বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

মাধ্যমিক 2021 জীবন বিজ্ঞান সাজেশন । মাধ্যমিক সাজেশন 2021 পার্ট ১ । নতুন সিলেবাস অনুযায়ী । Madhyamik suggestion 2020 life science pdf

মাধ্যমিক নতুন সিলেবাস অনুযায়ী আমরা মাধ্যমিকের আজকের জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করলাম Madhyamik suggestion 2020 life science pdf মাধ্যমিক সাজেশন 2021

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021 এর আজকের পর্বে আমরা আমরা নিম্নলিখিত উপ অধ্যায়গুলি আলোচনা করব।পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।
মাধ্যমিক নতুন সিলেবাস অনুযায়ী আমরা মাধ্যমিকের আজকের জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করলাম।মাধ্যমিক পরীক্ষায় যত রকমের প্রশ্ন থাকে সব রকমের প্রশ্ন আমরা এই সাজেশন উত্তরসহ প্রকাশ করেছি। আজকের মাধ্যামিক সাজেশন নিম্নলিখিত বিষয়ের অন্তর্গত : 

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021

মাধ্যমিক সাজেশন 2021 জীবন বিজ্ঞান - Madhyamik suggestion 2020 life science

  • উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান
  • উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন।
  • প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন।
  • প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়।
  • প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন।

▣ সঠিক উত্তর নির্বাচন করো

1. জগদীশচন্দ্র বসুর দ্বারা ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম- সিসমোগ্রাফ / থার্মোগ্রাফ / হাইগ্রোমিটার / ক্রেস্কোগ্রাফ
উত্তর:- ক্রেস্কোগ্রাফ।

2. যে উদ্ভিদকে ইন্ডিয়ান টেলিগ্রাম বলা হয় সেটি হল- লজ্জাবতী / মটর / কুমারিকা / বনচাঁড়াল
উত্তর:- বনচাঁড়াল

3. ট্রপিক চলন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নির্বাচন করো- এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত / উদ্ভিদ বা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় / ভলভক্স নামক শ্যাওলায় চলন দেখা যায় / এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন।
উত্তর:- এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন।

4. আলোর তীব্রতা দ্বারা সংঘটিত আবিষ্ট চলনটি হল - ফটো ট্যাকটিক/ ফটোট্রপিক / ফটোন্যাস্টিক / কোনোটিই নয় ।
উত্তর:- ফটোন্যাস্টিক চলন

5. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে। কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায় । এটি হলো- ফটোন্যাস্টিক / সিসমোন্যাস্টিক / কেমন্যাস্টিক চলন / থার্মোন্যাস্টি
উত্তর:- ফটোন্যাস্টিক চলন।

6. উদ্ভিদের রসস্ফীতি জনিত চলন যে ক্ষেত্রে দেখা যায় তা হল- ট্যাকটিক / ন্যাস্টিক / ট্রপিক / কোনোটিই নয়
উত্তর:- ন্যাস্টিক চলন।

7. উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো- জিব্বেরেলিন/ অক্সিন / সাইটোকাইনিন / উৎসেচক
উত্তর:- অক্সিন।

9. আলোর প্রভাবে ঘটে- ট্রপিক / ট্যাকটিক / ন্যাস্টিক / সবগুলি
উত্তর:- সবগুলি।

10. হরমোন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- বেলিস ও স্টার্লিং / কুরোসাওয়া / ওয়েন্ট / জগদীশচন্দ্র বসু
উত্তর:- বেলিস ও স্টার্লিং।

11. উদ্ভিদের খর্বতা দূরীকরণে সাহায্যকারী হরমোন টি হল - অক্সিন / জিব্বেরেলিন / সাইটোকাইনিন / ফ্লোরিজেন।
উত্তর:- জিব্বেরেলিন।

12. . কৃষিক্ষেত্রে আগাছা দমনের সাহায্যকারী হরমোন হল- কৃত্রিম অক্সিন / কাইনিন / ইথিলিন / জিব্বেরেলিন
উত্তর:- কৃত্রিম অক্সিন

