আজকে আমরা দশম শ্রেণীর অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায়ের সাজেশন মুলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।পরবর্তী পর্ব গুলিতে আমরা Class 10 life science suggestion এর প্রশ্ন উত্তর আনতে থাকব যাতে এই অধ্যায় সম্পূর্ণ হয়।
Class 10 life science suggestion part 1
1. রাসায়নিক বিবর্তনবাদের জনক কে?
উঃ- রাসায়নিক বিবর্তনবাদের জনক বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন।
2. গরম তরল স্যুপ কাকে বলে?
উঃ- আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে সরল জৈব যৌগ গুলি বিভিন্ন বিক্রিয়া দ্বারা নানা জটিল জৈব যৌগ যেমন জটিল কার্বোহাইড্রেট , প্রোটিন , ফ্যাট নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে।এই জটিল বিক্রিয়া গুলিতে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়েছিল সৌর শক্তি ও বজ্রপাত। প্রাচীন পৃথিবীতে প্রাণ উৎপত্তির পূর্বে, প্রথম প্রাণকনা সৃষ্টির জন্য প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক উপাদান গুলি সমুদ্রের উত্তপ্ত জলে অবস্থান করেছিল।বিজ্ঞানী হ্যাল্ডেন এর মতে জৈব যৌগ মিশ্রিত সমুদ্রের এই জলকে তিনি হট ডাইলিউট সুপ বা গরম তরল স্যুপ আখ্যা দিয়েছেন।
3. কোয়াসারভেট কি?
প্রাচীন পৃথিবীতে উত্তপ্ত লঘু সুপের মধ্যে সীমানা পর্দাবৃত জৈব যৌগপূর্ণ যে কলয়েড বিন্দু বা কনা থেকে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল তাকে, কোয়াসারভেট বলে । এতে প্রোটিন ,ফ্যাট ,শর্করা, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি প্রাণ সৃষ্টির উপাদান ছিল।
4. মাইক্রোস্ফিয়ার কি?
আদিম পৃথিবীতে দ্বি লিপিড পর্দাবৃত ATP ব্যবহারে সক্ষম বৃদ্ধি ও বিভাজনঅক্ষম যে যৌগ গঠন করে তার নাম মাইক্রোস্ফিয়ার।প্রাচীন পৃথিবীতে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথমে প্রোটিনয়েড এবং পরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়।
5. মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কি ছিল?
উঃ- 2:2:1
দশম শ্রেণীর অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায়ের সাজেশন
6. পৃথিবীতে প্রাণের সৃষ্টি কবে হয়?
উঃ- পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় 300 কোটিআনুমানিক কোটি বছর পূর্বে। উল্লেখ্য যে, আনুমানিক 390 - 430 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবের অস্তিত্ব ছিল। যদিও সবচেয়ে প্রাচীন সালোকসংশ্লেষ কারী সায়ানোব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় 330 থেকে 350 কোটি বছর আগে।
7. ছকের মাধ্যমে বিবর্তনের মুখ্য ঘটনাগুলি দেখাও।
উঃ- খুব শীঘ্রই এর উত্তর প্রকাশ হচ্ছে বিশেষ গ্রাফিক্স এর মাধ্যমে।