লোহিত চ্যুতি বা রেড ড্রপ ও এমারসন প্রভাব হল আজকের মুল আলোচ্য বিষয় । অনেক ছাত্র ছাত্রি আমাদের কাছে এই প্রশ্ন পাঠিয়েছ তাই আমরা তোমাদের উদ্দেশ্যে এই লেখনী প্রকাশ করলাম।
লোহিত চ্যুতি বা রেড ড্রপ (Red Drop) বলতে কী বোঝো?
এমারসন এবং লুইস এর মতে শুধুমাত্র হ্রস্ব আলোক তরঙ্গ দৈর্ঘ্য যে সালোকসংশ্লেষ কম ঘটে তা নয়, দীর্ঘ আলোক তরঙ্গ দৈর্ঘ্য সালোকসংশ্লেষ পদ্ধতি এর অবনতি ঘটে।দীর্ঘ আলোক তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে সালোকসংশ্লেষের এই অবন্তীকে লোহিত চ্যুতি বা রেড ড্রপ (Red Drop) বলে।
এমারসন প্রভাব কি?
বিজ্ঞানী এমারসন বলেন যে নিষ্ক্রিয় অতি লালা লোকের সঙ্গে যদি হ্রস্ব ও তরঙ্গদৈর্ঘ্যের আলোক একত্রে প্রয়োগ করা যায় তাহলে সালোকসংশ্লেষ এর গতি বৃদ্ধি পায়।অতি লালা লোকের সঙ্গে কমলা লাল আলোকের প্রভাবে সালোকসংশ্লেষের এই বৃদ্ধির হারকে এমারসন প্রভাব বলে।
▣ সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী: ইউগ্লিনা , ক্রাইস্যামিবা।
▣ সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ: ছত্রাক, স্বর্ণলতা।
▣ সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া: রোডোস্পাইরিলাম এবং রোডোসিউডোমোনাস।