13. বীজের অঙ্কুরোদগম ঘটায় - ফ্লোরিজেন / ইথিলিন / অ্যাবসিসিক অ্যাসিড / জিব্বেরেলিন
উত্তর:- জিব্বেরেলিন।

14. একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন হল- অক্সিন / জিব্বেরেলিন / IBA / ফ্লোরিজেন
উত্তর:- ফ্লোরিজেন

15. অগ্রস্থ প্রকটতার বাধা দেয় যে হরমোন তা হল- জিব্বেরেলিন / অক্সিন / সাইটোকাইনিন / ইথিলিন
উত্তর:- সাইটোকাইনিন।

আরও পড় - মাধ্যমিক 2021 ভৌত বিজ্ঞান সাজেশন  ।  নতুন সিলেবাস অনুযায়ী । Madhyamik suggestion 2020 Physical science pdf

16. রিচমন্ড ওলং এফেক্ট পরীক্ষাটিতে যে হরমোনের প্রভাব ধরা পড়ে তা হল - GA / অক্সিন / সাইটোকাইনিন / IPA
উত্তর:- সাইটোকাইনিন।

17. ধান গাছের বাকানি রোগ এর জন্য দায়ী - অক্সিন / জিব্বেরেলিন / সাইটোকাইনিন / ইথিলিন।
উত্তর:- জিব্বেরেলিন

18. ব্যাঙ্গাচির পূর্ণাঙ্গ ব্যাঙ এ রূপান্তরিত হতে সাহায্য করে- থাইরক্সিন / ACTH / ইস্ট্রোজেন / STH

উত্তর :- থাইরক্সিন

19. নিচের কোনটি আলাদা - র‌্যা্নভিয়ার এর পর্ব / মায়োলিন আবরণী / অ্যাক্সন / ডেনড্রন।
উত্তর:- ডেনড্রন ।

20. মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা হল - 10 জোড়া / 31 জোড়া / 12 জোড়া / 21 জোড়া।
উত্তর:- 12 জোড়া।

21. দর্শন অনুভূতি মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল- হাইপোথ্যালামাস / লঘু মস্তিষ্ক / গুরু মস্তিষ্ক / সুষুম্না শীর্ষক।
উত্তর:- লঘু মস্তিষ্ক।

22. নিয়ন্ত্রণ এর সঙ্গে মস্তিষ্কের কোন অংশ যুক্ত- সুষুম্নাশীর্ষক / থ্যালামাস / লঘুমস্তিষ্ক / গুরুমস্তিষ্ক
উত্তর:- লঘু মস্তিষ্ক

23. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে CSF উপস্থিত সেটি হল- (A) মস্তিষ্কের গহবর / (B) সুষুম্না কান্ডের কেন্দ্রীয় নালী / (C) A ও B উভয় (D) কোনোটিই নয়।
উত্তর:- A ও B উভয়

24. কোনটি আলাদা - শিশুর হাঁটতে শেখা / সাঁতার কাটা / হাঁটুর ঝাঁকুনি / সাইকেল চালানো।
উত্তর:- হাঁটুর ঝাঁকুনি।

25. চোখের স্নায়ুর স্তরটি হল - স্ক্লেরা / কোরয়েড / রেটিনা / কর্নিয়া।
উত্তর:- কোরয়েড।

26. লেন্সের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্টে অবস্থিত তরল কে বলা হয়- পেরিলিম্ফ / এন্ডলিম্ফ / অ্যাকুয়াস হিউমার / ভিট্রিয়াস হিউমার।
উত্তর:- অ্যাকুয়াস হিউমার।

27. মানুষের চোখের লেন্সের আকৃতি হল- অবতল উত্তল দ্বি-উত্তল / দ্বি-অবতল
উত্তর:- দ্বি-উত্তল

28. ফ্লাজেলার সাহায্যে যে প্রাণীর গমন করে তা হল - ইউগ্লিনা / প্যারামেসিয়াম / অ্যামিবা / প্লাসমোডিয়াম
উত্তর: - ইউগ্লিনা

