C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণ
যে সমস্ত উদ্ভিদ C4 চক্র মেনে চলে তাদের C4 উদ্ভিদ বলে। যেমন প্যাপিরাস, আখ, কৃষ্ণ স্যাকসাল, শ্যাডস্কেল, ভুট্টা, মিলেট ইত্যাদি।
C4 চক্র কাকে বলে?
হ্যাচ ও স্ল্যাক চক্রে প্রথম যৌগ হল চার কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড তাই হ্যাচ ও স্ল্যাক চক্র কে C4 চক্র বলে।
হ্যাচ ও স্ল্যাক চক্র কাকে বলে?
আগে ধারণা ছিল যে কেবলমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কেলভিন চক্রের মাধ্যমেই কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটত। কিন্তু পরবর্তী কালে হ্যাচ ও স্ল্যাক বিজ্ঞানী প্রমাণ করেন যে কেলভিন চক্র ছাড়াও অপর একটি চক্রের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটে। তাদের নাম অনুসারে এই চক্রের নাম রাখা হয় হ্যাচ ও স্ল্যাক চক্র। তাদের মতে ফসফোগ্লিসারিক অ্যাসিড সালোকসংশ্লেষের প্রথম স্থায়ী উৎপাদিত যৌগ নয়।
এই পদ্ধতিতে কার্বন-ডাই-অক্সাইড ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে অক্সালো এসিটিক অ্যাসিডে (OAA) পরিণত হয় ও OAA থেকে ম্যালেট এবং ম্যালিক অ্যাসিড পাইরুভেটে পরিবর্তিত হয়। ইহা একটি চক্রাকার প্রক্রিয়াতে ঘটে। ইহাকে C4 চক্র বলা হয়।
হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে C4 চক্র বলা হয়।
C3 উদ্ভিদ কাদের বলে? C3 উদ্ভিদের উদাহরণ
যেসব উদ্ভিদ C3 চক্র মেনে চলে তাদের C3 উদ্ভিদ বলে। যেমন অধিকাংশ উদ্ভিদ-ই C3 উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
C3 চক্র কাকে বলে?
সালোকসংশ্লেষে কেলভিন চক্রে প্রথম স্থায়ী জৈব যৌগ হলো তিন কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তাই কেলভিন চক্র কে C3 চক্র বলে। এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড রিউবিউলোজ ফসফেট এর সাথে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) উৎপন্ন হয়।
C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ ক্ষমতা C3 উদ্ভিদের অপেক্ষা বেশি হয় কেন?
- C4 উদ্ভিদের পরম উষ্ণতা C3 উদ্ভিদের অপেক্ষা অনেক বেশি হয়।
- C4 উদ্ভিদের আলোক শ্বসন সম্পন্ন না হওয়ায় কার্বন অনুগুলির বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে থাকে।
এই কারণে C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ তা উদ্ভিদ থেকে অনেক বেশি হয় তাই উদ্ভিদের কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে।
C4 চক্র ও C3 চক্রের পার্থক্য
C4 চক্র | C3 চক্র |
---|---|
1. মেসোফিল কলা কোষ ও বান্ডিল আবরনীতে ঘটে। | 1. মেসোফিল কলা কোষে ঘটে। |
2. উৎপন্ন বস্তু হল OAA। | 2. উৎপন্ন বস্তু হল PGA। |
3. CO2 গ্রাহক হল ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড। | 3. CO2 গ্রাহক হল রিউবিউলোজ ফসফেট । |
4. ক্যালভিন চক্র ও হ্যাচ-স্ল্যাক উভয়ই ঘটে। | 4. শুধু কেলভিন চক্রে ঘটে। |