্তির দ্রুত ঘটে। |
7. শ্বসন প্রক্রিয়ায় আলো উৎপন্ন হয় না কিন্তু তাপ উৎপন্ন হয়। | 7. দহন প্রক্রিয়ায় আলো তাপ উৎপন্ন হয়। |
8. শ্বসনের উৎপন্ন শক্তি ATP অনুতে সঞ্চিত হয়। | 8. উৎপন্ন শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে। |