29. পায়রার লেজে রেক্ট্রাইসেস পালকের সংখ্যা - 6 টি / 8টি / 12টি / 16 টি
উত্তর:- 12টি

30. পায়রা ডাঙ্গায় রেমিজেস পালকের সংখ্যা 11 টি / 13টি 19 টি / 23 টি
উত্তর:- 23 টি

31. বল ও সকেট সন্ধি দেখা যায়- কাঁধে / হাটুতে / বুড়ো আঙ্গুলে / কনুই এ
উত্তর:- কাঁধে


▣ শূন্যস্থান পূরণ করো।

1. বনচাঁড়াল এর পাতায় ______ চলন দেখা যায়।
উত্তর:- প্রকরণ চলন।

2. _____ চলন এর ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে।
উত্তর:- টপিক।

3. সুন্দরী গাছের শ্বাসমূল এর চলন হলো ______।
উত্তর:- নেগেটিভ জিওট্রপিক চলন।

4. লজ্জাবতী : সিসমোন্যাস্টি :: সূর্যশিশির: _______।
উত্তর:- কেমনন্যাস্টিক।

6. বৃদ্ধি রোধক একটি হরমোনের হল _____ ।
উত্তর:- অ্যাবসিসিক হরমোন।

7. অক্সিন এর বিপরীত ক্রিয়া করে ______ হরমোন।
উত্তর:- সাইটোকাইনিন।

8. মানব মস্তিষ্কের তিন স্তর যুক্ত আবরণী স্তর গুলি কে একত্রে ____ বলে ।
উত্তর:- মেনিনজেস।

9. প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথ কে ____ বলে।
উত্তর:- প্রতিবর্ত পথ।

10. গুরুমস্তিষ্ক : করপাস ক্যালোসাম :: লঘু মস্তিষ্ক : ____।
উত্তর:- ভারমিস।

11. লেন্সের প্রোটিন বিনষ্ট হলে ____ সৃষ্টি হয়।
উত্তর:- উত্তর।

12. কোমরের সন্ধি : বল ও সকেট :: কনুই এর সন্ধি :: ______।
উত্তর:- কব্জা সন্ধি।

▣ সত্য-মিথ্যা নির্দেশ করো

1. প্রকরণ চলন একপ্রকার রসস্ফীতি জনিত চলন।
উত্তর: উক্তিটি সঠিক।

2. কেমোন্যাস্টি চলন দেখা যায় এমন একটি উদ্ভিদ হল সূর্যশিশির।
উত্তর:- উক্তিটি সত্য।

3. নিউরন বিভাজনে অক্ষম প্রাণী কোষ।
উত্তর:- উক্তিটি সত্য।

4. কাশি হলে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া।
উত্তর:- প্রতিটি মিথ্যা।

5. অন্ধ বিন্দুতে প্রতিচ্ছবি গঠিত হয় না।
উত্তর:- উক্তিটি সত্য।

6. পীতবিন্দু তে সর্বাধিক উজ্জ্বল প্রতিবিম্ব গঠিত হয় ।
উত্তর:- সত্য

7. ক্যাটারাক্ট এর একটি কারণ চোখের উপযোজন ক্ষমতা হ্রাস পাওয়া।
উত্তর:- মিথ্যা।

8. ডেলটয়েড একটি অ্যাবডাকশন পেশী।
উত্তর:- উক্তিটি সত্য।

▣ দু - এক কথায় উত্তর দাও

1. কোন হরমোনের প্রভাবে আলোকবর্তি চলন হয়?
উত্তর:- অক্সিন

আরও পড় - মাধ্যমিক 2021 ভৌত বিজ্ঞান সাজেশন  ।  নতুন সিলেবাস অনুযায়ী । Madhyamik suggestion 2020 Physical science pdf

2. অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়?
উত্তর:- উদ্ভিদের মূলে।

3. কোন হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলে?
উত্তর:- থাইরক্সিন হরমোনকে ক্যালরিজেনিক হরমোন বলে।

