মেন্ডেলিভের পর্যায় সারণির তুলনায় দীর্ঘ পর্যায় সারণি অধিক গ্রহণযোগ্য। এর কতগুলো কারণ নিম্নে উল্লেখ করা হলো:
মেন্ডেলিভ অপেক্ষা আধুনিক পর্যায় সারণি অধিক গ্রহণযোগ্য
প্রথমত: মেন্ডেলিভের পর্যায় সারণিতে মৌল গুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল। কিন্তু দীর্ঘ পর্যায় সারণিতে মৌল গুলিকে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে। দীর্ঘ পর্যায় সারণিতে এইরকম সাজানোর ফলে প্রতিটি শ্রেণীর মৌল গুলির বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস একই রকম হয়। তাই মৌল গুলির রাসায়নিক ধর্ম ও একই শ্রেণীর মৌল গুলির সাদৃশ্য বা মিল ব্যাখ্যা করতে দীর্ঘ পর্যায় সারণী অধিক কার্যকরী।
দ্বিতীয়তঃ মেন্ডেলিভের পর্যায় সারণিতে একই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন উপশ্রেণীর মৌল গুলির ধর্মের মিল খুবই কম।দীর্ঘ পর্যায় সারণিতে উপশ্রেণি গুলি সরিয়ে ফেলে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণীতে মৌল গুলিকে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণির এই অসঙ্গতির দূর করা গেছে।
তৃতীয়তঃ মেন্ডেলিভের পর্যায় সারণিতে তৃতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায় এর VIII শ্রেণীতে প্রতিটি ঘরে তিনটি করে মৌলকে স্থান দেওয়া হয়েছিল যেমন Fe, Co, Ni যা পর্যায় সারণির মূল নীতির বাইরে। দীর্ঘ পর্যায় সারণিতে মৌল গুলি পৃথক পৃথক শ্রেণীতে স্থান পেয়েছে।
চতুর্থত: মেন্ডেলিভের পর্যায় সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌল গুলিকে সাজানোর চেষ্টা করা হলেও রাসায়নিক ধর্ম কে প্রাধান্য দিতে গিয়ে বেশকিছু মৌলের ক্ষেত্রে এই নীতি লঙ্ঘন করা হয়েছে যেমন পটাশিয়াম (K) এর পারমাণবিক ভর আর্গনের (Ar) অপেক্ষা কম হলেও মেন্ডেলিভের পর্যায় সারণিতে পটাশিয়ামের (K) স্থান আর্গনের(Ar) পরে। দীর্ঘ পর্যায় সারণিতে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মৌল গুলিকে সাজানোর ফলে এই অসঙ্গতির দূর করা গেছে যেমন পটাশিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক আর্গনের চেয়ে বেশি হওয়ায় আর্গনের পরে পটাসিয়ামকে স্থান দেওয়া হয়েছে।
পঞ্চমত: কোন একটি মৌলের বিভিন্ন আইসোটোপ এর পারমাণবিক ভর আলাদা আলাদা হলেও মেন্ডেলিভের পর্যায় সারণিতে এদের একই ঘরে স্থান দেওয়া এই সারণির অন্যতম ত্রুটি । যেহেতু কোনো মৌলের আইসোটোপ গুলির পরমাণু ক্রমাঙ্ক সমান তাই দীর্ঘ পর্যায় সারণিতে আইসোটোপ গুলিকে একই ঘরে স্থান দেওয়া যুক্তি পূর্ণ।