4. কোন গ্যাস ফল পাকাতে সাহায্য করে?
উত্তর:- ইথিলিন।

5. কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে?
উত্তর:- ফ্লোরিজেন।

7. উদ্ভিদের জরা রোধ করে কোন হরমোন?
উত্তর:- সাইটোকাইনিন।

8. পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি তে সাহায্য করে কোন হরমোন?
উত্তর:- জিব্বেরেলিন হরমোন।

9. উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে ঝড় সৃষ্টি করে কোন হরমোন?
উত্তর:- সাইটোকাইনিন।

11. NAA এর পুরো নাম কি?
উত্তর:- ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড।

12. বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তর:- পার্থেনোকার্পি।

13. ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়?
উত্তর:- সাইটোকাইনিন।

14. কোন হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলে?
উত্তর:- থাইরক্সিন ও ট্রাই আয়োডো থাইরোনিন হরমোন দুটি কে ক্যালরিজেনিক হরমোন বলে।

15. প্রভু গ্রন্থির প্রভু কাকে  বলা হয় ?

উত্তর: হাইপোথ্যালামাস 

16. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
Ans. যে সমস্ত গ্রন্থি বহিক্ষরা ও অন্তক্ষরা

17. IBA ব্যবহার করে বীজবিহীন আঙ্গুর তৈরির পদ্ধতি কে কি বলে?
উত্তর:- পার্থেনোকার্পি বলে।

18. ইনসুলিন এর বিপরীত হরমোন কোনটি?
উত্তর:- গ্লুকাগন।

19. Fight or flight প্রক্রিয়ার জন্য কোন হরমোন দায়ী?
উত্তর:- অ্যাড্রিনালিন।

20. মায়োলিন আবরণী একটি কাজ লেখ।
উত্তর:- মায়েলিন আবরণী অ্যাক্সন এর ওপর অন্তরক আবরণ গঠন করে স্নায়বিক উদ্দীপনা পরিবহন ও অ্যাক্সনকে সুরক্ষা প্রদান করে।

21. একটি নিউরো ট্রান্সমিটার এর উদাহরণ দাও।
উত্তর:- অ্যাসিটাইল কোলিন।

22. অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক টির নাম কি?
উত্তর:- লাইসোজাইম।

23. অন্ধবিন্দু তে প্রতিচ্ছবি গঠিত হয় না কেন?
উত্তর:- বলে অন্ধ বিন্দুতে প্রতিচ্ছবি তৈরি হয় না।

24. হিঞ্জ বা কব্জা সন্ধি কোথায় থাকে?
উত্তর:- মানুষের হাঁটু কনুই- তে থাকে।

25. গমনে সহায়ক পায়ের দুটি পেশির নাম লেখ।
উত্তর:- কোয়াড্রিসেপস ফিমোরিস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস

26. মানুষের দেহের সচল সন্ধিতে কোন তরল থাকে?
উত্তর:- সাইনোভিয়াল তরল।

27. একটি রোটেশন পেশীর উদাহরণ দাও।

উত্তর: পাইরিফরমিস পেশি

28. কোন প্রকার করোটি স্নায়ু ঘ্রাণ গ্রহণে সাহায্য করে?
উত্তর:- অলফ্যাক্টরি।

29. কোন প্রকার করোটি স্নায়ু দর্শন নিয়ন্ত্রণ করে?
উত্তর: অপটিক স্নায়ু।

▣ সংক্ষেপে উত্তর দাও
1. কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোন এর তিনটি ব্যবহার লেখ।
উত্তর:-

  1. শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে ইনডোল বিউটারিক অ্যাসিড ও ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করা হয়।
  2. অপরিণত ফলের মোচন রোধ করতে কৃত্তিম জিব্বেরেলিন অকৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগ করা হয়।
  3. আগাছানাশ করতে কৃত্রিম অক্সিন, 2,4-D প্রয়োগ করা হয়। এই হরমোনকে উইডিসাইড হরমোন বলে।
  4. বীজবিহীন ফল উৎপাদন করতে ইনডোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ করা হয়।

2. পার্থক্য লেখ পার্থেনোকার্পি ও পার্থেনোজেনেসিস।
উত্তর:- উত্তর দেখতে এখানে ক্লিক কর

3. ইনসুলিন হরমোনের দুটি কাজ লেখ।
উত্তর:- 

  • ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কে কমিয়ে দেয়।
  • ইনসুলিন কলাকৌশল ভেদ্যতা বাড়িয়ে কোষকে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে।

4. ইনসুলিন ও গ্লুকাগন এর পার্থক্য লেখ।

ইনসুলিন গ্লুকাগন
1. ইনসুলিন ক্ষরিত হয় অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে। 1. গ্লুকাগন ক্ষরিত হয় অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স আলফা কোষ থেকে।
2. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করাই ইনসুলিনের কাজ। 2. রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে গ্লুকাগন তা বাড়িয়ে দেয়।

5. ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস এর পার্থক্য কি।

উত্তর:- ADH হরমোন এর নিষ্ক্রিয়তা বা স্বল্প ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়।অন্যদিকে ইনসুলিন হরমোনের নিষ্ক্রিয়তা বা স্বল্প ক্ষরণের জন্য ডায়াবেটিস মেলিটাস রোগ হয়

6. হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্য লেখ।
উত্তর:-
হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজ এর সাদৃশ্য: হরমোন ও স্নায়ুতন্ত্রের উভয়ই জীবদেহে সমন্বয় সাধনের কাজ করে। শহর কোন রাসায়নিক ও ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।

হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজ এর পার্থক্য

হরমোন স্নায়তন্ত্র
1. হরমোনের কাজ মন্থর। 1. স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত।
2. হরমোনের ক্রিয়া স্থায়ী। 2. স্নায়ুতন্ত্রের অস্থায়ী।
3. হরমোন ক্রিয়ার শেষে বিনষ্ট হয়। 3. স্নায়তন্ত্র ক্রিয়ার শেষে বিনষ্ট হয় না।

7. পিটুইটারি কে প্রভু গ্রন্থি বলা হয় কেন?

উত্তর:- পিটুইটারি গ্রন্থি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরিত হয়। এই হরমোনগুলো দেশের সামগ্রিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করার সাথে সাথে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও কার্যকারিতাকেও সমানভাবে নিয়ন্ত্রণ করে।এই কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে।

8. স্নায়তন্ত্র কে ভৌত সমন্বয়ক বলে কেন?
উত্তর:- স্নায়ু দেহের নানান কাজের মধ্যে সমন্বয় ঘটায়। মস্তিষ্ক ও সুষুম্না কান্ডের সাথে সামঞ্জস্য বজায় রেখে বিভিন্ন কাজে দেহকে নিয়ন্ত্রণ করে। বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। তাই স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলে।

9. র‌্যানভিয়ার-এর পর্ব কাকে বলে? এর গুরুত্ব লেখ।
উত্তর:- অ্যাক্সন এর বাইরে মায়েলিন আবরণী হীন অংশে নিউরোলেমা ও এক ছেলে বা যুক্ত হয়ে যে কাজ তৈরি হয় তাকে র‌্যানভিয়ার-এর পর্ব বলে।
র‌্যানভিয়ার-এর পর্বগুলি দিয়ে লাফিয়ে লাফিয়ে উদ্দীপনা দ্রুত পরিবাহিত হয়।

10. সাইন্যাপস এর কার্য পদ্ধতি লেখ।
একটি নিউরনের কোষদেহ থেকে উদ্দীপনা অ্যাক্সন দ্বারা অন্য অ্যাক্সনপ্রান্তে পৌঁছায়। সাইন্যাপটিক নবে ভেসিকল থেকে নির্গত নিউরোট্রান্সমিটার সাইনাপসে অবস্থিত পরবর্তী নিউরনের ডেনড্রন এর গ্রাহক প্রান্তে আবদ্ধ হয় ও স্নায়ু উদ্দীপনাকে প্রেরণ করে।

11. মেনিনজেস এর কাজ লেখ।
উত্তর:- মেনিনজেসের কাজ হল - 

  • (i) মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড কে আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করা। 
  • (ii) মেনিনজেস করোটি এবং মস্তিষ্কের গোলার্ধ দয়ে রক্ত সরবরাহ করতে সাহায্য করে।

13. রেটিনা কোথায় অবস্থিত এবং এর কাজ কি?
উত্তর:- রেটিনা অক্ষিগোলকের পশ্চাদ্ভাগে অবস্থিত।
রেটিনার কাজ:- চোখের লেন্স আলোর যে প্রতিসরণ ঘটায় তার প্রতিবিম্ব রেটিনাতে গঠিত হয়।

14. অশ্রু গ্রন্থির অবস্থান ও কাজ লেখ।
উত্তর:- প্রতিটি চোখের উপরের দিকে ঊর্ধ্ব নেত্রপল্লবের নিচে অশ্রুগ্রন্থি অবস্থিত।
কাজ:

  • অক্ষিগোলক সিক্ত রাখা ও তার চলন স্বাভাবিক রাখা
  • অক্ষিগোলকের উন্মুক্ত অংশকে ধুলোবালি থেকে মুক্ত রাখা।
  • উৎসেচক দ্বারা জীবানু নাশ করা।

15. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।

বাম স্তম্ভ ডান স্তম্ভ
হাইপারমেট্রোপিয়া উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার।
মায়োপিয়া অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার
প্রেসবায়োপিয়া উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার।
প্রেসবায়োপিয়া ও মায়োপিয়া একত্রে বাইফোকাল লেন্স

16. মায়োপিয়া কি? কিভাবে এর সংশোধন করা হয়?

উত্তর:- চোখের যে ত্রুটির কারণে নিকটের দৃষ্টি ঠিক থাকলেও দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে মায়োপিয়া বলে।এক্ষেত্রে অক্ষিগোলকের আকার বড় হওয়ায় বালান্সের ত্রুটির জন্য দূরবর্তী বস্তু থেকে আগত আলোকরশ্মি রেটিনার সামনে প্রতিবিম্ব গঠন করে। ফলে দূরদৃষ্টি অস্পষ্ট হয়।
অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে মায়োপিয়ার ত্রুটি সংশোধন করা সম্ভব।

17. উপযোজন কাকে বলে?
উত্তর:- যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা স্থান পরিবর্তন না করে চক্ষু পেশির সাহায্যে লেন্সের বক্রতার পরিবর্তন করে বস্তুর স্বরূপ দর্শন সম্ভব তাকে উপযোজন বলে।

18. ফ্লেক্সর ও এক্সটেনশর পেশির কাজ ও উদাহরণ দাও।
উত্তর:-
ফ্লেক্সর পেশী
ক্রিয়া  - অস্থি সংলগ্ন পেশিটি সংকুচিত হলে পরপর অবস্থিত দুটি অস্থি ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি চলে আসে। যেমন - বাইসেপস


এক্সটেনশর পেশী
ক্রিয়া - অস্থি সংলগ্ন পেশী টি সংকুচিত হলে পরপর অবস্থিত দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়। যেমন ট্রাইসেপস।

19. মাছের গমনে পটকার ভূমিকা লেখ।
উত্তর: পটকা বায়ুথলির মত কাজ করে। পটকা মাছ আজকের জলের মধ্যে প্লবতা নিয়ন্ত্রণ করে উপরে নিচে ওঠানামা করতে সাহায্য করে। পাটকাই গ্যাসের পরিমাণ কমে গেলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় ফলে মাছ জলের গভীরে নেমে আসতে পারে।

20. মায়োটোম পেশীর অবস্থান ও কাজ লেখ।
উত্তর: থেকে পুঁজ সোনার ঘোড়া পর্যন্ত অবস্থান করে।
কাজ: মায়োটোম পেশি সংকোচন প্রশাসনের মাধ্যমে মাছের দেহে তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করে এর ফলে মাছ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

▣ রচনাধর্মী প্রশ্ন।
1. একটি সরল প্রতিবর্ত পথ এর চিহ্নিত চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।
উত্তর:- প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ: যে নির্দিষ্ট স্নায়ুপথের স্নায়ু স্পন্দন আবর্তন এর দ্বারা প্রতিবর্ত ক্রিয়া সংঘটিত হয়, সেই স্নায়ু পদটিকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলে।

প্রতিবর্ত পথ এর একটি রেখাচিত্র

উদ্দীপক → গ্রাহক → স্নায়ু কেন্দ্র → কারক → সাড়া প্রদান

প্রতিবর্ত পথ এর বিভিন্ন অংশ ও কাজ:

  • গ্রাহক: এর মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয়।
  • অন্তর্বাহী স্নায়ু: এর মাধ্যমে উদ্দীপনা গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়।
  • স্নায়ুকেন্দ্র: এটি সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তু তে অবস্থিত। এখানে সংজ্ঞা বহু উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনায় রূপান্তরিত হয়।
  • বহির্বাহী স্নায়ু: এটি মোটর নিউরন দিয়ে গঠিত । এর মাধ্যমে চেষ্টীয় উদ্দীপনা কারকে বাহিত হয়।
  • কারক : পেশী গ্রন্থি ইত্যাদি হল কারক। কারক উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদান করে। 

2. মায়োপিয়া ও হাইপারোপিয়া এর মধ্যে পার্থক্য লেখ

মায়োপিয়া হাইপেরোপিয়া
1. কাছের বস্তু স্পষ্ট দেখা যায় 1. কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না।
2. দূরের বস্তু ও স্পষ্ট দেখা যায় 2. দূরের বস্তু স্পষ্ট দেখা যায়
3. অক্ষিগোলকের আকার বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়। 3. অক্ষিগোলকের আকার কমে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়।
4. অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়। 4. উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়।

3. ইউগ্লিনা আর সাথে অ্যামিবার গমন এর পার্থক্য লেখ।

ইউগ্লিনার গমন অ্যামিবার গমণ
1. ইউগ্লিনা গমন অঙ্গ ফ্লাজেলা 1. অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপদ
2. ইউগ্লিনা তরল মাধ্যমে গমন করে 2. অ্যামিবা কঠিন কোন বস্তু এর সাথে আটকে গমন করে
3. ইউগ্লিনা গমন পদ্ধতি ফ্লাজেলা নির্ভর গমন। 3. অ্যামিবার গমন অ্যামিবয়েড গমন
4. ইউগ্লিনার গমন অঙ্গ অর্থাৎ ফ্লাজেলাযুক্ত দীর্ঘ ও মোটা হয় 4. অ্যামিবার ক্ষণপদ গুলি আঙুলের মতো কোষীয় উপবৃদ্ধি।

4. ফ্লেক্সন ও এক্সটেনশন এর পার্থক্য

উত্তর:-

ফ্লেক্সন এক্সটেনশন
1. এপ্রকার প্রতিক্রিয়ায় দুটি অস্থি হয়ে পরস্পরের কাছে চলে আসে। 1. এই প্রকার প্রক্রিয়ায় দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়।
2. এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পেশীকে ফ্লেক্সর পেশী বলে। 2. এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পেশীকে এক্সটেনসর পেশী বলে।
3. বাইসেপস পেশীর সংকোচনে কোন বিভাগ হওয়া সিলেকশন এর উদাহরণ। 4. ট্রাইসেপস পেশির সংকোচনে ভাজ করা হাত সোজা হওয়া এক্সটেনশন এর উদাহরণ


▣ চিত্র অংকন।
1. একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোষদেহ, অ্যাক্সন , ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুশ, র‌্যানভিয়ার-এর পর্ব, মায়োলিন আবরণী।

2. প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- গ্রাহক , সংজ্ঞাবহ স্নায়ু , স্নায়ুকেন্দ্র , চেষ্টীয় স্নায়ু

3. মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- কর্নিয়া , লেন্স , ভিট্রিয়াস হিউমার , রেটিনা, আইরিশ , তারারন্ধ্র , স্ক্লেরা ,কনজাংটিভা



About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. jajakallah khairan or thank's brother.বাকি গুলি আপলোড করেন বর্তমান সিলেবাস অনুযায়ী।
Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.